ETV Bharat / sports

বাইশ গজে পন্তের প্রত্যাবর্তন, টস হেরে ব্যাট করছে দিল্লি - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 3:14 PM IST

Updated : Mar 23, 2024, 3:42 PM IST

Indian Premier League 2024: বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে 2022 সালের 21 ডিসেম্বর শেষবার পেশাদার ক্রিকেটে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ তার 9 দিনের মাথায় ভয়াবহ পথ দুর্ঘটনায় 14 মাসের বিরতি ৷ দীর্ঘ লড়াইয়ের পর বাইশ গজে ফিরলেন ঋষভ পন্ত ৷

Etv Bharat
Etv Bharat

তিরা (পঞ্জাব), 23 মার্চ: মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস ৷ ভয়াবহ দুর্ঘটনার পর কেটে গিয়েছে 14 মাস ৷ বাইশ গজে ফিরলেন ঋষভ পন্ত ৷ পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে টস করতে নামলেন দিল্লির পোস্টার বয় ৷ যদিও ঘরের মাঠে টস জিতলেন পঞ্জাব অধিনায়ক ধাওয়ান ৷ নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ফিল্ডিং করছে প্রীতি জিন্টার দল ৷

দিল্লি ক্যাপিটালস কিংবা পঞ্জাব কিংস, কেউই এখনও আইপিএল ঘরে তুলতে পারেনি ৷ ফলে এবার মরিয়া হয়ে মাঠে নামবে দু’দলই ৷ পাশাপাশি 672 দিন পর দিল্লির জার্সিতে আইপিএলের মঞ্চে নামলেন পন্ত ৷ প্রতি মুহূর্তে তাঁর আগের পারফর্ম্যান্সের সঙ্গে বর্তমানের তুলনা চলবে ৷ পাশাপাশি lিন ভূমিকায় খেলেন পন্ত ৷ স্টাম্পার-ব্যাটারকে দিল্লির অধিনায়কত্বের চাপও সামলাতে হচ্ছে ৷ ফলে কত দ্রুত নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন পন্ত ! সেটাই এখন দেখার ৷

অন্যদিকে, হোম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হচ্ছে না দিল্লি ক্যাপিটালসের ৷ ওই মাঠ এখনও ম্যাচের প্রস্তুত নয় ৷ তাই প্রথম কয়েকটি ম্যাচ বিশাখাপত্তনমে খেলবে দিল্লি ৷

দিল্লি ক্যাপিটালস একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, শাই হোপ, ঋষভ পন্ত, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, রিংকু ভুঁই, খালিল আহমেদ, ইশান্ত শর্মা

পঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কুরান, হর্ষল প্যাটেল, হরপ্রীত ব্রার, শশাঙ্ক সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদীপ সিং

আরও পড়ুন:

  1. আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর
  2. চোট কাঁটা জিইয়ে রেখেই আইপিএল অভিযানে নাইট নেতা শ্রেয়স
  3. ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন! চিন্তা-স্নায়ুচাপ-উত্তেজনার মিশ্রিত অনুভূতি ঋষভের
Last Updated : Mar 23, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.