ETV Bharat / sports

দিগভ্রষ্ট হতে নারাজ হাবাস, জয়ের ধারাবাহিকতায় শীর্ষস্থানই পাখির চোখ বাগান শিবিরের

Antonio Habas Press Meet: "ইস্টবেঙ্গলও সুপার সিক্সের জন্য লড়াই করছে। আমাদের পাখির চোখ শীর্ষ স্থান। আমরা সেই দিকে ঝাঁপাব।" রবিবারের ডার্বি নিয়ে নিজের লক্ষ্য পরিষ্কার করে দিলেন মোহনবাগান কোচ আন্তেনিও লোপেজ হাবাস ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 10:13 PM IST

Updated : Mar 9, 2024, 10:41 PM IST

Etv Bharat
ডার্বি ম্যাচ
Antonio Habas Press Meet

কলকাতা, 9 মার্চ: সবুজ মেরুন ডাগ আউটে কোচের চেয়ারে বসা আন্তেনিও লোপেজ হাবাস ধরা দিলেন দুটি সম্পূর্ণ ভিন্ন অবতারে। প্রথম পর্বে তিনি ছিলেন রসকসহীন কঠোর শরীরিভাষার এক কাটখোট্টা বৃদ্ধ। দ্বিতীয় পর্বে বছর সাতষট্টির বৃদ্ধ হাবাস হাসিখুশি। ভাষা সমস্যার জটিলতা সরিয়ে হাবাস অনেক বেশি মিডিয়া ফ্রেন্ডলি। ডার্বির আগে দলের সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে এসেছিলেন। বড় ম্যাচ ঘিরে যখন বঙ্গভঙ্গের পরিস্থিতি তখনও তাঁর মুখে হাসি। একই সঙ্গে নির্লিপ্ততা ধরা পড়েছে তাঁর শরীরিভাষায়। প্রতিপক্ষ বেকায়দায় বলেই কি তিনি আত্মবিশ্বাসী? উত্তর নির্লিপ্ততার মুখোশে ঢাকা। মর্যাদার যুদ্ধের আগে নিজের দলকে এগিয়ে রাখছেন? এই প্রশ্নে পিছিয়ে এলেন হাবাস।

"এক ধাপও এগিয়ে রা‌খছি না নিজেদের। আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব থেকে সরে গেলে চলবে না। আমরা শীর্ষ স্থানের লক্ষ্যে ঝাঁপাব।" এমনই মন্তব্য ডার্বিতে অপরাজিত হাবাসের। সেই রেকর্ড কি রবিবারেও বজায় রা‌খতে পারবেন? ঘুরিয়ে হাবাসের জবাব, "আগের রেকর্ডের কথা মাথাতেই রাখছি না। পরিস্থিতিও সমান নয়। মনে রাখতে হবে ইস্টবেঙ্গলও সুপার সিক্সের জন্য লড়াই করছে। আমাদের পাখির চোখ শীর্ষ স্থান। আমরা সেই দিকেই ঝাঁপাব।" মোহনবাগান শেষ ম্যাচ খেলেছিল জামশেদপুরের বিরুদ্ধে ৷ তারপর 9 দিনের বিরতি।

রবিবার ফের মাঠে নামছেন দিমিত্রি পেত্রাতসরা। অন্যদিকে, ক্লেটন সিলভারা তিন দিন আগেই এফসি গোয়ার বিরুদ্ধে খেলছেন। সূচির ব্যস্ততায় ইস্টবেঙ্গল হাঁসফাঁস করছে। সবুজ মেরুন ডুবে অনুশীলনে। ম্যাচ না খেলার অভাবে ছন্দ নষ্ট হয়ে যেতে পারে কি? প্রশ্নটি 'বাপি বাড়ি যা' স্টাইলে বাইরে ফেললেন হাবাস। তাঁর সোজাসাপটা উত্তর, "আমরা কিন্তু বেশি দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। তাই এই ব্যাপারে অতটা চিন্তিত নই ।" কার্ড সমস্যায় এই ম্যাচে নেই দীপক টাংরি।

জানুয়ারিতে সুপার কাপ জেতা ইস্টবেঙ্গল হঠাৎ করেই আইএসএলের দ্বিতীয় পর্বে ছন্দহীন হয়ে পড়েছে। এটাই কি জয়ের সেরা সুযোগ? তিন পয়েন্ট পাখির চোখ হলেও ডার্বি নিয়ে অতিরিক্ত আবেগ দেখাতে নারাজ হাবাস। তাঁর কথায়, "সবুজ-মেরুন সদস্য, সমর্থকদের আলাদা আবেগ থাকতে পারে। কিন্তু আমার কাছে এটা শুধুই একটা ম্যাচ। আর আমরা তিন পয়েন্টের জন্য ঝাঁপাব। আমরা পেশাদার। তিন পয়েন্টের বাইরে কিছু ভাবছি না।" জনি কাউকো, দিমিত্রি পেত্রাতস ছাড়া আর কেউই তেমন নজর কাড়তে পারছেন না। জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা কি নিজেদের মানের প্রতি সুবিচার করতে পারছেন না। হাবাস তাঁর দলের হয়ে ঢাল ধরলেন। তিনি এত কিছু ভাবতে রাজি নন। বলেছেন, "আমি দলের পারফরম্যান্সে খুশি। ওরা গোল হয়তো সেভাবে করতে পারছে না কিন্তু দলের জন্যে যে নিজেদের সেরাটুকু উজাড় করে দিচ্ছে, এতেই আমি খুশি।"

অনেক টালবাহানার পরে অবশেষে ডার্বির জন্য সময় পাওয়া গিয়েছে আগামিকাল রাত সাড়ে আটটায়। এতে তো অনেক সমর্থকই আসতে পারবেন না। সমর্থকদের উদ্দেশ্যে হাবাসের বার্তা, "আমরা প্রত্যেক সবুজ-মেরুন সমর্থকদের সমর্থন চাই। কিন্তু আমরা পেশাদার। ম্যাচের সময়ের উপর আমাদের হাত নেই।" সুপার কাপে যে দলটা খোঁড়াচ্ছিল, হঠাৎ করেই সেই দলটা বিদ্যুৎ গতিতে ছুটছে? নেপথ্য কারণট কী হাবাসের মস্তিষ্ক? "আমাদের লক্ষ্য পরিষ্কার। শীর্ষ স্থানে শেষ করা। নিয়মশৃঙ্খলা ও চেষ্টার সাহায্যে আমরা যোগ্যতম হয়ে উঠতে চাই" কাঠকাঠ ভাবে শুধিয়ে দেন সবুজ মেরুন হেডস্যার।

হুগো বুমোস চলে যাওয়ার পর মাঝমাঠে জনি কাউকো এসে আবার বাগানে ফুল ফুটিয়েছেন। বলিউডের হিট সুরকার জুটি লক্ষ্মীকান্ত-প্যায়েরেলালের মতো নিমেষে সুপারহিট জুটি হয়ে উঠেছেন জনি-দিমি। এই সাফল্যের রসায়ন কী? দিমিত্রির উত্তর, "জনি দারুণ ফুটবলার। আমরা সবসময় নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি। আশা করব, যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি।"

জুয়ান ফেরান্দো দিমিত্রি পেত্রাতোসকে খেলতেন প্রধান স্ট্রাইকার হিসেবে। কিন্তু কোচ বদলের পর অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের ভূমিকাতেও বদল এসেছে। নতুন ভূমিকায় পেত্রাতোস যেন অর্কেস্ট্রার প্রধান যন্ত্রী। হাবাস তাঁকে একটু পিছন থেকে খেলাচ্ছেন। গোল করার থেকে করানোর দায়িত্বই এখন বেশি তাঁর ওপর। নতুন ভূমিকা উপভোগ করছেন। বলছেন "আমি নিজের খেলা উপভোগ করছি। দলের প্রয়োজন অনুযায়ী নিজের সেরাটা দিতে চাই। দল যে ভূমিকাতেই বলবে, তাতে খেলেই নিজের সেরাটা দিয়ে দলের জয় এনে দিতে চাই।"

ডার্বিতে ফের গোল করার পরিকল্পনা রয়েছে। ডুরান্ড ফাইনাল বা আইএসএলের প্রথম লেগে পেত্রাতোস গোল করে নায়ক। রবিবার ফের গোল করার কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে কী? দিমিত্রি বলেন, "আমি শুধুমাত্র এখন ডার্বিতে ফোকাস করছি। কোনও দলই হেলাফেলা করার মতো নয়।" গ্যালারিতে টিফো নিষিদ্ধ ডার্বিতে। ময়দানের ফুটবল সংস্কৃতিতে সমর্থকরা এখন প্রিয় দল কিংবা ফুটবলারকে নিয়ে গান বাঁধেন। রবিবার যদি দ্রিমি-দ্রিমি সুরের ঝড় তোলেন সমর্থকরা। তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন

1. বিতর্কের ঘূর্ণাবর্তে রবির বড় ম্যাচ, টিফোয় নিষেধাজ্ঞা লাল-হলুদের

2. মোহনবাগানকে কটাক্ষ, ক্রীড়ামন্ত্রী আসরে নামতেই টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল

3. আদালতের নির্দেশের পর আসরে ক্রীড়ামন্ত্রী, মিটল ডার্বির টিকিটের দামের বৈষম্য

Antonio Habas Press Meet

কলকাতা, 9 মার্চ: সবুজ মেরুন ডাগ আউটে কোচের চেয়ারে বসা আন্তেনিও লোপেজ হাবাস ধরা দিলেন দুটি সম্পূর্ণ ভিন্ন অবতারে। প্রথম পর্বে তিনি ছিলেন রসকসহীন কঠোর শরীরিভাষার এক কাটখোট্টা বৃদ্ধ। দ্বিতীয় পর্বে বছর সাতষট্টির বৃদ্ধ হাবাস হাসিখুশি। ভাষা সমস্যার জটিলতা সরিয়ে হাবাস অনেক বেশি মিডিয়া ফ্রেন্ডলি। ডার্বির আগে দলের সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে এসেছিলেন। বড় ম্যাচ ঘিরে যখন বঙ্গভঙ্গের পরিস্থিতি তখনও তাঁর মুখে হাসি। একই সঙ্গে নির্লিপ্ততা ধরা পড়েছে তাঁর শরীরিভাষায়। প্রতিপক্ষ বেকায়দায় বলেই কি তিনি আত্মবিশ্বাসী? উত্তর নির্লিপ্ততার মুখোশে ঢাকা। মর্যাদার যুদ্ধের আগে নিজের দলকে এগিয়ে রাখছেন? এই প্রশ্নে পিছিয়ে এলেন হাবাস।

"এক ধাপও এগিয়ে রা‌খছি না নিজেদের। আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব থেকে সরে গেলে চলবে না। আমরা শীর্ষ স্থানের লক্ষ্যে ঝাঁপাব।" এমনই মন্তব্য ডার্বিতে অপরাজিত হাবাসের। সেই রেকর্ড কি রবিবারেও বজায় রা‌খতে পারবেন? ঘুরিয়ে হাবাসের জবাব, "আগের রেকর্ডের কথা মাথাতেই রাখছি না। পরিস্থিতিও সমান নয়। মনে রাখতে হবে ইস্টবেঙ্গলও সুপার সিক্সের জন্য লড়াই করছে। আমাদের পাখির চোখ শীর্ষ স্থান। আমরা সেই দিকেই ঝাঁপাব।" মোহনবাগান শেষ ম্যাচ খেলেছিল জামশেদপুরের বিরুদ্ধে ৷ তারপর 9 দিনের বিরতি।

রবিবার ফের মাঠে নামছেন দিমিত্রি পেত্রাতসরা। অন্যদিকে, ক্লেটন সিলভারা তিন দিন আগেই এফসি গোয়ার বিরুদ্ধে খেলছেন। সূচির ব্যস্ততায় ইস্টবেঙ্গল হাঁসফাঁস করছে। সবুজ মেরুন ডুবে অনুশীলনে। ম্যাচ না খেলার অভাবে ছন্দ নষ্ট হয়ে যেতে পারে কি? প্রশ্নটি 'বাপি বাড়ি যা' স্টাইলে বাইরে ফেললেন হাবাস। তাঁর সোজাসাপটা উত্তর, "আমরা কিন্তু বেশি দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। তাই এই ব্যাপারে অতটা চিন্তিত নই ।" কার্ড সমস্যায় এই ম্যাচে নেই দীপক টাংরি।

জানুয়ারিতে সুপার কাপ জেতা ইস্টবেঙ্গল হঠাৎ করেই আইএসএলের দ্বিতীয় পর্বে ছন্দহীন হয়ে পড়েছে। এটাই কি জয়ের সেরা সুযোগ? তিন পয়েন্ট পাখির চোখ হলেও ডার্বি নিয়ে অতিরিক্ত আবেগ দেখাতে নারাজ হাবাস। তাঁর কথায়, "সবুজ-মেরুন সদস্য, সমর্থকদের আলাদা আবেগ থাকতে পারে। কিন্তু আমার কাছে এটা শুধুই একটা ম্যাচ। আর আমরা তিন পয়েন্টের জন্য ঝাঁপাব। আমরা পেশাদার। তিন পয়েন্টের বাইরে কিছু ভাবছি না।" জনি কাউকো, দিমিত্রি পেত্রাতস ছাড়া আর কেউই তেমন নজর কাড়তে পারছেন না। জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা কি নিজেদের মানের প্রতি সুবিচার করতে পারছেন না। হাবাস তাঁর দলের হয়ে ঢাল ধরলেন। তিনি এত কিছু ভাবতে রাজি নন। বলেছেন, "আমি দলের পারফরম্যান্সে খুশি। ওরা গোল হয়তো সেভাবে করতে পারছে না কিন্তু দলের জন্যে যে নিজেদের সেরাটুকু উজাড় করে দিচ্ছে, এতেই আমি খুশি।"

অনেক টালবাহানার পরে অবশেষে ডার্বির জন্য সময় পাওয়া গিয়েছে আগামিকাল রাত সাড়ে আটটায়। এতে তো অনেক সমর্থকই আসতে পারবেন না। সমর্থকদের উদ্দেশ্যে হাবাসের বার্তা, "আমরা প্রত্যেক সবুজ-মেরুন সমর্থকদের সমর্থন চাই। কিন্তু আমরা পেশাদার। ম্যাচের সময়ের উপর আমাদের হাত নেই।" সুপার কাপে যে দলটা খোঁড়াচ্ছিল, হঠাৎ করেই সেই দলটা বিদ্যুৎ গতিতে ছুটছে? নেপথ্য কারণট কী হাবাসের মস্তিষ্ক? "আমাদের লক্ষ্য পরিষ্কার। শীর্ষ স্থানে শেষ করা। নিয়মশৃঙ্খলা ও চেষ্টার সাহায্যে আমরা যোগ্যতম হয়ে উঠতে চাই" কাঠকাঠ ভাবে শুধিয়ে দেন সবুজ মেরুন হেডস্যার।

হুগো বুমোস চলে যাওয়ার পর মাঝমাঠে জনি কাউকো এসে আবার বাগানে ফুল ফুটিয়েছেন। বলিউডের হিট সুরকার জুটি লক্ষ্মীকান্ত-প্যায়েরেলালের মতো নিমেষে সুপারহিট জুটি হয়ে উঠেছেন জনি-দিমি। এই সাফল্যের রসায়ন কী? দিমিত্রির উত্তর, "জনি দারুণ ফুটবলার। আমরা সবসময় নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি। আশা করব, যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি।"

জুয়ান ফেরান্দো দিমিত্রি পেত্রাতোসকে খেলতেন প্রধান স্ট্রাইকার হিসেবে। কিন্তু কোচ বদলের পর অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের ভূমিকাতেও বদল এসেছে। নতুন ভূমিকায় পেত্রাতোস যেন অর্কেস্ট্রার প্রধান যন্ত্রী। হাবাস তাঁকে একটু পিছন থেকে খেলাচ্ছেন। গোল করার থেকে করানোর দায়িত্বই এখন বেশি তাঁর ওপর। নতুন ভূমিকা উপভোগ করছেন। বলছেন "আমি নিজের খেলা উপভোগ করছি। দলের প্রয়োজন অনুযায়ী নিজের সেরাটা দিতে চাই। দল যে ভূমিকাতেই বলবে, তাতে খেলেই নিজের সেরাটা দিয়ে দলের জয় এনে দিতে চাই।"

ডার্বিতে ফের গোল করার পরিকল্পনা রয়েছে। ডুরান্ড ফাইনাল বা আইএসএলের প্রথম লেগে পেত্রাতোস গোল করে নায়ক। রবিবার ফের গোল করার কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে কী? দিমিত্রি বলেন, "আমি শুধুমাত্র এখন ডার্বিতে ফোকাস করছি। কোনও দলই হেলাফেলা করার মতো নয়।" গ্যালারিতে টিফো নিষিদ্ধ ডার্বিতে। ময়দানের ফুটবল সংস্কৃতিতে সমর্থকরা এখন প্রিয় দল কিংবা ফুটবলারকে নিয়ে গান বাঁধেন। রবিবার যদি দ্রিমি-দ্রিমি সুরের ঝড় তোলেন সমর্থকরা। তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন

1. বিতর্কের ঘূর্ণাবর্তে রবির বড় ম্যাচ, টিফোয় নিষেধাজ্ঞা লাল-হলুদের

2. মোহনবাগানকে কটাক্ষ, ক্রীড়ামন্ত্রী আসরে নামতেই টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল

3. আদালতের নির্দেশের পর আসরে ক্রীড়ামন্ত্রী, মিটল ডার্বির টিকিটের দামের বৈষম্য

Last Updated : Mar 9, 2024, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.