ETV Bharat / sports

স্বপ্নের টেস্ট অভিষেক আকাশ দীপের, শিকারের তালিকায় ক্রলি-ডাকেট-পোপ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 10:06 AM IST

Updated : Feb 23, 2024, 11:22 AM IST

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

India vs England 4th Test in Ranchi: বাংলা দলের হয়ে গত কয়েকবছর ধরেই রঞ্জিতে দারুণ পারফর্ম্যান্স করছিলেন ৷ ইন্ডিয়া 'এ' দলের হয়েও সম্প্রতি দু’ম্যাচে 11 উইকেট নিয়েছিলেন ৷ অবশেষে তার সুফল পেলেন আকাশ দীপ ৷ ভারতীয় দলের জার্সিতে টেস্ট অভিষেক করলেন বাংলার পেস বোলিং অলরাউন্ডার ৷

রাঁচি, 23 ফেব্রুয়ারি: রাঁচির পিচে অভিষেক টেস্টে আগুন ঝড়ালেন আকাশ দীপ ৷ প্রথম স্পেলেই ইংল্যান্ডের দুই ওপেনার-সহ টপ অর্ডারের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেন বাংলার পেসার ৷ তাঁর শিকারের তালিকায় জ্যাক ক্রলি, বেন ডাকেট এবং ওলি পোপ ৷ আজ শুরু থেকেই গতি ও বাউন্সে ইংল্যান্ড ওপেনারদের সমস্যায় ফেলছিলেন ৷ তবে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আকাশকে ৷ একই ওভারে বেন ডাকেট এবং ওলি পোপের উইকেট নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন বাংলার পেস বোলিং অলরাউন্ডার ৷

অন্যদিকে, চতুর্থ টেস্ট শুরু আগে জল্পনা চলছিল ভারত চার স্পিনারে খেলতে পারে ৷ কিন্তু, পিচের চরিত্র কেমন হবে ? তা নিয়ে দুই শিবিরই ধন্দে ছিল কিছুটা ৷ তাই দুই পেসার ও তিন স্পিনার নিয়ে প্রথম একাদশ তৈরি করেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা ৷ আকাশ দীপের প্রথম টেস্ট শিকার হলেন বেন ডাকেট ৷ তবে, ম্যাচের চতুর্থ ওভারেই জ্যাক ক্রলির অফস্টাম্প উড়িয়ে দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, আম্পায়ার সেটিকে নো-বল ঘোষণা করেন ৷ ফলে প্রথম টেস্ট উইকেটের জন্য খানিকটা অপেক্ষা করতে হয় তাঁকে ৷

আকাশের দ্বিতীয় উইকেটটি একই ওভারে আসে ৷ ওলি পোপকে লেগ বিফর আউট করেন তিনি ৷ তবে, এর জন্য ডিআরএস নেন রোহিত শর্মা ৷ আর তারপরের ওভারেই জ্যাক ক্রলিকে প্যাভিলিয়নের রাস্তা দেখান আকাশ দীপ ৷ অভিষেক টেস্টে এই দুরন্ত পারফর্ম্যান্সে টিম ম্যানেজমেন্টকে ভরসা জোগালেন তিনি ৷ ফলে জসপ্রীত বুমরাকে সিরিজের শেষ টেস্টেও বিশ্রাম দেওয়ার যে ভাবনা টিম ম্যানেজমেন্টের ছিল, তা কার্যকরী হলে অবাক হওয়ার কারণ নেই ৷

তবে, রাঁচির উইকেট নিয়ে একটা জল্পনা ছিল শুরু থেকে ৷ পিচ শুকনো হলেও সামান্য ঘাস রয়েছে ৷ যা নিয়ে বেন স্টোকস বলেছিলেন, তাঁরা পিচ নিয়ে ধন্দে রয়েছে ৷ কারণ, এমন উইকেট উপমহাদেশে কখনও তাঁরা পাননি ৷ ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর দাবি করেছিলেন পিচে বল ঘুরবে ৷ কিন্তু, শুক্রবার সকালে নতুন বলে আগুন ঝরালেন ভারতের দুই পেসার ৷ সিরাজ কিছুটা রান খরচ করলেও, আকাশ দীপ পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নিলেন, সঙ্গে তাঁর 140 কিলোমিটার প্রতি ঘণ্টা বলের গতি ৷

উল্লেখ্য, এই টেস্টে ইংল্যান্ড মার্ড উডকে বাইরে রেখেছে ৷ তাঁর জায়গায় খেলছেন ওলি রবিনসন ৷ ফলে এই পিচে উডের গতির অভাববোধ করতেই পারেন স্টোকস ৷ আর রবিনসনের বলের গতি গড়ে 135-এরও কম ৷ ফলে ব্রিটিশ মিডিয়াম পেসাররা কতটা সুবিধা পাবেন, তা নিয়ে সংশয় থাকছে ৷ অন্যদিকে, লেগস্পিনার রেহান আহমেদকে বসিয়ে অফস্পিনার শোয়েব বশিরকে খেলিয়েছে থ্রি-লায়ন্স ৷

আরও পড়ুন:

  1. ধোনি-কোহলি দ্বৈরথ দিয়ে 22 মার্চ শুরু আইপিএল, নির্বাচনের কথা মাথায় রেখে ঘোষিত সংক্ষিপ্ত সূচি
  2. শীঘ্রই অস্ত্রোপচার, গোড়ালির চোটে আইপিএলেও নেই শামি
  3. রাঁচির পিচ দেখে হতবাক বেন স্টোকস, কী বললেন ব্রিটিশ অধিনায়ক
Last Updated :Feb 23, 2024, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.