ETV Bharat / politics

শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ তুলতে চাওয়ায় মহিলাকে হুমকি ! অভিযুক্ত বিজেপির রেখা পাত্র - Sandeshkhali Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 11:10 PM IST

Sandeshkhali Incident: সন্দেশখালিতে শ্লীলতাহানির 'মিথ্যে' মামলাদায়ের ঘটনা সামনে এল ৷ মামলকারী মহিলাই জানালেন, স্থানীয় বিজেপি নেত্রীর চাপে পড়ে উত্তম সরদারের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিলেন ৷

Sandeshkhali Incident
সন্দেশখালি-কাণ্ডে শ্লীলতাহানির 'মিথ্যে' মামলা প্রত্যাহারের আবেদন মহিলার ৷ (নিজস্ব চিত্র)

সন্দেশখালি-কাণ্ডে শ্লীলতাহানির 'মিথ্যে' মামলা প্রত্যাহারের আবেদন মহিলার ৷ (নিজস্ব প্রতিবেদন)

সন্দেশখালি, 13 মে: স্টিং-অপারেশনের ভাইরাল ভিডিয়ো ঘিরে যখন উত্তপ্ত সন্দেশখালি ৷ ঠিক তখনই সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা ! শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ তুলে নিতে চাওয়ায় এবার সন্দেশখালির এক গৃহবধূকে বাড়ি বয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ওই মহিলা ৷ ঘটনার জেরে আতঙ্কিত ওই গৃহবধূ সন্দেশখালি থানার দ্বারস্থ হয়েছেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে গৃহবধূর বাড়িতে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ যদিও, এই ঘটনায় রেখা পাত্রের যোগাযোগের চেষ্টা করা হলেও, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

সন্দেশখালির বেড়মজুর এলাকায় বাড়ি ওই গৃহবধূর ৷ সম্প্রতি, সন্দেশখালির ঘটনা নিয়ে স্টিং-অপারেশনের ভিডিয়ো প্রকাশ হতেই মুখ খোলেন তিনি ৷ তিনি বলেন, "তাঁর মূলত অভিযোগ ছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে ৷ জব কার্ডে কাজ করেও সেই টাকা পাননি তিনি ৷ নায‍্য টাকা না দিয়ে, তা শিবু হাজরার দলবল নিজেদের পকেটে পুড়ে নিয়েছিল ৷ কিন্তু, তার বদলে আমাকে দিয়ে উত্তম সরদারের বিরুদ্ধে শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ করানো হয় ৷ গোটা পরিকল্পনার পিছনে ছিলেন স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি দাস ৷"

গৃহবধূ জানান, এই মাম্পিই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে উত্তমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করার পরামর্শ দিয়েছিলেন ৷ তাঁর দাবি, পুলিশের হাতে গ্রেফতার হওয়া ভাইকে জামিনে ছাড়াতে, সেই সময় তিনি বাধ্য হয়েছিলেন বিজেপি নেত্রীর কথা শুনতে ৷ কিন্তু, সিং-অপারেশনের ভিডিয়ো প্রকাশ হওয়ার পর, শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ প্রত্যাহার করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেন তিনি ৷ তা জানতে পেরেই রবিবার রাতে দলবল নিয়ে তাঁর বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷

তিনি অভিযোগ করেছেন, "রেখা পাত্র এসে হম্বিতম্বি করতে শুরু করে বাড়ির ভিতরে ৷ বলতে থাকে, তুমি যেটা করছ সেটা কি ঠিক ? আমি নাকি তৃণমূলের থেকে টাকা নিয়ে মামলা প্রত্যাহার করতে চাইছি ৷ আমার বিরুদ্ধে এমনই অভিযোগ করছে রেখা ৷ অথচ, এসব কিছুই ঘটেনি ৷ আমি কোনও টাকা নিইনি ৷ হয় তো কেউ নিয়েছে ৷ তাই ওরা বলছে, আমিও টাকা নিয়েছি ৷ কিন্তু, আমাকে বলছে, ভোটের পর আমাকে দেখে নেবে ! কোনও কিছু হলে, তাঁকে যেন দোষ না দেওয়া হয় ৷ শ্লীলতাহানির ঘটনা না ঘটলেও, কেন আমি 'মিথ্যে' মামলা বয়ে বেড়াব ? তাই থানায় গিয়ে আবেদন করেছি মামলা প্রত‍্যাহার করে নেওয়ার জন্য ৷"

এই অভিযোগ নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "এরকম কোনও ঘটনার কথা আমার জানা নেই ৷ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ৷ মিথ‍্যাচার করে তৃণমূল সন্দেশখালিতে টিকে থাকতে চাইছে ৷ এর বাইরে আর কিছু নেই ওদের ৷"

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার চার বিজেপি কর্মী
  2. মিথ্যে ভিডিয়ো বানানোর সঙ্গে জড়িতদের গ্রেফতারির দাবি বিজেপির, সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ
  3. রেখা শর্মা-সহ সন্দেশখালির বিজেপি নেতাদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.