ETV Bharat / politics

দেবকে হাতের নাগালে না-পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাননি ৷ অভিযোগ করার জন্যই দাঁড়িয়ে থেকেও ফিরতে হল খালি হাতে ৷ তৃণমূল প্রার্থী দেবকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 1:07 PM IST

Etv Bharat
Etv Bharat
ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা

ঘাটাল, 30 মার্চ: সরকারি প্রকল্পের সুবিধা পাননি গ্রামবাসীরা ৷ প্রার্থীর প্রচারে দেখা গেল গ্রামবাসীদের ক্ষোভ ৷ হুডখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচার করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। দেবকে দেখতে মানুষের মধ্যে যেমন একদিকে চরম উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, তেমনই তাঁকে ঘিরে ক্ষোভও দেখা গিয়েছে গ্রামবাসীদের মধ্যে ৷

গ্রামের রাস্তায় পায়ে হেঁটে প্রচার না করে হুড় খোলা গাড়িতে চড়ে গ্রামে প্রচার করে দেব ৷ যার জেরে সঠিকভাবে দেবের সাক্ষাৎ না-পাওয়া এবং সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে দেবকে সরাসরি অভিযোগ জানাতে পারেনি গ্রামবাসীরা ৷ ফলে গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার হুডখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচারে যান লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। আর অভিনেতা দেবকে দেখতে যেমন উৎসাহী গ্রামের মানুষের মধ্যে ছিল চরম উন্মাদনা, তেমনই গ্রামের বেশ কিছু মানুষ রাস্তার ধারে অপেক্ষায় ছিল দেবের সঙ্গে সাক্ষাতের জন্য ৷

পাশাপাশি তাঁর সঙ্গে কথা বলে, তাদের অভাব-অভিযোগ জানানোর জন্যও অপেক্ষায় ছিল গ্রামবাসীরা। কিন্তু ওইদিন হুডখোলা গাড়িতে চড়ে দেব গ্রামের রাস্তা দিয়ে প্রচার সেরে বেরিয়ে যান। এরপরই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিয়ে জানান, স্থানীয় নেতারা বলেছিল পায়ে হেঁটে গ্রামে প্রচার করবে দেব ৷ কিন্তু হুডখোলা গাড়িতে চড়ে হাত নেড়ে দেব চলে গেল। রাস্তার ধারে দাঁড়িয়ে থেকেও দেবের সঙ্গে সাক্ষাৎ হয়নি ৷ তাদের অভাব অভিযোগের কথাও বলা হয়নি বলেও জানান তাঁরা। দেবের সঙ্গে ঠিকভাবে দেখা করতে না পেরে এ নিয়ে অজবনগর গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

গ্রামের এক মহিলা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা কিছুই পাইনি ৷ এত বছর তো দাঁড়িয়েছে কী করেছে ? সে কথা বলার জন্যই দাঁড়িয়ে ছিলাম ৷ হেঁটে যাওয়ার কথা ছিল, হেঁটে গেল না কেন ?" দেবের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন অজবনগর গ্রামের বেশ কিছু বাসিন্দা। তবে দেবকে ঘিরে এদিনের প্রচারে হুড় খোলা গাড়ির সামনে পেছনে অগণিত মানুষের চেনা ভিড় লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষের বেশি ভোটে হারানোর শপথ বিজেপি নেতার, দেখুন ভিডিয়ো

পুলিশের হাতে আটক দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা

ঘাটাল, 30 মার্চ: সরকারি প্রকল্পের সুবিধা পাননি গ্রামবাসীরা ৷ প্রার্থীর প্রচারে দেখা গেল গ্রামবাসীদের ক্ষোভ ৷ হুডখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচার করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। দেবকে দেখতে মানুষের মধ্যে যেমন একদিকে চরম উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, তেমনই তাঁকে ঘিরে ক্ষোভও দেখা গিয়েছে গ্রামবাসীদের মধ্যে ৷

গ্রামের রাস্তায় পায়ে হেঁটে প্রচার না করে হুড় খোলা গাড়িতে চড়ে গ্রামে প্রচার করে দেব ৷ যার জেরে সঠিকভাবে দেবের সাক্ষাৎ না-পাওয়া এবং সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে দেবকে সরাসরি অভিযোগ জানাতে পারেনি গ্রামবাসীরা ৷ ফলে গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার হুডখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচারে যান লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। আর অভিনেতা দেবকে দেখতে যেমন উৎসাহী গ্রামের মানুষের মধ্যে ছিল চরম উন্মাদনা, তেমনই গ্রামের বেশ কিছু মানুষ রাস্তার ধারে অপেক্ষায় ছিল দেবের সঙ্গে সাক্ষাতের জন্য ৷

পাশাপাশি তাঁর সঙ্গে কথা বলে, তাদের অভাব-অভিযোগ জানানোর জন্যও অপেক্ষায় ছিল গ্রামবাসীরা। কিন্তু ওইদিন হুডখোলা গাড়িতে চড়ে দেব গ্রামের রাস্তা দিয়ে প্রচার সেরে বেরিয়ে যান। এরপরই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিয়ে জানান, স্থানীয় নেতারা বলেছিল পায়ে হেঁটে গ্রামে প্রচার করবে দেব ৷ কিন্তু হুডখোলা গাড়িতে চড়ে হাত নেড়ে দেব চলে গেল। রাস্তার ধারে দাঁড়িয়ে থেকেও দেবের সঙ্গে সাক্ষাৎ হয়নি ৷ তাদের অভাব অভিযোগের কথাও বলা হয়নি বলেও জানান তাঁরা। দেবের সঙ্গে ঠিকভাবে দেখা করতে না পেরে এ নিয়ে অজবনগর গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

গ্রামের এক মহিলা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা কিছুই পাইনি ৷ এত বছর তো দাঁড়িয়েছে কী করেছে ? সে কথা বলার জন্যই দাঁড়িয়ে ছিলাম ৷ হেঁটে যাওয়ার কথা ছিল, হেঁটে গেল না কেন ?" দেবের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন অজবনগর গ্রামের বেশ কিছু বাসিন্দা। তবে দেবকে ঘিরে এদিনের প্রচারে হুড় খোলা গাড়ির সামনে পেছনে অগণিত মানুষের চেনা ভিড় লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষের বেশি ভোটে হারানোর শপথ বিজেপি নেতার, দেখুন ভিডিয়ো

পুলিশের হাতে আটক দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.