ETV Bharat / politics

আধার কার্ড বাতিল, আজ নির্বাচন কমিশনে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 2:22 PM IST

etv bharat
etv bharat

Aadhaar Card Deactivation Controversy: আধার কার্ড বাতিল নিয়ে বিতর্ক ছড়িয়েছে ৷ সেই নিয়ে আগেই বিকল্প কার্ড দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের তিন সাংসদ সোমবার এই নিয়ে দেখা করবে কমিশনের সঙ্গে ৷

কলকাতা, 26 ফেব্রুয়ারি: আধার ইস্যু নিয়ে কথা বলতে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের প্রতিনিধি দল আজ (সোমবার) নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছে । এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়, রাজ্যসভার সাংসদ দোলা সেন ও তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ।

সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ এই নিয়ে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে সমস্ত মানুষ এই সমস্যার মুখে পড়েছেন, তাঁদের জন্য রাজ্য সরকার একটি পোর্টাল খুলেছে ৷ সেখানে এই নিয়ে যাবতীয় অভিযোগ করা যাচ্ছে ৷

মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছিলেন ৷ ওই সাংবাদিক বৈঠকের দিনই এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেদিনই তিনি জানিয়েছিলেন যে এই নিয়ে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে ৷ সেই মতো সোমবার বাংলার শাসক দলের তিন সদস্য়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান ৷

তবে যাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, তাঁদের অনেকের আধার কার্ড পুনরায় সক্রিয় হয়েছে বলে কোনও কোনও মহল থেকে জানা গিয়েছে ৷ যদিও এর মধ্যে এনআরসির ছায়া দেখছে তৃণমূল । তাদের অভিযোগ, মূলত নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার ।

তৃণমূল নেত্রী আগে এই নিয়ে বলেছিলেন, ‘‘আধার কার্ড নিষ্ক্রিয় বলে ভয় পাওয়ার দরকার নেই, আমি গরিব মানুষকে বলব, আমরা আর একটা বিকল্প কার্ড দেব । নাগরিকত্ব রক্ষা হবে । জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে । গায়ের জোরে নিষ্পেষণ চলছে, এই গায়ের জোর আমরা মানি না । এখানে এনআরসি হবে না, কোনও ডিটেনশন ক্যাম্প হবে না ।’’

আরও পড়ুন:

  1. একদিনে আধার কার্ড বাতিল সংক্রান্ত দেড়শোর বেশি অভিযোগ জমা পড়ল গ্রিভান্স পোর্টালে
  2. রাজ্যকে অন্ধকারে রেখে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার, প্রতিবাদ করে মোদিকে চিঠি মমতার
  3. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.