ETV Bharat / politics

তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ 16-17য়, কী কী নিয়ে থাকতে পারে ঘোষণা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 12:11 PM IST

Updated : Apr 14, 2024, 12:16 PM IST

TMC manifesto: তৃণমূল কংগ্রেসের ইস্তাহার আগামী 16-17 তারিখ নাগাদ প্রকাশ হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ৷ ইস্তাহারে আবাস যোজনা ও কর্মশ্রী প্রকল্পের দিন নিয়ে ঘোষণা থাকতে পারে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 14 এপ্রিল: তৃণমূলের নির্বাচনী ইস্তাহার এখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজসংকেতের অপেক্ষায় ৷ দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী 16 অথবা 17 এপ্রিল তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে পারে ।

আজই দিল্লিতে ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে । বাংলা নববর্ষের দিন তাদের সংকল্প পত্র প্রকাশ করে বিনামূল্যে রেশন থেকে শুরু করে, আশি শতাংশ কম দামে জনঔষধি কেন্দ্র থেকে ওষুধ, 70 বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । এই অবস্থায় এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে ।

শাসকদলের তরফ থেকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে সামনে রেখে একটি নির্বাচনী ইস্তাহার কমিটি গঠন করেছে । এই কমিটি তাদের ইস্তাহার তৈরি করছে । এক্ষেত্রে তারা প্রাথমিকভাবে একটি খসড়া তৈরি করেছে এবং সেটি দলনেত্রীর কাছে পাঠানো হয়েছে । দলনেত্রী সেই ইস্তাহার দেখে সবুজ সংকেত দিলেই পরবর্তী পদক্ষেপ করা হবে অর্থাৎ এই ইস্তাহার প্রকাশ করা হবে ।

এখন প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে কী থাকতে পারে ? যতদূর জানা যাচ্ছে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সরকার কেন্দ্রীয় সরকারের বকেয়া 100 দিনের টাকা মানুষকে ফিরিয়ে দিয়েছে । তবে এখনও আবাস যোজনায় বাংলার মানুষ বঞ্চিত । এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ঘোষণা হতে পারে এই আবাস যোজনার টাকা ফেরত নিয়েই । এছাড়া এ বার বাজেটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারের নিজস্ব 100 দিনের প্রকল্প কর্মশ্রীর ক্ষেত্রে 55 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছিল । এই ইস্তাহার থেকে তা বাড়িয়ে 60 দিন করা হতে পারে ।

এছাড়া মহিলা উন্নয়ন থেকে শুরু করে আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নের জন্য একাধিক প্রতিশ্রুতি তৃণমূলের ইস্তাহারে থাকতে পারে বলে জানা যাচ্ছে । ইতিমধ্যেই এ দিন বিজেপির ইস্তাহার নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেনের সঙ্গে কথা বলা হলে তিনি বলেছেন, "এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ফ্রি রেশনের ঘোষণা করা হয়েছে । ইতিমধ্যেই তা বাংলায় লাগু রয়েছে । একইসঙ্গে যে আয়ুষ্মান ভারতের কথা এ দিন বিজেপির ইস্তাহারে বলা হয়েছে, রাজ্য সরকার স্বাস্থ্যসাথী এনে সমস্ত মানুষের স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করেছে । এমনকি আমাদের সরকার শ্রমজীবী মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিতেও পদক্ষেপ করেছে । অতএব বাংলায় একটা প্রবাদ আছে । আজ বাংলা যা ভাবে, দেশ তা ভাবে আগামিকাল । এ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আগে যে পথ দেখিয়েছে, সেই পথকেই অনুসরণ করছে বিজেপি ।"

আরও পড়ুন:

  1. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
  2. ভোটের পর ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ভাবব, ডাবগ্রামে বার্তা মমতার
  3. 'গেম অন' মুডে মোদি, নাম না-করে রাহুলকে 'আনাড়ি' বলে কটাক্ষ
Last Updated : Apr 14, 2024, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.