ETV Bharat / bharat

'গেম অন' মুডে মোদি, নাম না-করে রাহুলকে 'আনাড়ি' বলে কটাক্ষ - PM Narendra Modi Meets Gamers

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 8:54 PM IST

Updated : Apr 13, 2024, 11:00 PM IST

PM Narendra Modi
PM Narendra Modi

PM Narendra Modi: দোরগোড়ায় লোকসভা নির্বাচন ৷ সাত দফার নির্বাচনের প্রথম দফা 19 এপ্রিল। স্বাভাবিক ভাবেই প্রচারের পারদ তুঙ্গে। এই পরিস্থিতিতে অন্য মুডে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের সেরা গেমারদের সঙ্গে আলাপচারিতায় ধরা দিলেন তিনি ৷ করলেন বৈঠক ৷ সেখানে উঠে এল 'নুব' শব্দটি। যার অর্থ 'আনাড়ি' ৷

PM Narendra Modi

নয়াদিল্লি, 13 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেরা গেমারদের সঙ্গে বসেছেন আড্ডায় ৷ এই ভিডিয়ো ইতিমধ্যই সোশাল মিডিয়ার আনাচে-কানাচে ঘোরাঘুরি করছে ৷ এমনকী নরেন্দ্র মোদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে। তবে এসবের মাঝে মোদিজি কিন্তু বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি ৷ তবে এটা ঠিক তিনি কারও নাম নেননি ৷ শনিবার সকালে প্রকাশ করা ওই ভিডিয়োয় নরেন্দ্র মোদির মুখে শোনা যায় 'নুব' শব্দটি। যার অর্থ খেলায় 'আনাড়ি' ৷ এভাষায় তিনি কাকে আক্রমণ করলেন তা নিয়ে ওয়াকিবহল মহলে চর্চার অন্ত নেই। একাংশের দাবি, রাহুল গান্ধিকেই আনাড়ি বলেছেন মোদি ৷

এপ্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, "আমি যদি নির্বাচনের সময় ওই শব্দটা ব্যবহার করি, তাহলে সবাই ভাবতে বসবে আমি কাকে বলছি! অবশ্য আপনারা বুঝতে পারছেন, কোন নির্দিষ্ট ব্যক্তির কথা বোঝাতে চেয়েছি।" এদিকে প্রধানমন্ত্রীকে একটা নতুন নাম দিয়েছেন গেমাররা। এই কথা শুনে গেমাররা হাসিতে ফেটে পড়েন। অনেকে মজা করে বলেন, "আমরা বুঝতে পারছি কাকে বলা হচ্ছে।" ফলে বোঝাই যাচ্ছিল যে মোদি এই শব্দ কার জন্য ব্যবহার করছেন।

উল্লেখ্য, নাম না-করে বিরোধী শিবিরের দিকেই যে মোদির খোঁচা গিয়েছে তার আভাস রয়েছে এই মন্তব্যে। রাজনৈতিক মহলের মতে, মোদির এই খোঁচা রাহুল গান্ধির দিকে। যে গেমাররা মোদির সঙ্গে এদিন দেখা করেন তাঁরা হলেন, তীর্থ মেহতা, অনিমেষ আগরওয়াল, আংশু বিষ্ট, নমন মাথুর, মিথিলেশ পাটাঙ্কর, গণেশ গঙ্গাধর এবং পায়েল ধারে ৷

উল্লেখ্য, আধুনিক প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে ভোল বদলে গিয়েছে গেমিং দুনিয়ার ৷ বলা ভালো গোটা দুনিয়ায় রাজ করছেন গেমাররা ৷ ভারতেও অনেক গেমার উঠে আসছেন, যাঁরা গেমিং-এর দুনিয়ায় নিজেদের নাম তৈরি করে নিয়েছেন। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের গেমিং দুনিয়ায় নিজেদের পরিচয় বানিয়ে নিয়েছেন তাঁরা। এবার দেশের সেই প্রতিভাবান গেমারদের সঙ্গেই দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:

  1. 'মুখোমুখি বসো', সিএএ-এনআরসি ইস্যুতে মোদি-শাহকে চ্যালেঞ্জ মমতার
  2. অরণ্যে ভোটার এক! দ্বীপে পৌঁছতে ভরসা নৌকা, রইল গুজরাতের 'বিশেষ বুথ' ঠিকানা
  3. রাম মন্দিরকে ঘৃণা করে 'ইন্ডিয়া' জোট, কংগ্রেসকে নিশানা মোদির
Last Updated :Apr 13, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.