ETV Bharat / politics

মমতার মৃত্যু কামনার অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 3:27 PM IST

Updated : Mar 28, 2024, 3:56 PM IST

TMC Files Complaint in EC: ফের কুমন্তব্য বিজেপি প্রার্থীর ৷ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করার অভিযোগে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 28 মার্চ: দিলীপ ঘোষের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কুরুচিকর মন্তব্যের জেরে এবার তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল । অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য করার ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে । সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে,"মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে ।" মূলত এই বিষয়টা নিয়েই তৃণমূল কংগ্রেসের আপত্তি ৷ দলীয় নেতৃত্বের দাবি, প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এহেন বক্তব্যে নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে । আর সেই কারণেই এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল ।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে । এই শব্দটি যেভাবে বলেছেন তার তীব্র বিরোধিতা করছি । একইসঙ্গে নিন্দা করছি । ব্যক্তিগত আক্রোশ থেকে ব্যক্তিগত আক্রমণ কোন পর্যায়ে যেতে পারে এটা তার নিকৃষ্ট উদাহরণ ।"

তাঁর কথায়, প্রাক্তন বিচারপতির এহেন বক্তব্যে নির্বাচনী বিধি লঙ্ঘণ হচ্ছে । রাজনীতিতে ভোটের সময় নিশ্চয়ই যুক্তি ও পালটা যুক্তির পাশাপাশি আক্রমণের পালটা আক্রমণ হবে । কিন্তু এর মানে কী, দিলীপ ঘোষ কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কথা বলছেন । অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে । অভিজিৎবাবু আপনার কোনও ধারণা আছে ? মমতা বন্দ্যোপাধ্যায় 1992 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিল । সেটা ছিল সরকারের মৃত্যুঘণ্টা । একবারও কেউ জ্যোতি বসুর মৃত্যুঘণ্টা চাননি । আপনি বিচারপতি মানুষ ৷ আপনার একটা তাল-জ্ঞান থাকবে তো । মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সহ্য করতে পারছেন না । মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারেন না । মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং বেশ কিছু অশুভশক্তির গলার কাঁটা । সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন ! শকুনের অভিশাপে গরু মরে না ।"

আরও পড়ুন :

  1. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
Last Updated :Mar 28, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.