ETV Bharat / politics

‘রেখা পাত্রকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব আমরা’, বসিরহাটে মিছিল থেকে হুংকার শুভেন্দুর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 10:31 PM IST

Etv Bharat
Etv Bharat

Basirhat Lok Sabha Constituency: বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বসিরহাটে মিছিল করলেন শুভেন্দু অধিকারী ৷ প্রার্থী প্রচার করলেন হুড খোলা গাড়িতে আর শুভেন্দু হাঁটলেন পদযাত্রায় ৷

রেখা পাত্রের সমর্থনে মিছিলে শুভেন্দু অধিকারী

বসিরহাট, 29 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাটে কেন্দ্রে পদ্ম শিবিরের টিকিট পেয়েছেন সন্দেশখালির 'প্রতিবাদী' মুখ রেখা পাত্র ৷ তাঁর সমর্থনে আজ শুক্রবার বসিরহাটে পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন বসিরহাটের মৈত্র বাগান থেকে বোটঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি । হুড খোলা জিপে ছিলেন প্রার্থী রেখা পাত্র ৷ আর সেই মিছিলে দলীয় প্রতীক হাতে হাঁটছিলেন শুভেন্দু অধিকারী ৷

এদিনের পদযাত্রায় সামিল হন বিজেপির অসংখ্য কর্মী-সমর্থক । পদযাত্রা শেষে এক পথসভার আয়োজন করা হয় ৷ সেখানে প্রার্থী রেখা পাত্রকে পাশে নিয়ে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা ৷

তিনি বলেন, "তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাই ৷ সন্দেশখালি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ সব জায়গায় যাব ৷ আমরাই জিতব ৷ এই নির্বাচনে রেখা পাত্রকে আমরা দিল্লিতে পাঠাব নরেন্দ্র মোদিজীর কাছে ৷"

এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে জিতে 2019 সালে সাংসদ হয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান ৷ কিন্তু নির্বাচন মেটার পর তাঁকে সেভাবে এলাকায় দেখা যায়নি ৷ এই নিয়ে এলাকাবাসীদের পাশাপাশি দলের অন্দরেও ক্ষোভ ছিল ৷ সেই কারণেই এবার নুসরত নির্বাচনী টিকিট পাননি বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এবার বসিরহাট কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিধায়ক হাজি নুরুল ইসলাম ৷ তাঁর বিপরীতে সন্দেশখালির আন্দোলনের অন‍্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করে এক প্রকার চমকে দিয়েছে পদ্ম শিবির । সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের প্রার্থী রেখা । আর তিনি যে এই কেন্দ্রকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি ।

আরও পড়ুন :

  1. টানাপোড়েন শেষে বসিরহাট লোকসভায় সিপিআই প্রার্থী ভ্রান্তি, ঘোষণা শীঘ্রই
  2. মমতার দেওয়া সুবিধা নিয়ে প্রশ্ন তৃণমূলের, দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশনে রেখা
  3. সন্দেশখালির মা-বোনদের জন্য লড়তে চান, বললেন বিজেপি প্রার্থী রেখা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.