ETV Bharat / politics

ভারতের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটি দল, সিপিএমের অস্তিত্ব অস্বীকার রথীনের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 2:42 PM IST

BJP Candidate Rathin Chakraborty: সিপিএম ভারতের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটি দল ৷ তাদের অভিযোগের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ৷ অস্তিত্ব অস্বীকার করে বামেদের তীব্র কটাক্ষ করলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ।

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

সিপিএমের অস্তিত্ব অস্বীকার রথীনের

হাওড়া, 13 এপ্রিল: নির্বাচনী প্রচারের মাঝে সিপিএমকে তীব্র আক্রমণ করলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী । তাঁর বিরুদ্ধে বামেদের তোলা অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, "সিপিএমের সার্টিফিকেট আমাদের চাই না । ভারতের রাজনীতিতে সিপিএম একটা অপ্রাসঙ্গিক দল । তাদের অস্তিত্ব ও শক্তি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৷ তাই তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না ।" শনিবার সকালে বেলুড় মঠ থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি ৷ এরপর বালি ও বেলুড়ের একাধিক এলাকায় রোজ শো করতে দেখা যায় তাঁকে ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুন নিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে একহাত নেন রথীন চক্রবর্তী ৷ তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতিকে ছোট করা, ভারতীয় সংস্কৃতিকে বাইরে বেঁচে দেওয়া, বিদেশি রাষ্ট্রদ্রোহী শক্তিকে এই দেশে নিয়ে আসা এগুলো আমাদের বিরোধীদের প্রধান কাজ । সেই কাজ করতে গিয়ে সারা বিশ্বে তারা ক্রমশ অসফল ও বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেইজন্য তারা এখন আনাচেকানাচে বিভিন্ন কৌতুক চিত্র এঁকে বেড়াচ্ছে ।"

বেলুড় মঠ থেকে এ দিনের নির্বাচনী প্রচার শুরু করার বিষয়ে হাওড়ার বিজেপি প্রার্থীর বক্তব্য, "বেলুড় মঠ হচ্ছে ভারতের তথা পৃথিবীর সবথেকে বড় দর্শনীয় এবং বিপ্লবের স্থান । হিন্দু সনাতন ধর্মকে নিয়ে স্বামী বিবেকানন্দ এখানে বসেই বিপ্লব শুরু করেছিলেন । বেলুড় মঠের এই মাটি অতি পবিত্র, তাই বিভিন্ন সময়ে বহু মহান ব্যক্তিরা এই পুণ্যভূমিকে স্পর্শ করতে ছুটে এসেছেন । আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী যে সংস্কৃতিকে বিশ্বাস করেন, সমগ্র ভারতকে পরিবার করেই তিনি তাঁর নেতৃত্বে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, মানুষ আমাদের সানন্দে বরণ করে নিচ্ছেন ।"

আরও পড়ুন:

  1. রথীনের খাসতালুকে কাকলির হারা ন'টি বুথে বাড়তি নজর তৃণমূলের
  2. আমি হাওড়ার ভূমিপুত্র, নাম না করে প্রসূনকে খোঁচা বিজেপি প্রার্থী রথীনের
  3. চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের সঙ্গে জনসংযোগ-প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.