ETV Bharat / politics

এবার মোদির ফোন গ্রাম পঞ্চায়েত সদস্যকে, আপ্লুত হবিবপুরের লতিকা - PM Narendra Modi

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 8:42 PM IST

Updated : Apr 4, 2024, 10:08 PM IST

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করলেন মালদার হবিবপুরের একটি পঞ্চায়েতের সদস্য় তথা স্থানীয় বিজেপি নেত্রী লতিকা হালদারকে ৷ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে রীতিমতো আপ্লুত ওই নেত্রী ৷ বলছেন, ‘‘আমি ধন্য ৷’’

বিজেপিকে কর্মীকে ফোন মমতার

মালদা, 4 এপ্রিল: এবার আর কোনও দলীয় প্রার্থী নয় ৷ প্রত্যন্ত গ্রামের দলীয় কর্মীকে ফোন করলেন নরেন্দ্র মোদি ৷ বুধবার সন্ধেয় প্রধানমন্ত্রীর ফোন পেয়েছেন মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য লতিকা হালদার ৷ ভারত-বাংলাদেশ সীমান্তের পার্বতীডাঙা গ্রামের বাসিন্দা লতিকা ৷ স্বামী দেবদাস হালদার সামান্য মৎস্যজীবী ৷ তাই লতিকা প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত ৷ এখনও সেকথা ভুলতে পারছেন না তিনি ৷

এর আগে নরেন্দ্র মোদির ফোন পেয়েছিলেন বসিরহাটের রেখা পাত্র ও কৃষ্ণনগরের অমৃতা রায় ৷ তাঁরা দু’জনেই এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ কিন্তু এবার এক গ্রামীণস্তরের নেত্রীকে নরেন্দ্র মোদি ফোন করায় শোরগোল পড়েছে জেলার রাজনীতিতেও ৷ প্রধানমন্ত্রী প্রায় পাঁচ মিনিট ধরে লতিকার সঙ্গে কথা বলেন ৷ যদিও সীমান্ত গ্রামে নেটওয়ার্ক সমস্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷

ফোনে দোভাষীর মাধ্যমে লতিকার কাছে লোকসভা নির্বাচন সংক্রান্ত খবরাখবর নিয়েছেন মোদি ৷ লতিকার বুথে নির্বাচনের কাজ কীভাবে চলছে, দলীয় কার্যকর্তারা নিজেদের দায়িত্ব পালন করছেন কি না, তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে কি না, তা লতিকার কাছে জানতে চান ৷ এরপরেই নরেন্দ্র মোদির গলায় উঠে আসে নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের হিংসার প্রসঙ্গ ৷ নির্বাচনী প্রচারে লতিকাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে কি না, তা জানতে চান মোদি ৷ তৃণমূলের মহিলা সদস্যরা তাঁদের সমস্যায় ফেলছেন কি না, তাও জানার চেষ্টা করেন প্রধানমন্ত্রী ৷

এরপরেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে মোদি নিজের নামে চালানোর চেষ্টা করেন ৷ জানতে চান, মোদি সরকারের বিনামূল্যে রেশন নিয়ে প্রচার করা হচ্ছে কি না ! নরেন্দ্র দামোদরদাস মোদি সতর্ক করে লতিকাকে জানান, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনী হিংসা ৷ এবার নির্বাচন কমিশন হিংসা রুখতে ব্যবস্থা নিয়েছে ৷ তাঁরাও বাংলার পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন ৷ লতিকাকে প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দিতে বলেন মোদি ৷ দলের নীতি ও প্রকল্পের কথা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন ৷

বৃহস্পতিবার লতিকা বলেন, “গতকাল সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ আমি ধন্য ৷ প্রায় পাঁচ মিনিট ধরে আমার সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ ফোনের নেটওয়ার্ক চলে যাওয়ায় আর কথা হয়নি ৷ আমি আজও সেকথা ভুলতে পারছি না ৷ তিনি আমাকে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু নির্দেশ দিয়েছেন ৷ তৃণমূলের হিংসা নিয়ে প্রশ্ন করেছেন ৷ আমি তাঁর প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছি ৷”

আরও পড়ুন:

  1. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা
  2. রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
  3. তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান, ভোটারদের বার্তা মোদির
Last Updated :Apr 4, 2024, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.