ETV Bharat / politics

কৃষ্ণনগরে 15 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 10:55 AM IST

Updated : Mar 2, 2024, 11:35 AM IST

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi: রাজ্য সফরের দ্বিতীয় দিনে কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কৃষ্ণনগরে 15 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন তিনি ৷ এরপরে জনসভায় যোগ দেবেন মোদি ৷

প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

কৃষ্ণনগর, 2 মার্চ: শনিবার 15 হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন সকাল 10টা 30 মিনিট নাগাদ নদিয়া জেলার কৃষ্ণনগরে পৌঁছন তিনি ৷ তাঁর রাজ্য সফরকে ঘিরে চরম উন্মাদনা বিজেপি সমর্থকদের মধ্যে ৷ কৃষ্ণনগরে সভাস্থলে বুকে মোদির ছবি এঁকে ঘুরতে দেখা গেল কর্মীদের ৷ শুক্রবার রাজ্যে এসেছেন তিনি । গতকাল হুগলির আরামবাগে জনসভা থেকে শেখ শাহজাহান ও দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন মোদি ৷ শনিবার প্রধানমন্ত্রীর রাজ্য সফরের দ্বিতীয় দিন ৷ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সভাস্থল ।

প্রধানমন্ত্রী পুরুলিয়া জেলায় অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ধাপের (2x660 মেগাওয়াট) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এদিন ৷ তিনি মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনে ফ্লু গ্যাস ডিসালফিউরাইজেশন (এফজিডি) সিস্টেমের উদ্বোধন করেন, যা 650 কোটি টাকা ব্য়য়ে তৈরি হয়েছে । তিনি 1 হাজার 986 কোটি টাকায় নির্মিত এনএইচ-12-এর 100 কিলোমিটার দীর্ঘ ফারাক্কা-রায়গঞ্জ সেকশনের চার-লেনের উদ্বোধনও করেন শনিবার ।

পাশাপাশি প্রধানমন্ত্রী রাজ্যে 940 কোটি টাকারও বেশি মূল্যের চারটি রেল প্রকল্পের ঘোষণা করেন । এগুলি হল দামোদর-মহিশীলা লাইনের দ্বিগুণকরণ, রামপুরহাট এবং মুরারাইয়ের মধ্যে তৃতীয় লাইন, বাজারসাউ-আজিমগঞ্জ রেললাইনের দ্বিগুণ এবং আজিমগঞ্জ ও মুর্শিদাবাদকে সংযোগকারী একটি নতুন লাইন ৷ এর আগে শুক্রবার হুগলি জেলার আরামবাগে 7 হাজার 200 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী ৷

2024 লোকসভা নির্বাচনে নদিয়া জেলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷ নরেন্দ্র মোদির জেলা সফর ঘিরে তা একপ্রকার স্পষ্ট ৷ প্রথমত, এই জেলাতে উল্লেখযোগ্যভাবে মতুয়া জনসংখ্যা বেশি রয়েছে । পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ ছিলেন মহুয়া মৈত্র ৷ গত বছর অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় লোকসভা থেকে মহুয়াকে বহিষ্কার করা হয়েছে ৷ ফলে একদিকে মতুয়া ভোট ব্যাঙ্ক ও অন্যদিকে রানাঘাট ছাড়াও নদিয়ার অন্য লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির ৷ আর এর জন্য প্রধানমন্ত্রী মোদিকেই প্রধান হাতিয়ার করেছে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. ফলের রস-বয়েলড ভেজিটেবলে প্রাতঃরাশ সেরে কৃষ্ণনগরের পথে মোদি
  2. গান্ধিজির তিন বাঁদর হল ইন্ডিয়া জোট, সন্দেশখালি নিয়ে কংগ্রেস-সিপিএমকে কটাক্ষ মোদির
  3. 'তৃণমূলের মন্ত্রীদের ঘরে টাকার বান্ডিল সিনেমাকেও হার মানায়' পার্থর উদাহরণ টেনে মোদির খোঁচা
Last Updated :Mar 2, 2024, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.