ETV Bharat / politics

বাংলায় যত বেশি বিজেপি সাংসদ, তত বেশি বিকাশ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির - PM Narendra Modi

author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 2:59 PM IST

PM Narendra Modi: শুক্রবার নির্বাচনী প্রচারে বাংলায় একাধিক জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার মধ্যে একটি ছিল নদিয়ার কৃষ্ণনগরে ৷ সেই সভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানান যে বাংলায় যত বেশি বিজেপি প্রার্থী জিতবেন, তত বেশি বিকাশ হবে বাংলায় ৷

PM Narendra Modi
PM Narendra Modi (file)

কৃষ্ণনগর, 3 মে: 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 18টি আসনে জয়ী হয়েছিল ৷ এবার প্রায় দ্বিগুন আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু বিজেপিকে বাংলা থেকে আরও বেশি আসনে জেতালে লাভ কী হবে ? শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরের নির্বাচনী জনসভা থেকে এই প্রশ্নেরই উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, বাংলায় বিজেপির সাংসদ যত বাড়বে, ততই বাংলার বিকাশ তরান্বিত হবে ৷

এ দিন যে এলাকায় প্রধানমন্ত্রী মোদি সভা করেন, সেখানকার সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ৷ ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে তাঁকে কয়েকমাস আগেই লোকসভা থেকে বহিষ্কার করা হয় ৷ তার আগে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই বেশি সরব হতে দেখা গিয়েছে তাঁকে ৷ এবারও মহুয়াকেই প্রার্থী করেছে তৃণমূল ৷

কৃষ্ণনগরে সভা করতে এসে নাম না করে মহুয়াকেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, বিজেপি তথা এনডিএ-র সাংসদ যত বেশি থাকবেন লোকসভায়, সারা দেশে উন্নয়নের কাজ তত বেশি হবে ৷ বিরোধী সাংসদরা উন্নয়নের কাজ করেন না ৷ বরং লোকসভায় শুধু হইচই করে ৷

তৃণমূল কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, তৃণমূল কংগ্রেসের লুটের সব হিসেব করার গ্যারান্টি দিচ্ছেন তিনি ৷ যাঁরা তৃণমূলের লুটে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও সব টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

বাংলার শিল্পায়নের পরিস্থিতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী ৷ এই নিয়ে মোদি একসঙ্গে নিশানা করেন কংগ্রেস, বাম ও তৃণমূলকে ৷ তাঁর দাবি, এই তিনপক্ষই বাংলাকে শিল্পবন্ধ্যা করে তুলেছে ৷ সেই কারণেই বাংলায় কেউ বিনিয়োগ করতে আসে না ৷ তাঁর মুখে আবার সিএএ প্রসঙ্গ শোনা যায় ৷ সিএএ-র বিরুদ্ধে কথা বলে তৃণমূল হিন্দুদের, বিশেষ করে মতুয়াদের অধিকার হরণ করতে চাইছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁর আরও অভিযোগ, বাংলার সরকারের কী কাজ, সেটাও রোজ আদালত মনে করিয়ে দেয় ৷

তাছাড়া এ দিন তিনি দাবি করেন, বাংলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ তাই তিনি এই অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ৷ জানান, তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. 15 আসনও জিততে পারবে না তৃণমূল, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  2. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
  3. ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.