ETV Bharat / politics

ভোটে লিড দিলেই মিলবে আবাসের টাকা ! ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী পার্থর - Lok Sabha Elections

Partha Bhowmick Controversial Comments: নির্বাচনের প্রচারে গিয়ে দলীয় নেতা-কর্মীদের পুরস্কার ঘোষণা করার কথা বললেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ৷ লোকসভা নির্বাচনে যে পঞ্চায়েত লিড দেবে তাদেরই দেওয়া হবে আবাস যোজনার টাকা ৷ তাঁর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 7:39 PM IST

Etv Bharat
Etv Bharat
পার্থ ভৌমিকের বিতর্কিত মন্তব্য

ব‍্যারাকপুর, 21 মার্চ: ফের নির্বাচনের প্রচারে গিয়ে পুরস্কারের 'টোপ' দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক । তিনি জানান, এবারের লোকসভা ভোটে 'লিড' দিলেই মিলবে আবাসের টাকা । তাঁর এই ঘোষণা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । যদিও এবারই প্রথম নয় ! আগেও আমডাঙা বিধানসভা এলাকায় ভোট প্রচারে গিয়ে পুরস্কারের 'টোপ' দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পার্থ । স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকার রহমানকে পাশে বসিয়ে তিনি বলেছিলেন,"আমডাঙার যে অঞ্চল ভোটে বেশি লিড দেবে, সেই অঞ্চলকে বড় পুরস্কার দেওয়া হবে ।" যা নিয়ে সদ‍্য তৃণমূলত‍্যাগী ব‍্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং পার্থ ভৌমিককে কটাক্ষ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ।

কিন্তু, তারপরও পার্থ ভৌমিক যে তাঁর 'টোপ' রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি তা ফের স্পষ্ট হল মন্ত্রীর বিতর্কিত মন্তব্য থেকেই ৷ বিরোধীদের একাংশ একে প্রচ্ছন্ন হুমকি হিসেবেও দেখছেন । জানা গিয়েছে, মন্ত্রী পার্থ ভৌমিকের যে মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । সেটি তাঁর নিজের বিধানসভা এলাকা নৈহাটির ভোট প্রচারের সময় ঘটে । ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলের এক কর্মীসভায় তিনি তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলছেন,"একটা ঘোষণা আছে । এলাকার চারটি পঞ্চায়েতে জন্য । আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আমাদের ঘোষিত নীতি । যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতের আবাস যোজনার সমস্ত টাকা ডিসেম্বর মাসের মধ্যে মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটা পঞ্চায়েতে মিটিং করে বলবেন আপনারা । হোক না পঞ্চায়েতগুলির মধ্যে একটা প্রতিযোগিতা । পৌরসভাগুলির ক্ষেত্রেও সেই ধারা বজায় থাকবে । যে ওয়ার্ড বেশি লিড দেবে তাঁদের আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসের মধ্যে ।"

একথা বলতে বলতে হঠাৎই তিনি আমডাঙার প্রসঙ্গ টেনে বলেন,"কয়েকদিন আগে আমডাঙায় ভোট প্রচারে গিয়ে আমি বলেছিলাম যে অঞ্চলে বেশি লিড মিলবে সেখানে বড় পুরস্কার দেওয়া হবে । তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ হল । এই নিয়ে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তরে বলেছিলাম, পুরস্কার দেব ঠিকই । আর সেটা হল অকুণ্ঠ ভালোবাসা । অর্থাৎ, যারা জেতাবে তাদের ভালোবাসা দেব । এক্ষেত্রেও আবার নির্বাচন কমিশনে নালিশ না হয় ৷"

আরও পড়ুন :

  1. সম্পত্তি নিয়ে নয়া অভিযোগ অর্জুনের, গুরুত্ব দিতে নারাজ পার্থ
  2. তিনি 'রাজা', শাহজাহানকে জমি কিনতে সাহায্য করেছেন; পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন
  3. 'বন্ধু ভালো থাকুক, শুভেচ্ছা রইল', আক্রমণের রাস্তায় না-হেঁটে অর্জুনকে জবাব পার্থর

পার্থ ভৌমিকের বিতর্কিত মন্তব্য

ব‍্যারাকপুর, 21 মার্চ: ফের নির্বাচনের প্রচারে গিয়ে পুরস্কারের 'টোপ' দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক । তিনি জানান, এবারের লোকসভা ভোটে 'লিড' দিলেই মিলবে আবাসের টাকা । তাঁর এই ঘোষণা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । যদিও এবারই প্রথম নয় ! আগেও আমডাঙা বিধানসভা এলাকায় ভোট প্রচারে গিয়ে পুরস্কারের 'টোপ' দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পার্থ । স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকার রহমানকে পাশে বসিয়ে তিনি বলেছিলেন,"আমডাঙার যে অঞ্চল ভোটে বেশি লিড দেবে, সেই অঞ্চলকে বড় পুরস্কার দেওয়া হবে ।" যা নিয়ে সদ‍্য তৃণমূলত‍্যাগী ব‍্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং পার্থ ভৌমিককে কটাক্ষ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ।

কিন্তু, তারপরও পার্থ ভৌমিক যে তাঁর 'টোপ' রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি তা ফের স্পষ্ট হল মন্ত্রীর বিতর্কিত মন্তব্য থেকেই ৷ বিরোধীদের একাংশ একে প্রচ্ছন্ন হুমকি হিসেবেও দেখছেন । জানা গিয়েছে, মন্ত্রী পার্থ ভৌমিকের যে মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । সেটি তাঁর নিজের বিধানসভা এলাকা নৈহাটির ভোট প্রচারের সময় ঘটে । ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলের এক কর্মীসভায় তিনি তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলছেন,"একটা ঘোষণা আছে । এলাকার চারটি পঞ্চায়েতে জন্য । আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আমাদের ঘোষিত নীতি । যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতের আবাস যোজনার সমস্ত টাকা ডিসেম্বর মাসের মধ্যে মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটা পঞ্চায়েতে মিটিং করে বলবেন আপনারা । হোক না পঞ্চায়েতগুলির মধ্যে একটা প্রতিযোগিতা । পৌরসভাগুলির ক্ষেত্রেও সেই ধারা বজায় থাকবে । যে ওয়ার্ড বেশি লিড দেবে তাঁদের আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসের মধ্যে ।"

একথা বলতে বলতে হঠাৎই তিনি আমডাঙার প্রসঙ্গ টেনে বলেন,"কয়েকদিন আগে আমডাঙায় ভোট প্রচারে গিয়ে আমি বলেছিলাম যে অঞ্চলে বেশি লিড মিলবে সেখানে বড় পুরস্কার দেওয়া হবে । তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ হল । এই নিয়ে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তরে বলেছিলাম, পুরস্কার দেব ঠিকই । আর সেটা হল অকুণ্ঠ ভালোবাসা । অর্থাৎ, যারা জেতাবে তাদের ভালোবাসা দেব । এক্ষেত্রেও আবার নির্বাচন কমিশনে নালিশ না হয় ৷"

আরও পড়ুন :

  1. সম্পত্তি নিয়ে নয়া অভিযোগ অর্জুনের, গুরুত্ব দিতে নারাজ পার্থ
  2. তিনি 'রাজা', শাহজাহানকে জমি কিনতে সাহায্য করেছেন; পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন
  3. 'বন্ধু ভালো থাকুক, শুভেচ্ছা রইল', আক্রমণের রাস্তায় না-হেঁটে অর্জুনকে জবাব পার্থর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.