ETV Bharat / politics

ভোটে লিড দিলেই মিলবে বাইক, প্রার্থীর সামনেই উপহার ঘোষণা তৃণমূলের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 8:41 AM IST

Election Rules Break: নির্বাচনে লিড দিলে উপহার ৷ এমনই ঘোষণা করে বিপাকে শিলিগুড়ির তৃণমূল নেতৃত্ব ৷ বিরোধীদের নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের সামনে কী সাফাই দিলেন খোদ বক্তা ?

Darjeeling Lok Sabha Constituency, Gopal Lama
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দার্জিলিং, 4 এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে লিড দিলেই মিলবে মোটর বাইক কিংবা রেঞ্জার সাইকেল । দলীয় প্রার্থীকে জেতাতে এমনটাই উপহারের ঘোষণা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের । তাও আবার প্রার্থীর সামনেই এমন ঘোষণা ৷ বিষয়টি কানে যেতেই সরব হয়েছেন বিরোধীরা । বিষয়টি নিয়ে কমিশনের কাছে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে বিরোধীরা । যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ।

দার্জিলিং লোকসভা আসনে রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল । শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে টানা প্রচার সারছেন তিনি । বুধবার ফাঁসিদেওয়া 2 ব্লকের কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রার্থী গোপাল লামা, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এবং এসজেডিএ বোর্ড মেম্বার কাজল ঘোষ । মূলত ফাঁসিদেওয়া ব্লকের 98টি বুথের বুথ সভাপতি ও চারটি অঞ্চল সভাপতিদের নিয়ে ওই বৈঠক ডাক দেওয়া হয়েছিল ।

ওই বৈঠকেই তৃণমূল নেতা কাজল ঘোষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তিনি জানান, 98টি বুথের মধ্যে যারা সব থেকে বেশি লিড দিতে পারবে তাদের উন্নতমানের সাইকেল ও অঞ্চল সভাপতিদের মধ্যে সব থেকে বেশি ভোটের লিড দিতে পারবে তাঁকে ব্যক্তিগত উদ্যোগে একটি মোটর বাইক উপহার দেওয়া হবে । শুধু তাই নয়, উপহারের ঘোষণা করতে শোনা যায় জেলা সভানেত্রী পাপিয়া ঘোষকেও । তবে তিনি নির্দিষ্টভাবে কোনও উপহারের কথা বলেননি ৷

যদিও এই বক্তব্যের বিষয়ে কাজল ঘোষ বলেন, "আমরা সবাই দলের জন্য একনিষ্ঠতার সঙ্গে কাজ করি । সবাই নিজের সেরাটা দিই । আমি নিজে একজন ব্যবসায়ী । আমার দুটো চায়ের কারখানা রয়েছে । ভোটের বাজারে দলের নেতাদের উৎসাহ দেওয়ার জন্য ব্যক্তিগত উদ্যোগে ওই পুরস্কারের কথা জানিয়েছি ।"

অন্যদিকে, সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "বাড়িতেও যদি বাচ্চারা ভালো ফল করে তাদের আমরা পুরস্কৃত করি । আর এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় ।" যদিও এই বিষয়ে সরব হয়েছেন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু । তিনি বলেন, "ভোটে এমনিতেও তৃণমূল জিততে পারবে না । এখন কর্মীদের লোভ দেখাচ্ছে । এটা নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে । আমরা কমিশনে অভিযোগ জানাব ।"

আরও পড়ুন :

  1. বিজ্ঞাপনের মাধ্যমে টাকার প্রলোভন দেখাচ্ছেন অভিষেক, কমিশনে সিপিএম
  2. প্রধানমন্ত্রীর 3 হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা, বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.