ETV Bharat / politics

সিএএ-র বিরোধিতা করে সংবিধানের অবমাননা করছেন মমতা, অভিযোগ নিশীথ প্রামাণিকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 5:12 PM IST

Updated : Mar 12, 2024, 6:02 PM IST

Nisith Pramanik
Nisith Pramanik

Nisith Pramanik on CAA Notification: কেন্দ্রীয় সরকারের তৈরি করা সিএএ মানবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এই নিয়ে মমতার বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ মঙ্গলবার তিনি অভিযোগ করেন, সিএএ-র বিরোধিতা করে সংবিধানের অবমাননা করছেন মমতা ৷

সিএএ-র বিরোধিতা করে সংবিধানের অবমাননা করছেন মমতা, অভিযোগ নিশীথ প্রামাণিকের

কোচবিহার, 12 মার্চ: কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করতেই এই নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই এই ইস্যুতে মঙ্গলবার মমতার বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের অবমাননা করছেন । আইন মানছেন না ।’’

এ দিন দুপুর 2টো নাগাদ কোচবিহার-1 ব্লকের নটুয়ারপাড় এলাকায় জনসংযোগয় যাত্রায় আসেন কোচবিহারের বর্তমান সাংসদ ও এবারের প্রার্থী । সেখানে স্থানীয় কালীমন্দিরে পুজো দেন । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করার কথা বলেন ।

এরপর সাংবাদিকরা তাঁর সামনে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেন ৷ তাঁকে জানানো হয়, এ দিন উত্তর 24 পরগনার হাবড়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এ রাজ্যে সিএএ চালু হতে দেবেন না । এনআরসি করতে দেবেন না । কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না । বিজেপি মানুষকে ভাঁওতা দিচ্ছে । সাংবাদিকের কথা শুনে হঠাৎ করেই মেজাজ হারান কেন্দ্রীয় মন্ত্রী । তিনি বলেন, ‘‘এখানে সাংবাদিকতা যাঁরা করছেন, কিছু ভালো সাংবাদিকও আছেন, আবার কিছু এমন চ্যানেলের সাংবাদিকও রয়েছেন যাঁরা রাষ্ট্রবিরোধী । স্বাভাবিকভাবেই একেকজনের প্রশ্ন একেক রকম হবেই ।’’

এর পর তিনি বলেন, ‘‘আপনারা প্রশ্ন যাই করুন সিএএ সংবিধানের একটা অংশ । এটা আইনে পরিণত হয়েছে ধর্মীয়ভাবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যারা বিতাড়িত হয়ে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য । কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় । আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এমনটা বলে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের অবমাননা করছেন । আইন মানছেন না ।’’

পাশাপাশি এ দিন তিনি প্রশ্ন করেন, ‘‘মতুয়া থেকে উদ্বাস্তু, যাঁরা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব দাবি করে আসছেন, তাঁদের কি বঞ্চিত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ?’’ উল্লেখ্য, নটুয়ারপাড় এলাকার সভা শেষে জেলার অন্যান্য এলাকায় জনসংযোগ সারেন নিশীথ প্রামাণিক ৷

আরও পড়ুন:

  1. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  2. দেশজুড়ে লাগু সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন কীভাবে ? যোগ্য কারা ? রইল বিস্তারিত
  3. বাংলার নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি, সিএএ নিয়ে হুংকার 'পাহারাদার' মমতার
Last Updated :Mar 12, 2024, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.