ETV Bharat / politics

সব সীমা পার তৃণমূলের! মোদির হুঙ্কার 'চোটের জবাব, ভোটে দেবেন মানুষ'

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 4:52 PM IST

Updated : Mar 1, 2024, 11:04 PM IST

Narendra Modi on Sandeshkhali issue: সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তো বটেই, এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ কখনও মুখ্যমন্ত্রী, কখনও দিদি সম্বোধন করে একের পর এক শ্লেষ বাক্য ছুড়ে দিয়েছেন মোদি ৷ প্রধানমন্ত্রী বললেন, "চোটের জবাব, ভোটে দেবেন মানুষ ৷"

Etv Bharat
Etv Bharat

আরামবাগ, 1 মার্চ: সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকেই বলেছিলেন, "অনেক কিছু বলার আছে ৷ দলীয় মঞ্চে বলব ৷" সেই কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুরু থেকেই একদিকে সন্দেশখালি এবং অন্যদিকে দুর্নীতি, দুই ইস্যুকে হাতিয়ার করে একের পর এক তীর চালিয়ে গেলেন রাজ্যের শাসকদল তৃণমূলের উদ্দেশে ৷ সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তো বটেই, এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷

শুক্রবার আরামবাগের সভা থেকে ঠারেঠোরে নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন, সন্দেশখালি ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বাঁচানোর পিছনে হাত রয়েছে খোদ রাজ্যের শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ আর সব শেষে প্রধানমন্ত্রী বললেন, "চোটের জবাব, ভোটে দেবেন মানুষ ৷"

শুক্রবার ধানবাদ থেকে আরামবাগে আসলেন প্রধানমন্ত্রী ৷ 'বিজয় সংকল্প যাত্রা'য় আরামবাগ থেকেই বাংলায় কার্যত এদিন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে, এদিন ভোটে বিজেপির প্রচারের সুরও বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপাতত সন্দেশখালি এবং রাজ্যের শাসকদলের একের পর এক দুর্নীতিকেই সামনে রেখে ভোট প্রচারে নামবে পদ্ম শিবির ৷

একই সঙ্গে, 100 দিনের কাজ বা আবাস যোজনা নিয়ে তৃণমূলের প্রচারের পালটা কেন্দ্রের টাকা লুঠ করা হয়েছে বলে সোচ্চার হবে বিজেপি ৷ আর এই সব কিছুই এদিন উঠে এসেছে নরেন্দ্র মোদির কথায় ৷ এদিন শুরুতেই মোদি বলেন, "সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করেছে তৃণমূল তা দেখে গোটা দেশ দুঃখিত এবং ক্ষুব্ধ ৷ এরা সন্দেশখালিতে যা করেছে রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে ৷ এরা মহিলাদের সঙ্গে যা করেছে, তা সব সীমা পার করে ফেলেছে ৷"

এরপরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী ৷ কখনও মুখ্যমন্ত্রী, কখনও দিদি সম্বোধন করে একের পর এক শ্লেষ বাক্য ছুড়ে দিয়েছেন মোদি ৷ তিনি বলেন, "যখন সন্দেশখালির মা-বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন, তখন মমতা দিদি কী করলেন ? অভিযুক্ত তৃণমূলের লোকেদের বাঁচাতে লেগে পড়েছিলেন ৷ শেষ পর্যন্ত আপনাদের সামনে ঝুঁকেছে রাজ্যের পুলিশ ৷ বিজেপির চাপে অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ ৷ প্রায় দুই মাস এই তৃণমূলের নেতা পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ কেউ তো আছে যে এতদিন তাকে আড়াল করেছে ৷ এরকম তৃণমূলকে আপনারা ক্ষমা করবেন ? বাংলার জনতা মুখ্যমন্ত্রী দিদির কাছে প্রশ্ন করছে, কিছু মানুষের ভোট, সন্দেশখালির মা-বোনদের সম্মানের থেকে বেশি হল ? লজ্জা লাগা দরকার ৷" সন্দেশখালির ঘটনায় গোটা দেশবাসী আতঙ্কিত বলেও জানান তিনি।

সন্দেশখালির ঘটনায় এদিন মোদির নিশানায় উঠে এসেছে ইন্ডিয়া জোটের প্রসঙ্গও ৷ তিনি বলেন, "ইন্ডি নেতারা সন্দেশখালির ঘটনা দেখে চোখ-কান-নাক-মুখ সব বন্ধ করে বসে আছেন ৷ পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ে বৈঠক করছেন ৷ সন্দেশখালির মহিলাদের উপর অত্য়াচার করেছে তৃণমূল আর এরা একবারও দেখেনি সন্দেশখালির দিকে ৷ বাংলার পরিস্থিতি গোটা দেশ দেখতে পাচ্ছে ৷ দুঃসাহসের সব সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল ৷ সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাওয়ার সাহস হয়নি বাম-কংগ্রেসের ৷ আর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলছেন, আরে ছাড়ুন, বাংলায় তো এরকম হতেই থাকে !"

আরও পড়ুন

'আজ অনেক কিছু বলার আছে আমার', 7 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে বার্তা মোদির

প্রথমবার কলকাতায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বন্ধ থাকবে কোন রাস্তা ?

Last Updated :Mar 1, 2024, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.