ETV Bharat / politics

আমাকে সহ্য করতে পারেন না আবার মহিলা ভোট চাই, মোদিকে কটাক্ষ মমতার - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 4:03 PM IST

Updated : Apr 22, 2024, 4:49 PM IST

Mamata Banerjee slams PM Narendra Modi
Mamata Banerjee slams PM Narendra Modi

Mamata Banerjee: সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভার মঞ্চ থেকে মহিলা ভোটব্যাংক নিয়ে কটাক্ষ করেন নরেন্দ্র মোদিকে ৷ বলেন, আমাকে সহ্য করতে পারে না আবার মহিলা ভোট চাই ৷

করণদিঘি, 22 এপ্রিল: নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি মূলত কটাক্ষ করেছেন মহিলাদের সমর্থন পেতে বিজেপির প্রচেষ্টা নিয়ে ৷ বলেছেন, ‘‘ওঁর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) নাকি এখন মহিলা ভোট চাই ৷ আমাকেই সহ্য করতে পারে না ৷’’

সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই জনসভার মঞ্চ থেকে তিনি আগাগোড়া আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে ৷ সেই আক্রমণের মধ্য়ে অন্যতম বিষয় ছিল মহিলা ভোটব্য়াংক ৷

এই নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘‘ওঁর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) নাকি এখন মহিলা ভোট চাই ৷ আমাকেই সহ্য করতে পারে না ৷ দেশে আমি একমাত্র মহিলা আছি, যিনি ওঁর সঙ্গে লড়াই করি ৷ আমাকেই সহ্য করতে পারেন না ৷ ওঁর এখন মহিলা ভোট চাই ৷’’

উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে মহিলা ভোটব্যাংকের উপর বিশেষ নজর দিয়েছে বিজেপি ৷ সারা দেশের মতো বাংলাতেও মহিলাদের ভোট পেতে মরিয়া গেরুয়া শিবির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর বক্তৃতায় এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ৷ গতমাসে উত্তর 24 পরগনার বারাসতে মহিলা সমাবেশও করেছিল বিজেপি ৷ সেখানে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন ৷

পরে সন্দেশখালির প্রতিবাদীদের একজন রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি ৷ রেখার সঙ্গে ফোনে কথা বলেছেন স্বয়ং মোদি ৷ এছাড়া কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় ও মালদহে বিজেপির পঞ্চায়েত সদস্যের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তাছাড়া বিভিন্ন সভা থেকে সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ তুলে তিনি নিশানা করছেন মমতাকে ৷

মমতাও এ দিন সন্দেশখালির প্রসঙ্গের প্রেক্ষিতে এই কথা বলেছেন বলে অনেকের মত ৷ কারণ, তৃণমূল নেত্রী সরাসরি সন্দেশখালির কথা না বললেও, যা বলেছেন তাতে ইঙ্গিত কিন্তু সন্দেশখালির দিকে হচ্ছে ৷ মমতা বলেন, ‘‘তাই হাতে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ মিষ্টিকে সন্দেশও বলা হয় জানেন তো ! আর হিন্দিতে সন্দেশকে খবর বলা হয় ৷ সংবাদ বলা হয় ৷ পুরো পরিকল্পিত ভাবে, রচনা করে, পুরোপুরি ফেক ভিডিয়ো দিয়ে রটিয়ে এই সব করেছে ৷’’

আরও পড়ুন:

  1. বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা
  2. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
  3. গেরুয়ায় রাঙল দূরদর্শনের লোগো, ক্ষোভ উগরে দিলেন মমতা-জহর
Last Updated :Apr 22, 2024, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.