ETV Bharat / politics

বাংলা ভিক্ষা নয় হকের টাকা চায়, কেন্দ্রকে নিশানা মমতার

Mamata Banerjee: মঙ্গলবার পুরুলিয়ায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি ৷ জানিয়ে দেন যে বাংলা ভিক্ষা চায় না, হকের টাকা চায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 2:47 PM IST

Updated : Feb 27, 2024, 3:35 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

পুরুলিয়া, 27 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘‘বাংলা ভিখারি নয় ৷ বাংলা হকের টাকা চায় ৷ বাংলা ভিক্ষের টাকা চায় না ৷’’

মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি ময়দানে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হন ৷ ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন ৷ একশো দিনের কাজের বঞ্চনা নিয়ে অভিযোগ তোলেন ৷ আবাস যোজনার টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে আবার অভিযোগ তোলেন ৷

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগ নতুন নয় ৷ গত বছরের গোড়া থেকে তারা এই অভিযোগ তুলছে ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা দিয়েছেন ৷ আন্দোলন হয়েছে দিল্লিতে গিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী ৷ তার পর একশো দিনের বকেয়া টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে ঘোষণা করা হয় ৷ এর পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন যে আগামী 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে, সেই টাকাও রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেন ৷

সেই সময়ই তিনি কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন যে বাংলা ভিক্ষার টাকা চায় না ৷ বাংলা তার হকের টাকা চায় ৷ অর্থাৎ মমতা বোঝাতে চাইলেন যে কেন্দ্র যে টাকা আটকে রেখেছে, তা বাংলার হকের টাকা ৷ পাশাপাশি তিনি জানান, বিজেপির উচিত এই নিয়ে ভোটের প্রচারের সময় জবাব দেওয়া ৷ কেন একশো দিনের টাকা দেওয়া হল না, সেই জবাবই দেওয়া উচিত বিজেপির ৷

এ দিন বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সবই যদি আমরা দেব ৷ নির্বাচনের সময় এসে বলব উজালা দেব ৷ ভোটের পর উজালা ফাজালা হয়ে যাবে ৷ ...বড় বড় কথা বলে৷ কোনও কাজ করে না ৷ আমরা যা বলি করে দেখাই ৷’’

বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আরও অভিযোগ যে কেন্দ্র কোনও টাকা দেয় না ৷ 455টা টিম পাঠিয়েছে ৷ বিজেপি বাংলায় হিংসার পরিস্থিতি তৈরি করছে ৷ আবার সেই নিয়ে নিজেরাই প্রশ্ন তুলছে ৷ বাংলায় কোথাও গোলমাল হয় না, শুধু বিজেপির পঞ্চায়েতগুলিতে গোলমাল হয় ৷

তবে শুধু বিজেপি নয়, নিজের দলের তৃণমূলের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে মমতাকে ৷ তাঁর বার্তা, মানুষই একমাত্র বড় ৷ মানুষ জিতিয়ে এখানে নিয়ে এসেছে৷ মানুষ ছুঁড়ে ফেলে দিলে কেউ তাকাবে না ৷ তৃণমূল কংগ্রেসে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবে না ৷ না হলে বিজেপি, সিপিএম বা কংগ্রেস, অন্য যেকোনও দলে চলে যেতে পারেন নেতারা ৷

উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালি এখন অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ সেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সাধারণ মানুষ ৷ এই পরিস্থিতিতে মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. 100 দিনের কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু রাজ্যের, স্ক্রিনশট তুলে প্রচার তৃণমূলের
  2. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  3. 100 দিনের টাকা ফেরাতে আট সদস্যের টাস্ক ফোর্স গড়ল রাজ্য

পুরুলিয়া, 27 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘‘বাংলা ভিখারি নয় ৷ বাংলা হকের টাকা চায় ৷ বাংলা ভিক্ষের টাকা চায় না ৷’’

মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি ময়দানে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হন ৷ ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন ৷ একশো দিনের কাজের বঞ্চনা নিয়ে অভিযোগ তোলেন ৷ আবাস যোজনার টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে আবার অভিযোগ তোলেন ৷

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগ নতুন নয় ৷ গত বছরের গোড়া থেকে তারা এই অভিযোগ তুলছে ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা দিয়েছেন ৷ আন্দোলন হয়েছে দিল্লিতে গিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী ৷ তার পর একশো দিনের বকেয়া টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে ঘোষণা করা হয় ৷ এর পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন যে আগামী 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে, সেই টাকাও রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেন ৷

সেই সময়ই তিনি কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন যে বাংলা ভিক্ষার টাকা চায় না ৷ বাংলা তার হকের টাকা চায় ৷ অর্থাৎ মমতা বোঝাতে চাইলেন যে কেন্দ্র যে টাকা আটকে রেখেছে, তা বাংলার হকের টাকা ৷ পাশাপাশি তিনি জানান, বিজেপির উচিত এই নিয়ে ভোটের প্রচারের সময় জবাব দেওয়া ৷ কেন একশো দিনের টাকা দেওয়া হল না, সেই জবাবই দেওয়া উচিত বিজেপির ৷

এ দিন বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সবই যদি আমরা দেব ৷ নির্বাচনের সময় এসে বলব উজালা দেব ৷ ভোটের পর উজালা ফাজালা হয়ে যাবে ৷ ...বড় বড় কথা বলে৷ কোনও কাজ করে না ৷ আমরা যা বলি করে দেখাই ৷’’

বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আরও অভিযোগ যে কেন্দ্র কোনও টাকা দেয় না ৷ 455টা টিম পাঠিয়েছে ৷ বিজেপি বাংলায় হিংসার পরিস্থিতি তৈরি করছে ৷ আবার সেই নিয়ে নিজেরাই প্রশ্ন তুলছে ৷ বাংলায় কোথাও গোলমাল হয় না, শুধু বিজেপির পঞ্চায়েতগুলিতে গোলমাল হয় ৷

তবে শুধু বিজেপি নয়, নিজের দলের তৃণমূলের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে মমতাকে ৷ তাঁর বার্তা, মানুষই একমাত্র বড় ৷ মানুষ জিতিয়ে এখানে নিয়ে এসেছে৷ মানুষ ছুঁড়ে ফেলে দিলে কেউ তাকাবে না ৷ তৃণমূল কংগ্রেসে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবে না ৷ না হলে বিজেপি, সিপিএম বা কংগ্রেস, অন্য যেকোনও দলে চলে যেতে পারেন নেতারা ৷

উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালি এখন অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ সেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সাধারণ মানুষ ৷ এই পরিস্থিতিতে মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. 100 দিনের কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু রাজ্যের, স্ক্রিনশট তুলে প্রচার তৃণমূলের
  2. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  3. 100 দিনের টাকা ফেরাতে আট সদস্যের টাস্ক ফোর্স গড়ল রাজ্য
Last Updated : Feb 27, 2024, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.