ETV Bharat / politics

'এখানে লুকিয়ে ছিল, দু'ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ ধরেছে', বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে মমতা - Mamata Banerjee on NIA

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 1:28 PM IST

Updated : Apr 12, 2024, 3:40 PM IST

Etv Bharat
Etv Bharat

Mamata Banerjee on NIA: উত্তরবঙ্গে ভোটের প্রচারে গিয়ে এনআইএ ইস্যুতে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দিনহাটার সংহতি ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।

দিনহাটা, 12 এপ্রিল: নির্বাচনী জনসভা থেকে এনআইএ-কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের অন্যতম দুই অভিযুক্তকে রাজ্য থেকে গ্রেফতার করেছে এনআইএ ৷ যা নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি ৷ তারই পালটা এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে আদতে রাজ্য পুলিশই রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷

12 থেকে 16 এপ্রিল টানা উত্তরবঙ্গে ভোটের প্রচার রয়েছেন মমতা। শুক্রবার প্রথমে দিনহাটা সংহতি ময়দানে জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দ্বিতীয় সভা রয়েছে কালচিনিতে। তার আগেই বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের অন্যতম মাস্টারমাইন্ডকে এনআইএ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ একই সঙ্গে, তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব ৷ যার পালটা পর পর দুটি টুইট করে রাজ্য পুলিশও ৷ সেখানে রাজ্য পুলিশের তরফে দাবি করা হয়, এনআইএ নয় বরং রাজ্য পুলিশ দু'জনকে গ্রেফতার করে এনআইএ-এর হাতে তুলে দিয়েছে ৷

এদিন দিনহাটার মঞ্চ থেকে সেই বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহকে আক্রমণ করেন মমতা ৷ একই সঙ্গে এনআইএ-কে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল ৷ লোকগুলো সব কর্ণাটকের বাসিন্দা ৷ আমাদের এখানকার নয় ৷ আমাদের এখানে লুকিয়ে ছিল, দু'ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ ধরে দিয়েছে ৷ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপির সহ্য হয় না ৷ গুজরাত, উত্তরপ্রদেশ সেফ তো ?"

এখানেই শেষ নয়, এদিন বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বলেন, "ওরা (বিজেপি) বলে বাংলা নিরাপদ নয়। রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ এবং দিল্লি কি নিরাপদ ? শুধু তাদের জিজ্ঞাসা করুন, তারা কী কাজ করেছে। জলপাইগুড়িতে যে দুর্ঘটনা ঘটেছে, তাতে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে ৷ সেই মানুষদের জন্য ওরা কী করেছে ? নির্বাচন এলেই মানুষের ভোট চাইতে আসে। নির্বাচনের পর আর কাউকে দেখা যায় না ৷ কাজও হয় না কোনও। আমরা পরিচ্ছন্ন প্রার্থী দিয়েছি কিন্তু বিজেপি এমন প্রার্থী দিয়েছে যে রাক্ষস, গুন্ডা ৷ তাঁর (নিশীথ প্রামাণিক) বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমার কাছে তাঁর বিরুদ্ধে সব রেকর্ড আছে ৷"

আরও পড়ুন

কাঁথি থেকে গ্রেফতার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই অভিযুক্ত

চালসায় মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান বিজেপির

Last Updated :Apr 12, 2024, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.