ETV Bharat / politics

বাংলায় ফের একা লড়ার বার্তা মমতার, জল্পনা বাড়ালেন 'ইন্ডিয়া'র ভবিষ্যৎ নিয়ে - Lok Sabha election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 2:48 PM IST

Updated : Mar 31, 2024, 3:00 PM IST

Mamata Banerjee on INDIA: প্রচারের প্রথম দিনেই বাংলায় ফের একা লড়ার বার্তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে একইসঙ্গে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনাও উসকে দিয়েছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

কৃষ্ণনগর, 31 মার্চ: বাংলায় ইন্ডিয়া জোটের কোনও অস্তিত্ব নেই ৷ এখানে একাই লড়ছে তৃণমূল কংগ্রেস ৷ কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরুর দিনেই এ কথা ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে নয়া জল্পনা উসকে দিয়েছেন তিনি ৷

রবিবার তিনি বলেন, ইন্ডিয়া জোট তিনিই তৈরি করেছিলেন, জোটের নামও তিনিই রেখেছিলেন ৷ কিন্তু রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম ও কংগ্রেস ৷ তাই মমতার বার্তা, "আমরা একা লড়ছি ৷ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ৷" তবে তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন মমতা এও বলেছেন যে, ইন্ডিয়া জোট নিয়ে ভোটের পর ভাববেন তিনি ৷

এ দিন বক্তব্যের শুরুতেই মমতা বলেন, কেন মানুষ বিজেপি এবং সিপিএম ও কংগ্রেসকে ভোট দেবে না, তা জানাতে চান তিনি ৷ মমতা বলেন, "বাংলায় সিপিএম ও কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়ছে ৷ ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া ৷ আর একটা লেজুড় মুসলিম পার্টি হয়েছে তাদের ভোট দেওয়া মানেও বিজেপিকেই ভোট দেওয়া ৷ আমরা একা লড়ছি ৷"

এ প্রসঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধীদের জোট ইন্ডিয়ার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সিপিএম ও কংগ্রেস এখানে ইন্ডিয়া নামে লড়ছে । এখানে তো জোট হয়নি, ঘোঁট হয়েছে । সিপিএম, কংগ্রেস ও বিজেপি এক হয়ে লড়ছে । আর এক দিকে আমরা একা লড়ছি ।" এরপরই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা উসকে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, "আমিই ইন্ডিয়া জোট তৈরি করেছি, নামটাও আমার দেওয়া ৷ তবে বাংলায় জোট হয়নি ৷ ভোটের পর ওটা দেখে নেব ৷"

এ কথা বলে মমতা ইঙ্গিত দিয়েছেন যে, ভোটের আগে ইন্ডিয়া জোটের সঙ্গে তিনি একত্রিত হয়ে লড়তে না পারলেও, ভোটের পরে বিজেপিকে উৎখাত করতে তিনি জোটের রাস্তা খোলা রাখছেন ৷ কাজেই তখন প্রয়োজন হলে অন্য সমীকরণ তৈরি করতে তিনি প্রস্তুত আছেন বলে মমতা বুঝিয়ে দিয়েছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ মমতার কথায়, "আমরা কথা দিয়ে কথা রাখি, আর ওরা কথা দিয়ে কথা মাপে ৷"

আরও পড়ুন:

  1. মাথার স্টিকার কবে খুলবেন ? দিলীপের মন্তব্যের পরই ব্যান্ডেজ সরল মুখ্যমন্ত্রীর কপাল থেকে
  2. মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টি মানুষই হিরো: মমতা
  3. উত্তরে মহারণ ! একইদিনে কোচবিহারে মোদি-মমতা
Last Updated : Mar 31, 2024, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.