ETV Bharat / politics

'সীমান্তে গুলি করেই বলছে বাংলাদেশি', শীতলকুচির প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা মমতার - Mamata Banerjee

Mamata Banerjee slams BJP: জলপাইগুড়ি নির্বাচনী সমাবেশ থেকে শীতলকুচির প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী ৷ গুলি করে হত্য়া করা হচ্ছে বলে অভিযোগ মমতার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 3:24 PM IST

Updated : Apr 4, 2024, 4:46 PM IST

Etv Bharat
শীতলকুচির প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা মমতার

জলপাইগুড়ি, 4 এপ্রিল: উত্তরবঙ্গের ভোট প্রচার থেকে কড়া ভাষায় বিজেপি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার মালবাজারের জনসভা থেকে ফের শীতলকুচির প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "শীতলকুচির ঘটনা মনে আছে তো ? ভোটের লাইনে তিনজন সংখ্য়ালঘু এবং একজন রাজবংশীকে গুলি করে হত্য়া করেছিল ৷" সেইসঙ্গে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে কেন্দ্র আদতে রাজ্যকে বঞ্চনা করছে বলেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

তাঁর দাবি, রেশনের সব টাকা কেন্দ্র দেয় না ৷ আর যাও দেয়, সেই পাঁচ কেজি চালের বস্তাতেও ছবি থাকে নরেন্দ্র মোদির ৷ এই প্রসঙ্গ টেনে, মুখ্যমন্ত্রী বলেন, "পাঁচ কেজি চালের বস্তাতেও ছবি ! মানুষকে সামান্য খেতে দেবে, সেখানেও প্রচার চায় ৷ মোদি আত্মপ্রচারে ব্যস্ত !" উল্লেখ্য, গত বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচিতে ভোট কেন্দ্রের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ যা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ লোকসভা ভোটের প্রচারেও সেই প্রসঙ্গই উঠে এল মমতার গলায় ৷

এদিন ক্ষোভের সুরে মমতা বলেন, "2021 সালের শীতলকুচির ঘটনা আজও আমাদের পীড়া দেয়। লোকসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবে শীতলকুচির ঘটনার প্রতিশোধ নেবেন ৷ গতকালও হবিবপুর সীমান্তে গুলি করে খুন করেছে ৷ গুলি করেই বলছে বাংলাদেশি ৷ খুনের অধিকার কে দিয়েছে তোমাকে ? বন্দুক আছে বলে গুলি করে হত্য়া করতে পার না তোমরা ৷" এখানেই শেষ নয়, সেনাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন মমতা ৷ এদিন মালবাজারের সভা থেকে মমতা বলেন, "সেনা হাসপাতাল পর্যন্ত বিজেপির দখলে ৷ দেশের সেনা রাজনীতি করে না ৷ বিজেপি করলেই সাদা, তৃণমূল করলেই কালো ৷ বিজেপি দলটাই ভাঁওতাবাজের দল ৷"

শুধু তাই নয়, ফের সিএএ এবং এনআরসি নিয়েও একহাত নিয়েছেন মমতা ৷ নিজেকে পাহারাদার বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন সরাসরি নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, "কোথায় গণতন্ত্র ? এক দেশ এক দল থাকতে পারে না ৷ এখানেও একজন মারা গিয়েছে এনআরসির ভয়ে ৷ আমি তো আছি আপনাদের পাহারাদার ৷ কেউ ভয় পাবেন না ৷ আমি এখানকার লোক, মাটির লোক ৷ আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না ৷ সিএএ'তে আবেদন করলেই এনআরসি হবে ৷ আপানাকে বিদেশি অনুপ্রবেশকারি করে দেবে ৷" শুধু তাই নয়, ইউনিয়ন সিভিল কোড নিয়েও কটাক্ষ করেন মমতা ৷ তিনি বলেন, "মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের পদ্ধতি আলাদা, আদিবাসী, তফশিলিদের বিয়ের পদ্ধতি আলাদা হবে ৷ ইউনিয়ন সিভিলকোডের মধ্যে দিয়ে ৷ বিয়েটাও তোমরা ঠিক করে দেবে ?"

আরও পড়ুন:

  1. 'আমাদের দলের আপদ এখন বিজেপির সম্পদ'
  2. মুখ্যমন্ত্রী সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ করতে চাইছেন ব্রাত্য, জানালেন রাজ্যপাল

জলপাইগুড়ি, 4 এপ্রিল: উত্তরবঙ্গের ভোট প্রচার থেকে কড়া ভাষায় বিজেপি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার মালবাজারের জনসভা থেকে ফের শীতলকুচির প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "শীতলকুচির ঘটনা মনে আছে তো ? ভোটের লাইনে তিনজন সংখ্য়ালঘু এবং একজন রাজবংশীকে গুলি করে হত্য়া করেছিল ৷" সেইসঙ্গে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে কেন্দ্র আদতে রাজ্যকে বঞ্চনা করছে বলেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

তাঁর দাবি, রেশনের সব টাকা কেন্দ্র দেয় না ৷ আর যাও দেয়, সেই পাঁচ কেজি চালের বস্তাতেও ছবি থাকে নরেন্দ্র মোদির ৷ এই প্রসঙ্গ টেনে, মুখ্যমন্ত্রী বলেন, "পাঁচ কেজি চালের বস্তাতেও ছবি ! মানুষকে সামান্য খেতে দেবে, সেখানেও প্রচার চায় ৷ মোদি আত্মপ্রচারে ব্যস্ত !" উল্লেখ্য, গত বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচিতে ভোট কেন্দ্রের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ যা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ লোকসভা ভোটের প্রচারেও সেই প্রসঙ্গই উঠে এল মমতার গলায় ৷

এদিন ক্ষোভের সুরে মমতা বলেন, "2021 সালের শীতলকুচির ঘটনা আজও আমাদের পীড়া দেয়। লোকসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবে শীতলকুচির ঘটনার প্রতিশোধ নেবেন ৷ গতকালও হবিবপুর সীমান্তে গুলি করে খুন করেছে ৷ গুলি করেই বলছে বাংলাদেশি ৷ খুনের অধিকার কে দিয়েছে তোমাকে ? বন্দুক আছে বলে গুলি করে হত্য়া করতে পার না তোমরা ৷" এখানেই শেষ নয়, সেনাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন মমতা ৷ এদিন মালবাজারের সভা থেকে মমতা বলেন, "সেনা হাসপাতাল পর্যন্ত বিজেপির দখলে ৷ দেশের সেনা রাজনীতি করে না ৷ বিজেপি করলেই সাদা, তৃণমূল করলেই কালো ৷ বিজেপি দলটাই ভাঁওতাবাজের দল ৷"

শুধু তাই নয়, ফের সিএএ এবং এনআরসি নিয়েও একহাত নিয়েছেন মমতা ৷ নিজেকে পাহারাদার বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন সরাসরি নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, "কোথায় গণতন্ত্র ? এক দেশ এক দল থাকতে পারে না ৷ এখানেও একজন মারা গিয়েছে এনআরসির ভয়ে ৷ আমি তো আছি আপনাদের পাহারাদার ৷ কেউ ভয় পাবেন না ৷ আমি এখানকার লোক, মাটির লোক ৷ আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না ৷ সিএএ'তে আবেদন করলেই এনআরসি হবে ৷ আপানাকে বিদেশি অনুপ্রবেশকারি করে দেবে ৷" শুধু তাই নয়, ইউনিয়ন সিভিল কোড নিয়েও কটাক্ষ করেন মমতা ৷ তিনি বলেন, "মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের পদ্ধতি আলাদা, আদিবাসী, তফশিলিদের বিয়ের পদ্ধতি আলাদা হবে ৷ ইউনিয়ন সিভিলকোডের মধ্যে দিয়ে ৷ বিয়েটাও তোমরা ঠিক করে দেবে ?"

আরও পড়ুন:

  1. 'আমাদের দলের আপদ এখন বিজেপির সম্পদ'
  2. মুখ্যমন্ত্রী সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ করতে চাইছেন ব্রাত্য, জানালেন রাজ্যপাল
Last Updated : Apr 4, 2024, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.