ETV Bharat / politics

জোটকে অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জের মাঝেই প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 8:56 PM IST

INDIA Bloc Launches Lok Sabha Elections Campaign: জোটকে অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জের মধ্যে প্রচারে নেমে পড়ল 'ইন্ডিয়া' জোটের দলগুলি ৷ যার শুরুটা হল বিহারের পাটনা থেকে ৷ মূলত, উত্তরপ্রদেশ ও বিহার থেকে 120টি আসনে অধিকাংশতে জিতে সংসদের নিম্নকক্ষে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি বিরোধী এই জোট ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 3 মার্চ: বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট রবিবার পটনা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করল ৷ দু’টি বড় রাজ্য উত্তরপ্রদেশ ও বিহারে বিজেপিকে পরাজিত করার প্রতিশ্রুতিবদ্ধ হল জোটের রাজনৈতিক দলগুলি ৷ এই দুই রাজ্য থেকে মোট 120টি আসন রয়েছে লোকসভার 543টির মধ্যে ৷

'ইন্ডিয়া' জোটের নেতারা অর্থাৎ, কংগ্রেস থেকে রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে ৷ আরজেডির লালু প্রসাদ এবং তেজস্বী যাদব ৷ সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআইএম থেকে সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা এবং সিপিআই-এমএল এর দীপঙ্কর ভট্টাচার্যের হাত ধরে একটি জনসভার আয়োজন করা হয় পাটনার ঐতিহাসিক গান্ধি ময়দানে ৷ যেখানে বিজেপির বিভাজনকারী রাজনীতি ও মূলধনীদের সমর্থনের নীতিকে পরাস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হল 'ইন্ডিয়া' জোট ৷

এদিন মঞ্চ থেকে রাহুল গান্ধি বলেন, "দেশে পালা বদলের এই যাত্রা বিহার থেকে শুরু হচ্ছে ৷ বিজেপি শুধুমাত্র কয়েকটি বড় কর্পোরেট সংস্থার জন্যই কাজ করেছে এবং গরিব মানুষকে উপেক্ষা করে গিয়েছে ৷" অন্যদিকে, সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, "আমাদের দেশ ও সংবিধানকে বাঁচাতে বিহার ও উত্তরপ্রদেশে এই 120টি আসনে জিততে হবে ৷"

অন্যদিকে, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব বলেন, "আমরা একসঙ্গে মিলে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেব ৷ পিছিয়ে পড়া শ্রেণির সমর্থনে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি ৷ আমাদের দিল্লি দখল করতেই হবে ৷" এদিনের জনসভা থেকে বেশিরভাগ নেতার মুখেই ছিল বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরোধিতার সুর ৷ সঙ্গে উত্তরপ্রদেশ ও বিহারের যুবসমাজ ও মহিলাদের চাকরির ব্যবস্থাপনার কথাও বলতে শোনা গিয়েছে 'ইন্ডিয়া' জোটের নেতাদের ৷

রবিবারের এই জনসভার আয়োজন করেছিল লালুপ্রসাদ যাদবের আরজেডি ৷ যেখানে প্রায় 10 লক্ষ মানুষের ভিড় হয়েছিল ৷ কিন্তু, মানুষের সমর্থনের থেকেও 'ইন্ডিয়া' জোটের সবচেয়ে বড় সমস্যা, তাদের একতা ৷ ভোটের ময়দানে এই একতাকে বজায় রেখে লড়তে না পারলে, এই বিপুল জনসমাগমের কোনও অর্থ থাকবে না বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ কারণ, যে দল যে রাজ্যে শক্তিশালী, সেখানে আসন সংখ্যার ভাগাভাগি নিয়ে এখনও কোনও সমাধান সূত্র বের করতে পারেনি 'ইন্ডিয়া' জোটের সদস্যরা ৷

যেমনটা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৷ যেখানে 'ইন্ডিয়া' জোটের সদস্য কংগ্রেস ও সিপিআইএম রাজ্যের শাসকদলের সঙ্গে জোটে কোনও মতেই যেতে নারাজ ৷ তেমনি তৃণমূল কংগ্রেসও রাজ্যের 42টি আসনে কোনও ভাগাভাগির পথে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে ৷ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁর দল এককভাবে এরাজ্য থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবে ৷ ফলে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ আজও স্থিতিশীল করতে পারেনি বিজেপি বিরোধী দলগুলি ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি নিয়ে তোপ দেগেই রাজভবনে মমতার মুখোমুখি মোদি, বৈঠকে ফিরহাদও
  2. 'অপারেশন ক্লিন আপ'! বিজেপির প্রার্থী তালিকায় ঠাঁই হল না 'বিতর্কিত' প্রজ্ঞা-মীনাক্ষীর
  3. 'রাজনীতিতে আসুন, তবে বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ ক্ষমাহীন অপরাধ'; বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে আক্রমণ তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.