ETV Bharat / politics

বিজেপি প্রার্থী দিতে নির্বাচন শেষ করে দেব, গৌতমের বক্তব্যের পালটা কী বললেন সুকান্ত ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 6:04 PM IST

Updated : Mar 19, 2024, 6:45 PM IST

Etv Bharat
Etv Bharat

Goutam Deb Election Campaign: প্রচারে বেরিয়ে বিজেপির সমালোচনায় সরব শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ এখনও প্রার্থীতালিকা ঘোষণা না করার কটাক্ষে পালটা দিলেন সুকান্ত মজুমদারও ৷

গৌতম দেব ও সুকান্ত মজুমদারের বক্তব্য

শিলিগুড়ি, 19 মার্চ: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও এখনও সব আসনে প্রার্থী দিয়ে উঠতে পারেনি বিজেপি । প্রার্থী নিয়ে জট কাটাতে সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আর প্রার্থী ঘোষণা না করতে পারাকে তীব্র কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে প্রচারে বেরিয়ে গৌতম দেব বলেন, "বিজেপি প্রার্থী দিতে দিতে আমরা নির্বাচন শেষ করে দেব ।" তার এই বক্তব্যের পালটা জবাব দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ।

তিনি বলেন, "মঞ্চে গিয়ে র‍্যাম্পে হেটে আমাদের প্রার্থী ঘোষণা হয় না । আমাদের একটা নিয়ম ও পদ্ধতি আছে । পার্লামেন্টারি কমিটি বসে । তারপর সব ঠিক হয় । প্রধানমন্ত্রী নিজে বসে ওই কমিটির সঙ্গে আলোচনা করে নাম ঠিক করেন । আমাদের কোনও অসুবিধা নেই । পরে প্রার্থী ঘোষণা হলেও আমরা তৃণমূলকে টোপকে যাব । ওরা আগে মাঠে নামুক না ৷"

মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায় অধিকার যাত্রা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । গত বিধানসভা আসনে ওই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজেপি প্রার্থী বিধায়কা শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন । কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে ফের একবার প্রচারে তেড়েফুঁড়ে নেমেছেন গৌতম দেব । অধিকার যাত্রা দিয়ে প্রচার শুরু করেছেন তিনি । প্রচারে ভালো সাড়াও মিলছে বলে জানান তিনি । কিন্তু বাংলায় সব আসনে বিজেপির প্রার্থীতালিকা এখনও ঘোষণা না হওয়ায় সাংগঠনিক ব্যর্থতা রয়েছে বলে কটাক্ষ করেন গৌতম দেব ।

আরও পড়ুন :

  1. হয় জিতব না হয় মরব, সামনে মরণবাঁচন পরিস্থিতি: গৌতম দেব
  2. শিল্প নেই, বেড়েছে বেকারত্ব-পরিযায়ী শ্রমিক; বালুরঘাটে কী বলছেন সুকান্ত ?
  3. নির্বাচনী সভা থেকে সুকান্তকে খোলা চ্যালেঞ্জ, মুখোমুখি বসার আহ্বান অভিষেকের
Last Updated :Mar 19, 2024, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.