ETV Bharat / politics

পদ্ম ছেড়ে জোড়াফুলে পাড়ি, কোন ‘দলবদলু’দের পুরস্কার দিল তৃণমূল

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 8:30 PM IST

Updated : Mar 11, 2024, 2:26 PM IST

Etv Bharat
Etv Bharat

Former BJP Leaders will contest for TMC: মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী ৷ বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই লোকসভার টিকিট পেলেন পদ্ম শিবিরের প্রাক্তনীরা ৷

হায়দরাবাদ, 10 মার্চ: আটদিন আগে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেছিল বিজেপি ৷ তালিকায় ঠাঁই মিলেছিল এ রাজ্যের 20 জনের ৷ এখনও 22টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেনি রাজ্যের প্রধান বিরোধী দল ৷ অন্যদিকে কোনওবার লোকসভার আগে একেবারে সম্পূর্ণ প্রার্থীতালিকা প্রকাশ করেনি জোড়াফুল শিবির ৷ রাজনৈতিক দল হিসেবে নিজেদের অষ্টম লোকসভার ভোটের আগে প্রথা ভাঙল তৃণমূল ৷

প্রাক্তন কেকেআর তারকা থেকে প্রাক্তন আইপিএস, ব্রিগেড থেকেই লোকসভার প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল ৷ তালিকায় রয়েছেন বিজেপির প্রাক্তনীরাও ৷ কেউ ভোটের আগে সদ্য দল বদলেছেন। কেউ পদ্মে পাড়ি দিয়েছেন বিধানসভা ভোটের পরেই ৷

মুকুটমণি অধিকারী

দিনদুয়েক আগে ফুল বদলেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী ৷ 7 মার্চ তৃণমূলের নারী দিবসের ব়্যালিতে দেখা গিয়েছিল পদ্মের নেতাকে ৷ তৃণমূলে গিয়েই লোকসভার টিকিট পেয়েছেন ডাক্তারবাবু ৷ গত লোকসভায় রানাঘাট আসনে প্রথমে মুকুটমণির নামই ঘোষণা করেছিল বিজেপি ৷ সেসময় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুকুটমণি ইস্তফা দিলেও তাঁর নমিনেশন বাতিল করে দেয় নির্বাচন কমিশন ৷ বদলে প্রার্থী হন জগন্নাথ সরকার ৷ বিজেপির পোড়খাওয়া নেতার বিরুদ্ধেই এবার ভোটের ময়দানে নামবেন মুকুটমণি ৷

বিশ্বজিৎ দাস

তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় পদ্মশিবির ৷ বাগদা থেকে বিজেপির বিধায়ক হয়েই ফের দল বদলেছিলেন বিশ্বজিৎ দাস ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পরিতোষ কুমার সাহাকে হারিয়েছিলেন 9 হাজার 792 ভোটে ৷ বিধানসভায় জয়ের মার্জিন খুব বেশি না হলেও তাঁকেই শান্তনুর বিপরীতে দাঁড় করিয়েছে তৃণমূল ৷

বিপ্লব মিত্র

হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী করেছে তৃণমূল ৷ জন্মলগ্ন থেকে তৃণমূলে থাকা বিপ্লবের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয় গত লোকসভা ভোটের সময় ৷ দল বদলে বিজেপি’তে গেলেও পরে ফের পুরনো দলে ফেরেন অভিজ্ঞ রাজনীতিবিদ ৷ প্রত্যাবর্তনের পর 2021 সালের বিধানসভায় হরিরামপুরের প্রার্থী করে দল ৷ সাধন পাণ্ডের মৃত্যুর তাঁর হাতেই ক্রেতাসুরক্ষা দফতরের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বালুরঘাটে তাঁর বিপক্ষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী ৷ তারপরেই দল বদলে তৃণমূলে যোগ দেন ৷ দল বদলালেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি ৷ যদিও বিজেপি ছাড়ার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর অফিস, বাড়িতে তল্লাশি চালান ৷ যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছিলেন রায়গঞ্জের বিধায়ক ৷ সেই কৃষ্ণ কল্যাণীকেই রায়গঞ্জ থেকে টিকিট দিয়েছে দল ৷ পদ্মশিবিরের এই চার ‘প্রাক্তনী’ ছাড়াও টিকিট পেয়েছেন কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সুজাতা মণ্ডলরাও ৷ জোড়াফুলের প্রতীকে আসন্ন লোকসভা যাদের প্রথম নির্বাচনী লড়াই না-হলেও প্রত্যেকেই একসময় গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের
  2. হুগলিতে ‘দিদি নম্বর ওয়ান’, বিষ্ণুপুরে ‘প্রাক্তন’; লোকসভায় সেয়ানে সেয়ানে কোলাকুলি
  3. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
Last Updated :Mar 11, 2024, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.