ETV Bharat / politics

প্রসূনের খারাপ পারফরম্যান্সের কথা ওঁর দলই বলছে, বাবুনের মন্তব্য টেনে কটাক্ষ সিপিএম প্রার্থীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 3:07 PM IST

Howrah Sadar CPIM candidate slams Prasun Banerjee: সাংসদ থাকাকালীন প্রসূন বন্দ্যোরাধ্যায়ের খারাপ পারফরম্যান্সের কথা ওঁর দলের লোকেরাই বলছেন ৷ বাবুন বন্দ্য়োপাধ্যায়ের মন্তব্য টেনে এনে তৃণমূল সাংসদকে কটাক্ষ করলেন হাওড়া সদরের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT

ETV BHARAT

হাওড়া, 15 মার্চ: বৃহস্পতিবার রাজ্যে সিপিএমের প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে । তার মধ্যে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে দল প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে । মধ্য হাওড়ার বাসিন্দা সব্যসাচী শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি মামলাতে আদালতে আইনি লড়াই চালাচ্ছেন । এ বার আইনি লড়াইয়ের পাশাপাশি মাঠে নেমে রাজনৈতিক লড়াই করার জন্যই সিপিএম তাঁকে হাওড়া সদরের প্রার্থী করেছে । বৃহস্পতিবার ইটিভি ভারতের সঙ্গে আলাপচারিতায় ক্ষোভ উগড়ে দিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷

সব্যসাচী বলেন, "বর্তমানের সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়ের কার্যকারিতা নিয়ে তাঁর দলের লোকেরাই প্রশ্ন তুলেছেন । এটা আমি বলছি না । বিগত দিনে এত বছর সাংসদ ছিলেন, রাজ্যে তাঁরই দলের সরকার, তবু হাওড়ার বন্ধ হয়ে যাওয়া কারখানা, হাওড়ার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে সক্ষম হননি । ভারতের এই একটাই পৌরনিগম যেখানে দীর্ঘ 5 বছরেরও বেশি সময় কোনও নির্বাচন হয়নি ।"

প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত তত্ত্বে আক্রমণ করতে চাননি সব্যসাচী ৷ তাঁর কথায়, "দেশের সংবিধান পরিষ্কার বলেছে কোন নির্বাচনে কে প্রার্থী হতে পারেন, সব নির্দিষ্ট করা আছে । কাজেই বহিরাগত কি না সেই প্রশ্নে আমি যাব না ৷ বিগত 10 বছরে তাঁর দায়িত্ব পালন ছিল হাওড়ার সমস্যাকে লোকসভাতে তুলে ধরা, তা করতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ।"

প্রচারে তিনি বিজেপি ও তৃণমূলের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ফের বাম সংস্কৃতি ফিরিয়ে আনার কথা বলবেন বলে জানালেন সব্যসাচী চট্টোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "মানুষের সামনে বিজেপির বিপদ, দেশের সংবিধান, গণতন্ত্রকে রক্ষা করা এটাই মুখ্য বিষয় হবে । এছাড়াও কর্মসংস্থান, নাগরিকত্ব আইন নিয়ে লোকেদের যে ভুল বোঝানো হচ্ছে তার বিরুদ্ধেও আমরা লড়ব । রাজনীতিতে কোনও শটকার্ট নেই, তাই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে আমাদের মাথাব্যথা নেই । আমরা আমাদের রাজনৈতিক প্রচার ও আদর্শকে মানুষের সামনে তুলে ধরতে পারলেই আমরা জয়ী হতে পারব ।"

সিপিএম প্রার্থীর কথায়, তৃণমূল আসলে ক্ষমতালোভী, তাই এদেরকে পরাস্ত করেই সঠিক রাজনীতির দিশা দেখাতে হবে ৷

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায় বেসুরো গেয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন ৷ তিনি বলেছিলেন, নির্দল হিসাবে হাওড়া আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে চিন্তাভাবনা করছেন । বাবুন বলেন, "হাওড়া লোকসভা আসন থেকে প্রার্থী বাছাইয়ে আমি খুশি নই । প্রসূন বন্দ্যোপাধ্যায় সঠিক পছন্দ নয় । সেখানে অনেক যোগ্য প্রার্থী ছিল যাঁদের উপেক্ষা করা হয়েছে ৷ প্রসূন আমাকে যে অপমান করেছিলেন তা আমি কখনওই ভুলতে পারি না ৷" যদিও এরপর মুখ্যমন্ত্রী বাবুনের সঙ্গে সম্পর্কছিন্ন করে দেওয়ার কথা বললে সুর নরম করেন তাঁর ভাই ৷

আরও পড়ুন:

  1. দমদমে সুজন-যাদবপুরে সৃজন, 14 নতুন মুখ নিয়ে 16 আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
  2. জোট আরও জটিল, বামেদের আগেই যাদবপুর-সহ আট কেন্দ্রে লড়াইয়ের ঘোষণা আইএসএফের
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.