ETV Bharat / politics

তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর সভা, অনুমতি হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 2:09 PM IST

Updated : Mar 8, 2024, 2:32 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Calcutta High Court on Suvendu Adhikari's Sandeshkhali Rally: সন্দেশখালিতে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর সেই আবেদনের রায় ঘোষণা করল বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ ৷

কলকাতা, 8 মার্চ: তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনেই সন্দেশখালিতে জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আজ বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গল বেঞ্চ সেই অনুমতি দিয়েছেন ৷ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনও সময় ন্যাজাট থানার আক্রাতলায় এই সভা করতে পারবেন শুভেন্দু ৷ তবে, জনসভা থেকে তিনি কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না ৷ এই শর্তেই আদালত তাঁকে অনুমতি দিয়েছে ৷ অন্যদিকে, 'ইচ্ছাকৃত' শুভেন্দুর সভা আটকাতে বারবার 144 ধারা জারি করা হচ্ছে, বলে পুলিশের সমালোচনা করেছে আদালত ৷

শুক্রবার ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, "এই মিটিং করতে না দিয়ে, আপনারা কাকে রক্ষা করতে চাইছেন ? আগে সুন্দরীখালিতে কোনও গোলমাল না থাকায়, সেখানে কোনওদিন 144 ধারাও ছিল না ৷ কিন্তু, মামলা করার আগেই সেখানে 144 ধারা জারি করা হয় ৷ এটা ইচ্ছাকৃত ৷ আসলে সভা আটকাতেই এই 144 ধারা জারি ৷ এটা অস্বীকার করবেন কী করে ?"

এরপর বিচারপতি নির্দেশ দেন, "বিকল্প যে জায়গা চিহ্নিত করা হয়েছে, সেখানে কোনও গোলমাল নেই ৷ তাই সভা করতে দিতে হবে ৷ 10 মার্চ সকাল 10টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৷ শর্ত, সভা থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না ৷"

উল্লেখ্য, সন্দেশখালিতে শুভেন্দুর সভার জন্য দু’টি জায়গা বেছে ছিল বিজেপি ৷ সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় সুন্দরীখালিতে দু’টি জায়গার একটিতে সভা করতে চেয়ে পুলিশের অনুমতি চাওয়া হয় ৷ কিন্তু, তারপরেই সুন্দরীখালিতে 144 ধারা লাগু করা হয় পুলিশের তরফে ৷ সেই সঙ্গে পুলিশ আবেদন খারিজ করে জানিয়ে দেয়, সভা করা যাবে না ৷ যা নিয়ে গতকালই আদালতে আবেদন করেন বিরোধী দলনেতা ৷ আজ শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী অভিযোগ করেন, অনুমতি চাওয়ার পরেই পুলিশ সেখানে 144 ধারা জারি করেছে ৷

অভিযোগ শুনে বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য ছিল, "আধ ঘণ্টার মধ্যে নতুন কোনও জায়গা চিহ্নিত করে আদালতে আসুন ৷ তারপর পুলিশ সেখানে কোন ধারা প্রয়োগ করে, সেটা দেখছি ৷" বিচারপতির নির্দেশ মতো আক্রাতলায় সভা করার জন্য আদালতে আবেদন জানান শুভেন্দুর আইনজীবী ৷ আদালত সেই আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছে ৷ তবে, শুভেন্দুর তরফে সকাল 9টা থেকে সন্ধে 7টার পর্যন্ত সময় চাওয়া হয়েছিল ৷ কিন্তু, আদালত তা খারিজ করে, 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুমতি দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় সিবিআইকে সাক্ষীদের নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট
  2. রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট
  3. বিচারের আশায় শাহজাহান, গ্রেফতারের পর প্রথমবার মুখ খুললেন সন্দেশখালির ‘ত্রাস’
Last Updated :Mar 8, 2024, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.