ETV Bharat / politics

অর্জুনের বাড়িতে তাক করা 82 সিসি ক্যামেরা ! পুলিশ-সিআইএসএফের রিপোর্ট তলব হাইকোর্টের - Arjun Singh

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 6:56 PM IST

Arjun Singh: তাঁর বাড়ির দিকে তাক করে 82টি সিসি ক্যামেরা লাগানো নিয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছিলেন অর্জুন সিং ৷ সেই মামলায় পুলিশ ও সিআইএসএফের কাছে রিপোর্ট তলব করল আদালত ৷

Cal HC on Arjun Singh, অর্জুন সিং
Etv Bharat

কলকাতা, 9 এপ্রিল: অর্জুন সিংয়ের বাড়ির দিকে তাক করে বসানো হয়েছে 82টি সিসিটিভি ক্যামেরা । এমনই অভিযোগ করেছেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী । এই মামলার শুনানিতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সিআইএসএফের রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

বিষয়টি নিয়ে অর্জুন সিংহের আইনজীবী আদালতে বলেন, "বাড়িজুড়ে সিসিটিভি বসানো হয়েছে । সব ক্যামেরা বাড়ির দিকে মুখ করে রাখা হয়েছে । কোনও ক্যামেরা রাস্তার দিকে নয় । অর্জুন সিংয়ের উপরে ব্যক্তিগত নজরদারির জন্যই এইভাবে ক্যামেরা বসানো হয়েছে ।"

2020 সালে দলবদলের পর শুভেন্দু অধিকারীর বাড়ি লক্ষ্য করেও একইরকমভাবে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল ৷ পরে জানুয়ারিতে আদালতের নির্দেশের পর সে সব সরানো হয় ।

এই ঘটনায় অবশ্য রাজ্যের বক্তব্য, 2021 সালে ওইসব ক্যামেরা বসানো হয় । 2022 সালে অর্জুন সিং তৃণমূলে যোগ দেন । আবার এই ভোটের মুখে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন । ওই এলাকায় ভয়ংকর অশান্তি ও গোলমালের দৃষ্টান্ত আছে । বিজেপিতে থাকাকালীন ওই ক্যামেরা লাগানো হলেও তখন তিনি বাধা দেননি ।

তারপরই বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দেন, অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে এই অভিযোগ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে । রাজ্যকেও বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে হবে । 24 এপ্রিল বেলা আড়াইটে নাগাদ এই মামলার পরবর্তী শুনানি করা হবে ।

উল্লেখ্য, গত 3 এপ্রিল তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের নেতা অর্জুন সিং । ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছেন । তারপরই তাঁর বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরার নজরদারি শুরু করা হয়েছে বলে অভিযোগ অর্জুনের । তিনি জানান, বিজেপির হয়ে তাঁর ব্যারাকপুর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণার পর পর বাড়ির চারদিক সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছে পুলিশ । তার সঙ্গে কে বা কারা দেখা করছেন সেই নিয়ে নজরদারি চালাচ্ছে রাজ্য । এতে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন অর্জুন সিং ।

আরও পড়ুন :

  1. রেলমন্ত্রী থাকাকালীন রেলের চাকরি বিক্রি করেছেন মমতা, বিস্ফোরক অর্জুন
  2. চুক্তিভিত্তিক পৌরকর্মীদের ভোটে ব্যবহারের ভাবনা তৃণমূলের ! কমিশনে চিঠি অর্জুনের
  3. রামনবমীতে ব্যারাকপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা, কমিশনকে চিঠি অর্জুনের

কলকাতা, 9 এপ্রিল: অর্জুন সিংয়ের বাড়ির দিকে তাক করে বসানো হয়েছে 82টি সিসিটিভি ক্যামেরা । এমনই অভিযোগ করেছেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী । এই মামলার শুনানিতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সিআইএসএফের রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

বিষয়টি নিয়ে অর্জুন সিংহের আইনজীবী আদালতে বলেন, "বাড়িজুড়ে সিসিটিভি বসানো হয়েছে । সব ক্যামেরা বাড়ির দিকে মুখ করে রাখা হয়েছে । কোনও ক্যামেরা রাস্তার দিকে নয় । অর্জুন সিংয়ের উপরে ব্যক্তিগত নজরদারির জন্যই এইভাবে ক্যামেরা বসানো হয়েছে ।"

2020 সালে দলবদলের পর শুভেন্দু অধিকারীর বাড়ি লক্ষ্য করেও একইরকমভাবে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল ৷ পরে জানুয়ারিতে আদালতের নির্দেশের পর সে সব সরানো হয় ।

এই ঘটনায় অবশ্য রাজ্যের বক্তব্য, 2021 সালে ওইসব ক্যামেরা বসানো হয় । 2022 সালে অর্জুন সিং তৃণমূলে যোগ দেন । আবার এই ভোটের মুখে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন । ওই এলাকায় ভয়ংকর অশান্তি ও গোলমালের দৃষ্টান্ত আছে । বিজেপিতে থাকাকালীন ওই ক্যামেরা লাগানো হলেও তখন তিনি বাধা দেননি ।

তারপরই বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দেন, অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে এই অভিযোগ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে । রাজ্যকেও বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে হবে । 24 এপ্রিল বেলা আড়াইটে নাগাদ এই মামলার পরবর্তী শুনানি করা হবে ।

উল্লেখ্য, গত 3 এপ্রিল তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের নেতা অর্জুন সিং । ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছেন । তারপরই তাঁর বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরার নজরদারি শুরু করা হয়েছে বলে অভিযোগ অর্জুনের । তিনি জানান, বিজেপির হয়ে তাঁর ব্যারাকপুর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণার পর পর বাড়ির চারদিক সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছে পুলিশ । তার সঙ্গে কে বা কারা দেখা করছেন সেই নিয়ে নজরদারি চালাচ্ছে রাজ্য । এতে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন অর্জুন সিং ।

আরও পড়ুন :

  1. রেলমন্ত্রী থাকাকালীন রেলের চাকরি বিক্রি করেছেন মমতা, বিস্ফোরক অর্জুন
  2. চুক্তিভিত্তিক পৌরকর্মীদের ভোটে ব্যবহারের ভাবনা তৃণমূলের ! কমিশনে চিঠি অর্জুনের
  3. রামনবমীতে ব্যারাকপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা, কমিশনকে চিঠি অর্জুনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.