ETV Bharat / politics

পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীকে রক্তে লেখা চিঠি দার্জিলিংয়ের বিজেপি বিধায়কের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 4:24 PM IST

Updated : Mar 2, 2024, 5:20 PM IST

BJP MLA Writes to PM Narendra Modi
BJP MLA Writes to PM Narendra Modi

BJP MLA Writes to PM Narendra Modi: 15 বছরেও পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি পূরণ না হওয়ার অভিযোগ ৷ সেই অভিযোগ জানিয়ে ও পাহাড়ে স্থায়ী রাজনৈতিক জন্য প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখে দাবি জানালেন দার্জিলিংয়ের বিধায়ক বিজেপির নিরজ জিম্বা তামাং ৷ শনিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন ৷

পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীকে রক্তে লেখা চিঠি দার্জিলিংয়ের বিজেপি বিধায়কের

শিলিগুড়ি, 2 মার্চ: 2009 সাল থেকে পরপর তিনবার পাহাড় থেকে নির্বাচিত হয়েছে বিজেপির সাংসদ । অভিযোগ, তার পরও মেলেনি গোর্খাদের অধিকার । মেলেনি পাহাড়বাসীর দাবি মতো স্থায়ী রাজনৈতিক সমাধান । তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানালেন পাহাড়ের বিজেপি বিধায়ক । শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লেখার কথা জানান দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ নেতা নিরজ জিম্বা তামাং ।

শনিবারই রাজ্য সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ফের আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে তাঁর । এরই মাঝে এক বিজেপি বিধায়কের রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে । যদিও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি গোটা বিষয়টিই ‘পলিটিক্যাল স্টান্ট’ । লোকসভা নির্বাচনের আগে খবরের শিরোনামে থাকতে ও প্রচার পেতে এসব করছে বিজেপি ।

BJP MLA Writes to PM Narendra Modi
দার্জিলিংয়ের বিধায়ক বিজেপির নিরজ জিম্বা তামাং-এর লেখা সেই চিঠি৷

প্রথমে যশবন্ত সিং ৷ তারপর আলুওয়ালিয়া । ২০১৯ সালে রাজু বিস্তা । 2009 সাল থেকে পরপর তিনবার পাহাড় থেকে বিজেপি জয় পেয়েছে । রাজু বিস্তা তো সাড়ে চার লক্ষের বেশি ভোট পেয়ে জয় পান ৷ প্রতিবারই বিজেপির তরফে পাহাড়বাসীকে পৃথক রাজ্য, স্থায়ী রাজনৈতিক সমাধান, ষষ্ঠ তপশিল জাতি, পাহাড়ের 11 জনজাতিকে তফসিলের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । সংকল্প পত্রে স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়টি উল্লেখ করাও হয়েছিল বিজেপির তরফে ।

অভিযোগ, কিন্তু গত 15 বছরে এর একটিও দাবি পূরণ হয়নি । যার ফলে জিটিএ ও পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে । কিন্তু ফের সামনে একবার লোকসভা নির্বাচন । তার আগে পাহাড়বাসীর দাবি পূরণ না হওয়ায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে রক্ত দিয়ে চিঠি লিখলেন বিধায়ক নিরজ জিম্বা তামাং ।

BJP MLA Writes to PM Narendra Modi
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে দার্জিলিংয়ের বিধায়ক বিজেপির নিরজ জিম্বা তামাং৷ শনিবার৷

তিনি বলেন, "আমরা বহুবার বিজেপিকে পাহাড় থেকে জয় পাইয়েছি । এবার লোকসভা নির্বাচনেও বিজেপি জিতবে । কিন্তু এতো দিনেও আমাদের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি পূরণ হয়নি ৷ তাই এবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে রক্ত দিয়ে চিঠি লিখলাম । নির্বাচনের জয়ের পর প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করবেন বলে আমরা আশাবাদী ।"

যদিও তাঁকে একহাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জন সরকার । তিনি বলেন, "এসব গোটাটাই পলিটিক্যাল স্টান্ট । এসব করে কিছু হবে না । বিভেদের রাজনীতিতে আর মানুষের মন ভুলবে না ।"

আরও পড়ুন:

  1. বিজিপিএমে যোগ দিলেন প্রাক্তন আমলা গোপাল লামা
  2. ভোটে জিতে দল বদল করায় পঞ্চায়েতে জয়ী প্রার্থীকে সামাজিক বহিষ্কার
  3. উন্নয়নের জন্য 22 কিমি দৌড়ে এসে পাহাড়ে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর
Last Updated :Mar 2, 2024, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.