ETV Bharat / politics

'তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়', মোদির সভার আগে পোস্টার পড়ল বনগাঁয়

PM Modi in Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগে বনগাঁয় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পড়ল ৷ তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 12:28 PM IST

Updated : Mar 6, 2024, 1:23 PM IST

ETV BHARAT
ETV BHARAT
মোদির সভার আগে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পড়ল বনগাঁয়

বনগাঁ, 6 মার্চ: প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর শান্তনু ঠাকুরের নামে পোস্টার পড়ল বনগাঁয় । শান্তনুকে 'তোলাবাজ' বলে কটাক্ষ করে তাঁকে একটি ভোটও না দেওয়ার আর্জি জানানো হয়েছে পোস্টারে । কোথাও আবার প্রশ্ন তোলা হয়েছে যে, পাঁচ বছরে ঠিক কী করেছেন তিনি । বুধবার সকালে উত্তর 24 পরগনার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা । বারাসতে প্রধানমন্ত্রীর সভার আগে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

পোস্টারে লেখা 'তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয় । কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক । শান্তনু ঠাকুর তুমি 5 বছরে করেছো কী ? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আবার কী ?' আর পোস্টারের নীচে লেখা, 'প্রচারে-বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি ।'

এই পোস্টার দেওয়ার পিছনে তৃণমূলের হাত দেখছে বিজেপি । বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে । তৃণমূল কংগ্রেস ফেক অ্যাকাউন্ট করে পোস্ট করছে এবং তৃণমূল লোকদের দিয়ে এই পোস্টার দিয়েছে ।" তবে এই পোস্টারে কোনও লাভ হবে না বলে দাবি করেছেন জেলা সভাপতি । দেবদাস আরও বলেন, "এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য ।"

তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, "তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না । মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে । এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল ।" তাঁর দাবি, "বনগাঁ জেলায় বিজেপিতে দেখা যায় এক গোষ্ঠী প্রোগ্রাম করলে অন্য গোষ্ঠী পালটা কর্মসূচি নিচ্ছে । পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এ বার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করবে ।

প্রসঙ্গত, পোস্টার রাজনীতি বনগাঁয় নতুন কিছু নয় । এক আগে বহুবার পোস্টার রাজনীতি দেখা গিয়েছে এখানে । কখনও বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে । কখনও প্রার্থীর বিরুদ্ধে । তৃণমূল এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিকবার বনগাঁয় রাতের অন্ধকারে পোস্টার পড়েছে । তা নিয়ে শোরগোল হয়েছে বিস্তার ।

আরও পড়ুন:

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো ছুটল কলকাতায়, উদ্বোধনের পর সফর প্রধানমন্ত্রীর
  2. প্রধানমন্ত্রীর বারাসতের সভায় সন্দেশখালির গ্রামবাসীরা
  3. পাতালঘরের বৃত্তান্ত, জন্মের 41 বছর পর নদীর নীচে ছুটে ফের ইতিহাসের পথে কলকাতা মেট্রো

মোদির সভার আগে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পড়ল বনগাঁয়

বনগাঁ, 6 মার্চ: প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর শান্তনু ঠাকুরের নামে পোস্টার পড়ল বনগাঁয় । শান্তনুকে 'তোলাবাজ' বলে কটাক্ষ করে তাঁকে একটি ভোটও না দেওয়ার আর্জি জানানো হয়েছে পোস্টারে । কোথাও আবার প্রশ্ন তোলা হয়েছে যে, পাঁচ বছরে ঠিক কী করেছেন তিনি । বুধবার সকালে উত্তর 24 পরগনার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা । বারাসতে প্রধানমন্ত্রীর সভার আগে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

পোস্টারে লেখা 'তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয় । কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক । শান্তনু ঠাকুর তুমি 5 বছরে করেছো কী ? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আবার কী ?' আর পোস্টারের নীচে লেখা, 'প্রচারে-বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি ।'

এই পোস্টার দেওয়ার পিছনে তৃণমূলের হাত দেখছে বিজেপি । বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে । তৃণমূল কংগ্রেস ফেক অ্যাকাউন্ট করে পোস্ট করছে এবং তৃণমূল লোকদের দিয়ে এই পোস্টার দিয়েছে ।" তবে এই পোস্টারে কোনও লাভ হবে না বলে দাবি করেছেন জেলা সভাপতি । দেবদাস আরও বলেন, "এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য ।"

তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, "তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না । মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে । এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল ।" তাঁর দাবি, "বনগাঁ জেলায় বিজেপিতে দেখা যায় এক গোষ্ঠী প্রোগ্রাম করলে অন্য গোষ্ঠী পালটা কর্মসূচি নিচ্ছে । পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এ বার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করবে ।

প্রসঙ্গত, পোস্টার রাজনীতি বনগাঁয় নতুন কিছু নয় । এক আগে বহুবার পোস্টার রাজনীতি দেখা গিয়েছে এখানে । কখনও বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে । কখনও প্রার্থীর বিরুদ্ধে । তৃণমূল এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিকবার বনগাঁয় রাতের অন্ধকারে পোস্টার পড়েছে । তা নিয়ে শোরগোল হয়েছে বিস্তার ।

আরও পড়ুন:

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো ছুটল কলকাতায়, উদ্বোধনের পর সফর প্রধানমন্ত্রীর
  2. প্রধানমন্ত্রীর বারাসতের সভায় সন্দেশখালির গ্রামবাসীরা
  3. পাতালঘরের বৃত্তান্ত, জন্মের 41 বছর পর নদীর নীচে ছুটে ফের ইতিহাসের পথে কলকাতা মেট্রো
Last Updated : Mar 6, 2024, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.