ETV Bharat / politics

‘ওয়ান নেশন ওয়ান লিডার’ মিশন সফল করতে চান মোদি, অভিযোগ কেজরিওয়ালের - Arvind Kejriwal

author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 2:13 PM IST

Arvind Kejriwal: গতকাল, শুক্রবার জামিন পেয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শনিবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন ৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে চড়া সুরে আক্রমণ শানান ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 11 মে: জেল থেকে বেরিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদি এখন একমাত্র ওয়ান নেশন, ওয়ান লিডারের লক্ষ্য পূরণ করতে চান ৷ এবার লোকসভা নির্বাচনে বিজেপির সরকার এলে দেশের অন্য সব নেতার রাজনীতিকে শেষ করে দেবেন মোদি ৷

দিল্লির আবগারী দুর্নীতি মামলায় গত মার্চের শেষের দিকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ গতকাল, শুক্রবার তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷ তার পর শনিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানেই তিনি দাবি করেন, ওয়ান নেশন, ওয়ান লিডার নামে একটি মিশন সফল করতে চান মোদি ৷ দেশের অন্য সব নেতাদের শেষ করতে চান ৷ বিরোধী নেতাদের জেলে পাঠাবেন মোদি ৷ আর দলের অন্য নেতাদের রাজনীতি শেষ করে দেবেন ৷

কেজরিওয়াল বলেন, "তারা বিরোধী নেতাদের জেলে পাঠাবে এবং বিজেপি নেতাদের রাজনীতি শেষ করবে...আমাদের মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রীরা জেলে...তারা যদি আবার জিতে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে এবং অন্যান্য বিরোধী নেতারা সবাই জেলে থাকবেন... ৷ এল কে আদবানি, মুরলি মনোহর যোশী, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, এমএল খট্টর, রমন সিং-এর রাজনীতি শেষ হয়ে গিয়েছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘যদি তারা এই নির্বাচনে জেতে, তাহলে যোগী আদিত্যনাথের রাজনীতিও শেষ করে দেবে ৷ তারা দু’মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিবর্তন করবে ।’’ তবে কেজরিওয়াল জানাচ্ছেন যে এই লোকসভা ভোটে বিজেপি 220-230 এর বেশি আসন পাবে না ৷ মোদি সরকার আসবে না কেন্দ্রে ৷ ‘ইন্ডিয়া’র সরকার হবে ৷ আপ সেই সরকার থাকবে ৷ দিল্লিকে পূর্ণ রাজ্য়ের মর্যাদা দেওয়া হবে ৷

একই সঙ্গে কেজরিওয়াল অভিযোগ করেন যে আম আদমি পার্টি একটা ছোট দল ৷ সেই দলকে শেষ করতে প্রধানমন্ত্রী কোনও চেষ্টাই বাকি রাখছেন না ৷ এক সঙ্গে আপের চার শীর্ষনেতাকে জেলে পাঠিয়েছেন মোদি ৷ বড় বড় দলে এমন ঘটনা ঘটলে, সেই দল শেষ হয়ে যেত ৷ আম আদমি পার্টি শেষ হয়নি৷ আরও বেড়েছে ৷ প্রধানমন্ত্রী এই দলকে শেষ করতে চান ৷

কেজরিওয়ালের আরও দাবি, মোদির সঙ্গে কেউ দেখা করতে গেলে প্রথম 10-15 মিনিট কেজরিওয়াল ও আপের সম্পর্কে কথা হয় ৷ মোদি নিজেও জানেন আপই একমাত্র আগামিদিনে বিজেপির বিরুদ্ধে লড়বে ৷ তাই আপকে শেষ করতে চান প্রধানমন্ত্রী ৷ দুর্নীতিগ্রস্থদের বিজেপিতে ঠাঁই দেওয়া বা এনডিএ-তে সামিল করানোর অভিযোগও শোনা যায় কেজরিওয়ালের মুখে ৷ তাই মোদির উদ্দেশ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘দেশবাসীকে বোকা ভাববেন না ৷’’

আরও পড়ুন:

  1. স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, মুক্তির পরই বার্তা কেজরিওয়ালের
  2. অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, 1 জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল
  3. কেজরির বিরুদ্ধে এনআইএ তদন্তের প্রস্তাব দিল্লির এলজি'র; বিজেপির ষড়যন্ত্র, বলছে আপ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.