ETV Bharat / politics

অল্প ব্যবধানে হারা আরামবাগে জিততে বিজেপির বাজি মোদি, কাজ হবে না; দাবি অপরূপার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 6:40 PM IST

Updated : Feb 25, 2024, 9:47 AM IST

Aparupa Poddar: বিধানসভার পর লোকসভা নির্বাচনকে টার্গেট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার শুরু আরামবাগ থেকে । আরামবাগ লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি । পালটা বিজেপিকে মিথ্যাবাদী ও ধান্দাবাজ দলের আখ্যা দিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের । শুরু রাজনৈতিক তরজা ।

Aparupa Poddar
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার
আরামবাগে মোদির সভা নিয়ে রাজনৈতিক তরজা

আরামবাগ, 24 ফ্রেব্রুরারি: লোকসভা নির্বাচনের আগে মার্চের শুরুতেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তাঁর রাজ্যে আসা মানে ভোটের ঢাকে কাঠি পড়ে যাওয়া ৷ রাজ্যে এসে আরামবাগ থেকে ভোটের প্রচার শুরু করতে চলছেন প্রধানমন্ত্রী । গতবার এই আরামবাগে মাত্র হাজার খানেক ভোটে বিজেপিকে হারিয়ে জিতেছে তৃণমূল । আর তাই এখানে মোদিকে দিয়ে প্রচার শুরু করিয়ে সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছে বিজেপি । সেই মতো বিজেপির তরফে তোড়জোড় শুরু হয়েছে । রাজ্য সফরে শুধুমাত্র আরামবাগই নয়, আরও দুই জায়গায় যাবেন তিনি । ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে কাজে লাগিয়ে বিজেপি ভোট প্রচারে ঝড় তুলতে চাইছে । মোদিকে দিয়ে সভা করিয়ে বিজেপির বিশেষ সুবিধে হবে না বলে মনে করেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ তাঁর আশা, এবারও তৃণমূলের হাতেই থাকবে আরামবাগ ।

গত লোকসভা নির্বাচনে মাত্র 1142 ভোটের ব্যবধানে আরামবাগের বিজেপির প্রার্থী তপন রায় পরাজিত করে জয়ী হন অপরূপা । 2019 সালে নিজেদের ভোটের অনেকটাই হারিয়েছিল তৃণমূল । এই সামান্য ব্যবধানকে পূরণ করলেই আরামবাগের লোকসভা চলে যাবে বিজেপির দখলে । তবে তৃণমূলও আঁটঘাঁট বেঁধে নামছে ৷ এবারের লোকসভায় শাসকদল যে একটুও জায়গা বিজেপিকে ছাড়বে না তা উঠে এসেছে সাংসদ অপরূপা পোদ্দারের কথা থেকেই । নির্বাচনের দিন ঘোষণা হতেই তাঁরা ভোটের ময়দানে নেমে পড়বেন বলে জানিয়েছেন সাংসদ ।

2024 সালের লোকসভা নির্বাচনে আরামবাগ যে পাখির চোখ বিজেপির, তা বলাই বাহুল্য । প্রধানমন্ত্রীর আসন্ন সফরও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ৷ আরামবাগ লোকসভা কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দেওয়ার নেপথ্যে বেশ কিছু কারণও আছে । গতবার কম ব্যবধানে হারার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেও কাজে লাগাতে চায় তৃণমূল । এর পাশাপাশি এই এলাকায় বিধানসভা নির্বাচনের ফল বিজেপির মুখে হাসি ফুটিয়েছে । আরামবাগ, পুরশুড়া, খানাকুল ও গোঘাট নিজেদের দখলে রেখেছে বিজেপি । সেদিক থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটানোর ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির ।

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, "প্রধানমন্ত্রী মোদি এসেও কোনও লাভ হবে না বিজেপির । মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে বিজেপি। কেন্দ্রের নানা প্রকল্প ও উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে আরামবাগে । এখানকার মানুষ বুঝেছেন বিধানসভায় বিজেপিকে জিতিয়ে কোনও কাজ হয়নি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের একমাত্র ভরসা ।"

অন্যদিকে, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের পালটা দাবি, "গতবার প্রশাসনের একাংশকে ব্যবহার করে বিজেপিকে হারানো হয়েছে । আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী আরামবাগ থেকে লোকসভার প্রচার শুরু করছেন । আরামবাগে সাংসদ অপরূপা পোদ্দার আসলে কম্পার্টমেন্টাল সাংসদ । ওঁর কোনও যোগ্যতা নেই মোদিজিকে নিয়ে কথা বলার ।" সমাজকর্মী ও শিক্ষক আবু হোসেনের কথায়, রাজ্য ও কেন্দ্রে শুধু রাজনীতি করছে । আর সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে । রাজ্যে দুর্নীতিতে ভোরে গিয়েছে । কোনও নিয়োগ নেই । শিল্প নেই । মানুষ ভোট দেয় উন্নয়নের জন্য । আগে সেটাই চাই । কে প্রচারে এলো আর কে কোথায় গেল তাতে কোনও কিছুই এসে যায় না ।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে আরামবাগে প্রধানমন্ত্রীর আসা নিয়ে অপরূপা পোদ্দার আরও বলেন, "উনি আরামবাগে প্রথম আসছেন । আর আরামবাগ থেকেই বিজেপির হার শুরু হবে । আরামবাগের মানুষ চারটি বিধানসভায় বিজেপিকে নির্বাচিত করে কোনও ফল পাননি । ভারতীয় জনতা পার্টি আরামবাগে কিছুই করেনি । আরামবাগে চারটি বিধানসভায় বিজেপি জেতার পর থেকেই আবাস যোজনার ও 100 দিনের টাকা বন্ধ করে দিল কেন্দ্র । নানাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে ।"

বিজেপির অভিযোগ, 2019 সালের লোকসভায় অন্ধকার করে, দেরি করিয়ে মাত্র 1142 ভোটে জিতেছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার । এই বিষয়ে সাংসদ বলেন, "এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারী দেওয়া উচিত । কারণ উনি লোডশেডিং বিরোধী দলনেতা । এছাড়াও বিজেপির সাংসদ আলুওয়ালিয়াজি উনি কত ভোটে জিতেছিলেন ? সেটাও মনে রাখতে হবে। রাজনীতিতে প্রবাদ আছে 'জো জিতা ওহি সিকান্দার'। ভারতীয় জনতা পার্টির এমন অনেক নেতা আছেন যাঁরা 500-200 ভোটে হেরেছেন । 2019 সালের ভোটে মেরুকরণ করা হয়েছিল। আচ্ছে দিনের আশ্বাস দিয়েও পূরণ করা হয়নি । ভারতীয় জনতা পার্টি কোনও ফ্যাক্টর হবে না । ওরা ধাপ্পাবাজদের দল ।"

আরও পড়ুন:

  1. মার্চের শুরুতে সাতদিনে বাংলায় মোদির তিনটি সভা, আরামবাগ-কৃষ্ণনগর-বারাসতে কর্মসূচি প্রধানমন্ত্রীর
  2. সন্দেশখালির নির্যাতিতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে সব ব্যবস্থা করবে বিজেপি, জানালেন সুকান্ত
  3. 'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা

আরামবাগে মোদির সভা নিয়ে রাজনৈতিক তরজা

আরামবাগ, 24 ফ্রেব্রুরারি: লোকসভা নির্বাচনের আগে মার্চের শুরুতেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তাঁর রাজ্যে আসা মানে ভোটের ঢাকে কাঠি পড়ে যাওয়া ৷ রাজ্যে এসে আরামবাগ থেকে ভোটের প্রচার শুরু করতে চলছেন প্রধানমন্ত্রী । গতবার এই আরামবাগে মাত্র হাজার খানেক ভোটে বিজেপিকে হারিয়ে জিতেছে তৃণমূল । আর তাই এখানে মোদিকে দিয়ে প্রচার শুরু করিয়ে সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছে বিজেপি । সেই মতো বিজেপির তরফে তোড়জোড় শুরু হয়েছে । রাজ্য সফরে শুধুমাত্র আরামবাগই নয়, আরও দুই জায়গায় যাবেন তিনি । ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে কাজে লাগিয়ে বিজেপি ভোট প্রচারে ঝড় তুলতে চাইছে । মোদিকে দিয়ে সভা করিয়ে বিজেপির বিশেষ সুবিধে হবে না বলে মনে করেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ তাঁর আশা, এবারও তৃণমূলের হাতেই থাকবে আরামবাগ ।

গত লোকসভা নির্বাচনে মাত্র 1142 ভোটের ব্যবধানে আরামবাগের বিজেপির প্রার্থী তপন রায় পরাজিত করে জয়ী হন অপরূপা । 2019 সালে নিজেদের ভোটের অনেকটাই হারিয়েছিল তৃণমূল । এই সামান্য ব্যবধানকে পূরণ করলেই আরামবাগের লোকসভা চলে যাবে বিজেপির দখলে । তবে তৃণমূলও আঁটঘাঁট বেঁধে নামছে ৷ এবারের লোকসভায় শাসকদল যে একটুও জায়গা বিজেপিকে ছাড়বে না তা উঠে এসেছে সাংসদ অপরূপা পোদ্দারের কথা থেকেই । নির্বাচনের দিন ঘোষণা হতেই তাঁরা ভোটের ময়দানে নেমে পড়বেন বলে জানিয়েছেন সাংসদ ।

2024 সালের লোকসভা নির্বাচনে আরামবাগ যে পাখির চোখ বিজেপির, তা বলাই বাহুল্য । প্রধানমন্ত্রীর আসন্ন সফরও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ৷ আরামবাগ লোকসভা কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দেওয়ার নেপথ্যে বেশ কিছু কারণও আছে । গতবার কম ব্যবধানে হারার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেও কাজে লাগাতে চায় তৃণমূল । এর পাশাপাশি এই এলাকায় বিধানসভা নির্বাচনের ফল বিজেপির মুখে হাসি ফুটিয়েছে । আরামবাগ, পুরশুড়া, খানাকুল ও গোঘাট নিজেদের দখলে রেখেছে বিজেপি । সেদিক থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটানোর ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির ।

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, "প্রধানমন্ত্রী মোদি এসেও কোনও লাভ হবে না বিজেপির । মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে বিজেপি। কেন্দ্রের নানা প্রকল্প ও উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে আরামবাগে । এখানকার মানুষ বুঝেছেন বিধানসভায় বিজেপিকে জিতিয়ে কোনও কাজ হয়নি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের একমাত্র ভরসা ।"

অন্যদিকে, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের পালটা দাবি, "গতবার প্রশাসনের একাংশকে ব্যবহার করে বিজেপিকে হারানো হয়েছে । আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী আরামবাগ থেকে লোকসভার প্রচার শুরু করছেন । আরামবাগে সাংসদ অপরূপা পোদ্দার আসলে কম্পার্টমেন্টাল সাংসদ । ওঁর কোনও যোগ্যতা নেই মোদিজিকে নিয়ে কথা বলার ।" সমাজকর্মী ও শিক্ষক আবু হোসেনের কথায়, রাজ্য ও কেন্দ্রে শুধু রাজনীতি করছে । আর সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে । রাজ্যে দুর্নীতিতে ভোরে গিয়েছে । কোনও নিয়োগ নেই । শিল্প নেই । মানুষ ভোট দেয় উন্নয়নের জন্য । আগে সেটাই চাই । কে প্রচারে এলো আর কে কোথায় গেল তাতে কোনও কিছুই এসে যায় না ।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে আরামবাগে প্রধানমন্ত্রীর আসা নিয়ে অপরূপা পোদ্দার আরও বলেন, "উনি আরামবাগে প্রথম আসছেন । আর আরামবাগ থেকেই বিজেপির হার শুরু হবে । আরামবাগের মানুষ চারটি বিধানসভায় বিজেপিকে নির্বাচিত করে কোনও ফল পাননি । ভারতীয় জনতা পার্টি আরামবাগে কিছুই করেনি । আরামবাগে চারটি বিধানসভায় বিজেপি জেতার পর থেকেই আবাস যোজনার ও 100 দিনের টাকা বন্ধ করে দিল কেন্দ্র । নানাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে ।"

বিজেপির অভিযোগ, 2019 সালের লোকসভায় অন্ধকার করে, দেরি করিয়ে মাত্র 1142 ভোটে জিতেছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার । এই বিষয়ে সাংসদ বলেন, "এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারী দেওয়া উচিত । কারণ উনি লোডশেডিং বিরোধী দলনেতা । এছাড়াও বিজেপির সাংসদ আলুওয়ালিয়াজি উনি কত ভোটে জিতেছিলেন ? সেটাও মনে রাখতে হবে। রাজনীতিতে প্রবাদ আছে 'জো জিতা ওহি সিকান্দার'। ভারতীয় জনতা পার্টির এমন অনেক নেতা আছেন যাঁরা 500-200 ভোটে হেরেছেন । 2019 সালের ভোটে মেরুকরণ করা হয়েছিল। আচ্ছে দিনের আশ্বাস দিয়েও পূরণ করা হয়নি । ভারতীয় জনতা পার্টি কোনও ফ্যাক্টর হবে না । ওরা ধাপ্পাবাজদের দল ।"

আরও পড়ুন:

  1. মার্চের শুরুতে সাতদিনে বাংলায় মোদির তিনটি সভা, আরামবাগ-কৃষ্ণনগর-বারাসতে কর্মসূচি প্রধানমন্ত্রীর
  2. সন্দেশখালির নির্যাতিতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে সব ব্যবস্থা করবে বিজেপি, জানালেন সুকান্ত
  3. 'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা
Last Updated : Feb 25, 2024, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.