ETV Bharat / politics

পদত্যাগ অসম কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি রানা গোস্বামীর, বিজেপিতে যোগদানের সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 2:52 PM IST

ETV BHARAT
ETV BHARAT

APCC Working President Rana Goswami: অসম প্রদেশ কংগ্রেসে ভাঙন অব্যাহত ৷ এবার আরও বড়সড় ভাঙন ধরল সেখানে ৷ অসম প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি রানা গোস্বামী পদ ও দল দুই ছাড়লেন ৷ মনে করা হচ্ছে, তিনি খুব দ্রুত বিজেপিতে যোগ দিতে চলেছেন ৷

গুয়াহাটি, 28 ফেব্রুয়ারি: গত সপ্তাহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে 'কংগ্রেস তোড়ো যাত্রা' বলে কটাক্ষ করেছিলেন ৷ কারণ, রাহুলের সেই কর্মসূচি অসম থেকে বেরনোর পরেই একে একে কংগ্রেসের বিধায়করা বিজেপিতে যোগ দিতে শুরু করেছিলেন ৷ এবার অসম প্রদেশ কংগ্রেসের শীর্ষ স্তরেও তার রেশ ৷ কংগ্রেস ছাড়লেন কার্যনির্বাহী সভাপতি রানা গোস্বামী ৷ শোনা যাচ্ছে, অসমের পার্বত্য অঞ্চলের প্রভাবশালী এই নেতা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন ৷

এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন রানা গোস্বামী ৷ কেন তিনি কংগ্রেস ছাড়ছেন, তা পদত্যাগ পত্রে অবশ্য উল্লেখ করেননি রানা ৷ আড়াই লাইনের পদত্যাগ পত্রে কেবল জানিয়েছেন, "আমি রাজ্যের প্রতি দায়বদ্ধ ৷ তাই আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি ৷ এমনকী ভারতের জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ ছেড়ে দিচ্ছি ৷" অসম প্রদেশ কংগ্রেস কমিটির লেটার-প্যাডেই বেণুগোপালকে নিজের পদত্যাগ পাঠিয়েছেন ৷

মনে করা হচ্ছে, রানা গোস্বামী খুব দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন ৷ এনিয়ে দিল্লিতে বিজেপি শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর ৷ বুধবার সকালেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দিল্লি রওনা দিয়েছেন ৷ তাঁর সঙ্গে রানা গোস্বামীও রয়েছেন বলে জানা গিয়েছে ৷ দিল্লিতে হিমন্তের উপস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রানা ৷ আর একশো শতাংশ সম্ভাবনা রয়েছে, সেই বৈঠকের পরেই দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গের দফতর থেকেই বিজেপিতে যোগদান করতে পারেন তিনি ৷

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে অসম প্রদেশ কংগ্রেসের একগুচ্ছ বিধায়ক বিধানসভাতেই সরাসরি হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে সমর্থনের কথা ঘোষণা করেছে ৷ মূলত, সে রাজ্যের বাজেট অধিবেশনের আগেই কংগ্রেসের চার বিধায়ক হিমন্তের পাশে বসে সাংবাদিক বৈঠক করে, তা ঘোষণাও করেছিলেন ৷ এবার অসম প্রদেশ কংগ্রেসের সংগঠনের শীর্ষস্তরে আঘাত হানল বিজেপি ৷

আরও পড়ুন:

  1. শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ
  2. 'কংগ্রেস তোড়ো যাত্রা', রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে কটাক্ষ হিমন্তের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.