ETV Bharat / politics

ঘরেও চাপে স্বপন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 1:30 PM IST

Updated : Mar 29, 2024, 2:27 PM IST

Lok Sabha Election 2024: প্রার্থী পদ নিয়ে বিতর্কের মধ্যেই এ বার স্বপন মজুমদারের বিরুদ্ধে নালিশ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি ৷ বিজেপিরই দুই চিকিৎসক নেতা এই চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে বিজেপির বারাসতের প্রার্থী স্বপন মজুমদার ।

Etv Bharat
Etv Bharat

বারাসত, 29 মার্চ: প্রার্থী পদ নিয়ে অভিযোগ আগেই উঠছিল ! এ বার সবকিছুকে ছাপিয়ে বিজেপির বিতর্কিত বিধায়ক প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নালিশ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিলেন দলেরই দুই নেতা-নেত্রী । ফলে স্বপনের প্রার্থী পদ ঘিরে দলের অভ‍্যন্তরে চাপ আরও বাড়ল ।

এর আগে বিজেপির এই বিধায়ক প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় 'মাদক কারবার'-এর অভিযোগ তুলে সরব হয়েছিল দলেরই একটি অংশ। শুধু তাই নয়, মাদক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা স্বপন মজুমদারকে যে অসম আদালত 10 বছরের সাজা দিয়েছিল তার পেপার কাটিংও তুলে ধরে সাঁটানো হয়েছিল জেলা কার্যালয়ে । স্বভাবতই তাঁর প্রার্থী পদ ঘিরে ঘরে-বাইরে ক্রমশ চাপ বাড়ছিল । তবে, সে সব যেন ছাপিয়ে গেল দলের দুই নেতা সরাসরি স্বপন মজুমদারের বিরুদ্ধে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানানোয় ।

দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে মাদক পাচার-সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে। এ বার বিজেপির যে দুই নেতা জাতীয় নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছেন তাঁরা হলেন উৎপলা বিশ্বাস এবং সুভাষচন্দ্র রায় । দু'জনেই নিজেদের চিকিৎসক বলে দাবি করেছেন । ই-মেল মারফত বৃহস্পতিবার বিজেপির এই দুই চিকিৎসক নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনারের উদ্দেশে দেওয়া চিঠিতে বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস ও বিজেপি নেতা সুভাষচন্দ্র রায় দলের এই প্রার্থীর বিরুদ্ধে বেশকিছু প্রশ্ন তুলেছেন । 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নির্বাচন সংক্রান্ত হলফনামায় স্বপন মজুমদার মাদক মামলার গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷ একইসঙ্গে, সেই বছরের বিধানসভা নির্বাচনে পেশ করা হলফনামায় স্বপন মজুমদার দাবি করেছিলেন, তাঁর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ । সেখানে যে শংসাপত্রটি দেওয়া হয়েছে সেটিও জাল বলে সন্দেহ এই দুই বিজেপি নেতার ।

হলফনামায় সেই সময় বিধায়ক স্বপন মজুমদার তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির যে বর্ণনা করেছেন, সেটি সত‍্য নয় বলে অভিযোগ । গোপন করা হয়েছে প্রকৃত সম্পত্তির হিসেব । তাই, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং গুরুতর এই সমস্ত অভিযোগের সত‍্যতা সামনে আনতে সুয়ো-মোটো ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠনেরও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে ।

এই বিষয়ে অভিযোগকারী বিজেপি নেতা সুভাষচন্দ্র রায় বলেন, "বিষয়গুলি নিয়ে ঘরে-বাইরে প্রশ্ন উঠছে । তাই উপযুক্ত তদন্ত করে এর সত্যতা যাচাইয়ের জন্যই আমরা কমিশনকে অনুরোধ করেছি ।" যদিও বিষয়টিকে আমল দিতে নারাজ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । তিনি বলেন, "আমি মনোনয়নই তো জমা দিইনি এখনও । ফলে, হলফনামার প্রশ্ন আসছে কীভাবে । তৃণমূলের মদতে এ সব করছে কেউ কেউ । তাতে কোনও লাভ হবে না । এটুকু বলতে পারি ।"

আরও পড়ুন

মমতার দেওয়া সুবিধা নিয়ে প্রশ্ন তৃণমূলের, দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশনে রেখা

মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ

Last Updated : Mar 29, 2024, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.