মধ্যপ্রাচ্য থেকে এখনই সরছে না মার্কিন যুদ্ধ সামগ্রী, জানালেন প্রতিরক্ষা সচিব - Israel Iran Conflict

author img

By ANI

Published : Apr 16, 2024, 1:59 PM IST

Iran Israel Conflict
ইজরায়েল-ইরান সংঘর্ষ ()

Iran Attacks Israel: মধ্যপ্রাচ্য থেকে এখনই সরান হবে না মার্কিন সামরিক সম্পদ ৷ দেশের নিরাপত্তার খাতিরে এবং ইজরায়েলের প্রতিরক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷

ওয়াশিংটন, 16 এপ্রিল: মধ্যপ্রাচ্য থেকে এখনই সরছে না মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ৷ ইজরায়েল-ইরান সংঘর্ষের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার ৷ দুই দেশের সংঘর্ষ শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধাস্ত্র মোতায়েন করেছিল পেন্টাগন ৷ রাইডার জানান, দেশের নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷ ইজরায়েলের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে তাদের ৷ তাই সমস্ত বিষয় বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্যাট রাইডার ৷

নিজেদের সমস্ত শক্তি দিয়ে রবিবার ইরানের মিসাইল হামলাকে প্রতিহত করেছে ইজরায়েলের ডিফেন্স ফোর্স ৷ অবশ্য পাল্টা আক্রমণে যায়নি তারা ৷ যদিও এবার সেই পথেই হাঁটার কথা ভাবছে আইডিএফ ৷ প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফট্যানেন্ট জেনারেল হেরজি হালেভির মতে, ইরানের হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত তাঁর দেশ ৷ তিনি বলেন, "ইজরায়েলের কূটনৈতিক সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান ৷ এর আগে এই ধরনের পদক্ষেপ তারা কখনও নেয়নি ৷ যদিও আমরা 'আয়রল শিল্ড' অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম ৷" তবে তার আগেই আকাশে ধ্বংশ করা হয়েছে ইরানের 99 শতাংশ ড্রোন, মিসাইল ৷ হালেভি আরও জানান, এই হামলা সম্পর্কে অনেক আগে থেকেই অবগত ছিলেন তাঁরা ৷

আইডিএফ প্রধানের এহেন হুঁশিয়ারির মধ্যে কুয়েতের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷ পেন্টাগনের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয় দু-দেশের মধ্যে ৷ সংঘর্ষ আরও ভয়ঙ্কর হয়ে উঠুক, এই মুহূর্তে তা কেউই চায়ছে না ৷ তবে ইজরায়েলের নিরাপত্তা বজায় রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষা সচিব ৷

ইজরায়েলের উপর ইরানের অতর্কিত হামলার তীব্র নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ হামলার বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়ার জন্য রবিবার জি-7 নেতাদের বৈঠকের জন্য আহ্বান জানান তিনি ৷ সেই সঙ্গে ইজরায়েলের পাশে থাকারও বার্তা দেন জো বাইডেন ৷ রাষ্ট্রনেতার সেই সিদ্ধান্তেই কার্যত সিলমোহর লাগিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.