ETV Bharat / international

সিডনির শপিং মলে হামলায় মৃত সন্দেহভাজন-সহ 6 - Sydney Stabbing Attack

author img

By PTI

Published : Apr 13, 2024, 2:42 PM IST

Updated : Apr 13, 2024, 2:56 PM IST

Stabbing Attack in Sydney Mall: সিডনির শপিং মলে এলোপাথাড়ি কুপিয়ে পাঁচজনকে হত্যা করল দুষ্কৃতী ৷ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে সন্দেহভাজনের ৷ ঘটনায় আহতদের চিকিৎসা চলছে ৷

Stabbing Attack
Stabbing Attack

সিডনি, 13 এপ্রিল: সিডনির শপিং মলে দুষ্কৃতী হামলা ৷ ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে পাঁচজন-সহ সন্দেহভাজনের ৷ শিশু-সহ একাধিক ব্যক্তি ঘটনায় জখম হয়েছে ৷ সহকারী পুলিশ কমিশনার অ্যান্থনি কুক সাংবাদিকদের বলেন, "একজন ব্যক্তি মলে লোকজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে ৷ ন’জনকে আক্রমণ করে সে ৷ পুলিশ ইন্সপেক্টর পরে অভিযুক্তকে গুলি করে পরাস্ত করে । পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ।" পুলিশ জানিয়েছে,সন্দেহভাজন ব্যক্তি একাই এই হামলা চালায় ৷ আগে থেকে হামলার কোনওরকম হুমকি ছিল না । অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি ৷ পুলিশ তাঁর সমন্ধে তথ্য জানতে তদন্ত শুরু করেছে ৷

অস্ট্রেলিয়ার এবিসি টিভি শনিবার জানিয়েছে, শহরের পূর্ব শহরতলিতে অবস্থিত বন্ডি জংশনের ওয়েস্টফিল্ড শপিং মল খালি করে দিয়েছে পুলিশ ৷ ক্রেতাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র বলেছেন, "দু’জন অভিযুক্তের মধ্যে একজনকে পুলিশ গুলি করেছে এবং তারা অন্যজনকে খুঁজছে ৷ শপিং মলের ভিতরে হামলা চালানো হয় ।" সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন । একজনকে গুলি করা হয়েছে ৷ তবে তাঁর মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয় ।

শনিবারের এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে শপিং মলের চারপাশে অনেক অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি দেখা গিয়েছে ৷ লোকজনকে তড়িঘড়ি মল থেকে বাইরে বেরিয়ে আসতেও দেখা গিয়েছে । এবিসি জানিয়েছে, সশস্ত্র পুলিশ ছাদের পার্কিং লটে তল্লাশি করছে । ঘটনাস্থলে প্যারামেডিকরা রোগীদের চিকিৎসা করছেন ।

প্রত্যক্ষদর্শী রই হুবারম্যান বলেন, "ঘটনার সময় আমি একটি দোকানে আশ্রয় নিয়েছিলাম । হঠাৎ আমরা একটি গুলি বা সম্ভবত দু’টি গুলির শব্দ শুনতে পাই ৷ আমরা কী করব বুঝতে পারছিলাম না । ওই দোকানের মালিক খুব সাহসী ৷ তিনি দোকান বন্ধ করে আমাদের পিছনের দিক থেকে বেরতে সাহায্য করলেন ৷"

আরও পড়ুন:

  1. বালোচিস্তানে বাস থামিয়ে যাত্রী অপহরণ ! 11 জনকে হত্যা করল জঙ্গিরা
  2. মসজিদের বাইরে চলল গুলি, ফিলাডেলফিয়ায় ঈদের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে
  3. কানাডায় বন্দুকবাজের হামলায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ ব্যবসায়ীর
Last Updated : Apr 13, 2024, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.