ETV Bharat / international

শিশুদের যৌন নিপীড়নে দোষী সাব্যস্তকে ক্ষমা করায় জনরোষ, ইস্তফা হাঙ্গেরির প্রেসিডেন্টের

author img

By PTI

Published : Feb 11, 2024, 10:47 AM IST

Hungary president resigns: সরকারি হোমের শিশুদের যৌন নিপীড়নে দোষী সাব্যস্তকে ক্ষমা করায় জনরোষের মুখে ইস্তফা দিলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্য়াটালিন নোভাক ৷

ETV BHARAT
ETV BHARAT

বুদাপেস্ট, 11 ফেব্রুয়ারি: শিশুদের যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করায় জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ৷ তাঁর সিদ্ধান্ত দীর্ঘকালীন জাতীয়তাবাদী সরকারের জন্য অভূতপূর্ব এক রাজনৈতিক সংকটের পরিবেশ তৈরি করেছে ৷

46 বছরের প্রেসিডেন্ট ক্যাটালিন নোভক একটি টেলিভিশন বার্তায় ঘোষণা করেছেন যে, তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ৷ 2022 সাল থেকে তিনি ওই পদে অধিষ্ঠিত রয়েছেন ৷ শিশুদের সরকারি হোমে এক শিশুকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে 2023 সালের এপ্রিল মাসে রাষ্ট্রপতির ক্ষমতাবলে তাঁকে ক্ষমা প্রদর্শন করেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ৷ এরই জেরে তাঁর বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে যে তীব্র জনরোষের তৈরি হয়েছে, সেই চাপে পড়ে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত ৷

শনিবার নোভক বলেন, "আমি একটি ক্ষমা জারি করেছি যা অনেক লোকের জন্য বিভ্রান্তি এবং অস্থিরতার কারণ হয়েছে ৷ আমি ভুল করেছিলাম ৷"

নোভকের পদত্যাগ হাঙ্গেরির জাতীয় শাসকদল ফিদেজের জন্য রাজনৈতিক অস্থিরতার একটি বিরল পর্ব হিসাবে হাজির হয়েছে ৷ 2010 সাল থেকে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই দল ক্ষমতায় রয়েছে ৷ পপুলারিস্ট প্রধানমন্ত্রী ভিক্টর অরবনের নেতৃত্বে ফিদেজের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ফেলা এবং নির্বাচনী ব্যবস্থায় কারচুপির অভিযোগ আনা হয়েছে মিডিয়ার পক্ষ থেকে । নোভক অরবনের এক ঘনিষ্ঠ বন্ধু এবং ফিদেজের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি পদে তাঁর নিয়োগের আগে পর্যন্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন । তিনি প্রথামতো দলের মূল্যবোধ এবং শিশুদের সুরক্ষার পক্ষেই বরাবর কথা বলেন । তিনি হাঙ্গেরির ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন ।

কিন্তু 2018 সালে তিন বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত একজন ব্যক্তিকে ক্ষমা করার পরে তাঁর মেয়াদ শেষ হল ৷ দোষী ব্যক্তি যৌন নির্যাতনের অভিযোগ প্রত্যাহার করার জন্য নিগৃহীতাদের চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেন হোমের কর্তা ৷ 2004 সাল থেকে 2016 সালের মধ্যে কমপক্ষে 10টি শিশুকে নির্যাতনের অভিযোগে ওই ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ।

ইস্তফা দেওয়ার কথা ঘো৷ষণা করে নোভক বলেন, "আমি গত বছরের এপ্রিলে ক্ষমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছি । আমার বিশ্বাস ছিল যে, দোষী শিশুদের দুর্বলতার অপব্যবহার করেননি । আমি একটি ভুল করেছি ৷"

আরও পড়ুন:

আজ রাতে হাঙ্গেরি থেকে রওনা দেবে ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান

কারচুপির অভিযোগের মধ্যে অন্যান্যদের সমর্থনে পাকিস্তানে সরকার গড়বেন শরিফ !

জেলে থেকেও পাকিস্তানের কুর্সির দৌড়ে এগিয়ে ইমরান, আত্মবিশ্বাসী নওয়াজ

বুদাপেস্ট, 11 ফেব্রুয়ারি: শিশুদের যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করায় জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ৷ তাঁর সিদ্ধান্ত দীর্ঘকালীন জাতীয়তাবাদী সরকারের জন্য অভূতপূর্ব এক রাজনৈতিক সংকটের পরিবেশ তৈরি করেছে ৷

46 বছরের প্রেসিডেন্ট ক্যাটালিন নোভক একটি টেলিভিশন বার্তায় ঘোষণা করেছেন যে, তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ৷ 2022 সাল থেকে তিনি ওই পদে অধিষ্ঠিত রয়েছেন ৷ শিশুদের সরকারি হোমে এক শিশুকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে 2023 সালের এপ্রিল মাসে রাষ্ট্রপতির ক্ষমতাবলে তাঁকে ক্ষমা প্রদর্শন করেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ৷ এরই জেরে তাঁর বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে যে তীব্র জনরোষের তৈরি হয়েছে, সেই চাপে পড়ে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত ৷

শনিবার নোভক বলেন, "আমি একটি ক্ষমা জারি করেছি যা অনেক লোকের জন্য বিভ্রান্তি এবং অস্থিরতার কারণ হয়েছে ৷ আমি ভুল করেছিলাম ৷"

নোভকের পদত্যাগ হাঙ্গেরির জাতীয় শাসকদল ফিদেজের জন্য রাজনৈতিক অস্থিরতার একটি বিরল পর্ব হিসাবে হাজির হয়েছে ৷ 2010 সাল থেকে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই দল ক্ষমতায় রয়েছে ৷ পপুলারিস্ট প্রধানমন্ত্রী ভিক্টর অরবনের নেতৃত্বে ফিদেজের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ফেলা এবং নির্বাচনী ব্যবস্থায় কারচুপির অভিযোগ আনা হয়েছে মিডিয়ার পক্ষ থেকে । নোভক অরবনের এক ঘনিষ্ঠ বন্ধু এবং ফিদেজের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি পদে তাঁর নিয়োগের আগে পর্যন্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন । তিনি প্রথামতো দলের মূল্যবোধ এবং শিশুদের সুরক্ষার পক্ষেই বরাবর কথা বলেন । তিনি হাঙ্গেরির ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন ।

কিন্তু 2018 সালে তিন বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত একজন ব্যক্তিকে ক্ষমা করার পরে তাঁর মেয়াদ শেষ হল ৷ দোষী ব্যক্তি যৌন নির্যাতনের অভিযোগ প্রত্যাহার করার জন্য নিগৃহীতাদের চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেন হোমের কর্তা ৷ 2004 সাল থেকে 2016 সালের মধ্যে কমপক্ষে 10টি শিশুকে নির্যাতনের অভিযোগে ওই ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ।

ইস্তফা দেওয়ার কথা ঘো৷ষণা করে নোভক বলেন, "আমি গত বছরের এপ্রিলে ক্ষমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছি । আমার বিশ্বাস ছিল যে, দোষী শিশুদের দুর্বলতার অপব্যবহার করেননি । আমি একটি ভুল করেছি ৷"

আরও পড়ুন:

আজ রাতে হাঙ্গেরি থেকে রওনা দেবে ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান

কারচুপির অভিযোগের মধ্যে অন্যান্যদের সমর্থনে পাকিস্তানে সরকার গড়বেন শরিফ !

জেলে থেকেও পাকিস্তানের কুর্সির দৌড়ে এগিয়ে ইমরান, আত্মবিশ্বাসী নওয়াজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.