ETV Bharat / international

রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী, কারমান লাইন পেরবেন গোপী থোটাকুরা - 1st Indian Space Tourist

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 6:06 PM IST

1st Indian Space Tourist: 1984 সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ৷ 40 বছর পর আরেক ভারতীয় এবার মহাকাশে পাড়ি দিতে চলেছে ৷ তিনি গোপী থোটাকুরা, পেশায় বিমান চালক ৷

Image Courtesy: X
Image Courtesy: X

ওয়াশিংটন, 13 এপ্রিল: গোপী থোটাকুরা, একজন উদ্যোক্তা এবং বিমান চালক ৷ যিনি প্রথম ভারতীয় 'মহাকাশ পর্যটক' হিসেবে মহাকাশের পথে পাড়ি দিচ্ছেন ৷ শপিং, ওটিটি ও পেমেন্ট অ্যাপ অ্যামাজনের আবিষ্কারক জেফ বেজোসের 'ব্লু অরিজিনস এনএস-25 মিশনে' পর্যটক হিসেবে মহাকাশে পাড়ি দিতে চলেছেন ৷

উল্লেখ্য, 40 বছর আগে 1984 সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ৷ তারপর গোপী থোটাকুরা দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই কৃতিত্ব অর্জন করতে চলেছেন ৷ গোপী থোটাকুরা-সহ 7 জন 'ব্লু অরিজিনস এনএস-25 মিশনে' মহাকাশে পাড়ি দিচ্ছেন ৷ তবে, 'ব্লু অরিজিনস এনএস-25 মিশন' কবে শুরু হবে, তা এখনও ঘোষণা করা হয়নি ৷ জেফ বেজোসের অ্যারোস্পেস সংস্থাটি জানিয়েছে, তারা খুব শীঘ্রই মহাকাশে পাড়ি দেওয়ার তারিখ জানাবে ৷

এই মিশনটি হবে নিউ শেপার্ড প্রোগ্রামের সপ্তম অধ্যায় ৷ যেখানে মানুষ নিয়ে মহাকাশযান পাড়ি দেবে ৷ নিউ শেপার্ড প্রোগ্রামে এর আগে 24 বার মহাকাশযান পাঠানো হয়েছিল ৷ আজ অবধি, এই নিউ শেপার্ড প্রোগ্রামের অধীনে 'কারমান লাইনে'র উপরে 31 জন মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই কারমান লাইন হল, পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যে উল্লেখিত সীমানা ৷ নিউ শেপার্ড একটি সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য সাব-অরবিটাল লঞ্চ ভেহিকেল ৷ ব্লু অরিজিন সংস্থা এটি মহাকাশ পর্যটনের জন্য তৈরি করেছে ৷

ব্লু অরিজিন কর্তৃপক্ষ জানিয়েছে, "গোপী একজন প্রশিক্ষিত পাইলট এবং বিমানচালক । উনি প্রিজার্ভ লাইফ কর্পের সহ-উদ্যোক্তা ৷ যেটি হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বিশ্বব্যাপী সামগ্রিক সেবা এবং স্বাস্থ্য কেন্দ্র ৷" ব্লু অরিজিনের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক বিমান চালানোর পাশাপাশি, তিনি বুশ, অ্যারোবেটিক এবং সামুদ্রিক বিমান চালিয়েছেন ৷ গ্লাইডার ও হট এয়ার বেলুন উড়িয়েছেন ৷ এমনকি আন্তর্জাতিক মেডিক্যাল বিমানের পাইলট হিসাবে কাজ করেছেন গোপী থোটাকুরা ৷

গোপী একজন ভ্রমণকারী ৷ তিনি সম্প্রতি তানজানিয়ায় মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন ৷ উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভুত গোপী থোটাকুরার জন্ম অন্ধ্রপ্রদেশে ৷ তিনি এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ৷ মহাকাশে পাড়ি দেবেন এমন বাকি ক্রু মেম্বাররা হলেন, মেসন অ্যাঞ্জেল, সিলভাইন চিরন, কেনেথ এল হেস, ক্যারল শ্যালার এবং প্রাক্তন এয়ার ফোর্স ক্যাপ্টেন এড ডোয়াইট ৷ যাকে 1961 সালে রাষ্ট্রপতি জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী সদস্য হিসাবে নির্বাচিত করেছিলেন ৷ কিন্তু, তাঁকে কখনও মহাকাশে পাড়ি দিতে সুযোগ দেওয়া হয়নি ৷

আরও পড়ুন:

  1. চাঁদের মাটি স্পর্শ করে এলিট ক্লাবে প্রবেশের অপেক্ষায় সূর্যোদয়ের দেশ
  2. সফল উৎক্ষেপণ! প্রথম এক্স-রে স্পেস অবজারভেটরি পাঠিয়ে কৃষ্ণগহ্বরের অনুসন্ধানে ইসরো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.