ETV Bharat / health

প্রচণ্ড গরমে মেকআপ করেও কীভাবে স্কিন ধরে রাখবেন ? জেনে নিন চর্মরোগ বিশেষজ্ঞ মতামত - MAKEUP IN SUMMER

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 8:39 PM IST

Summer Make Up Tips: গ্রীষ্মে ত্বকের অনেক সমস্যা দেখা যায়। আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে থাকে না ৷ তবে গরমের দিনে আমাদের মুখের মেকআপ গলে যাওয়া থেকে রক্ষা করার জন্য কিছু টিপস মেনে চলা জরুরি ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ স্তুতি খারে শুক্লা ৷

Summer Make Up Tips News
প্রচণ্ড গরমে কীভাবে আপনার মেকআপ ধরে রাখবেন

হায়দরাবাদ: গ্রীষ্মে তাপমাত্রা বেড়ে গেলে আপনার ত্বকের যত্ন বা প্রসাধনী রুটিনে থাকা কঠিন হতে পারে। সেক্ষেত্রে বড় সমস্যা মেকআপের ক্ষেত্রে হতে পারে ৷ প্রচণ্ড গরমে মেকআপ ব্যবহারের পরে ত্বকের ক্ষতি হতে পারে ৷ মেকআপকে সহজ করার কিছু সহজ টিপস দিলেন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ স্তুতি খারে শুক্লা ৷

একটি পরিষ্কার ক্যানভাস দিয়ে শুরু করুন: যে কোনও স্কিনকেয়ার বা কসমেটিক পণ্য ব্যবহার করার আগে একটি পরিষ্কার ক্যানভাস দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ । আপনার মেকআপ স্টে করার জন্য ও মুখ পরিস্কারের জন্য সঠিকভাবে ক্লিনজার ব্যবহার করা জরুরি ।

একটি প্রাইমার ব্যবহার করুন: এটি গুরুত্বপূর্ণ বিশেষ করে গরমে, মেকআপ করার আগে আপনার ত্বককে প্রাইম করা প্রয়োজন । আপনার ত্বক মিশ্র, তৈলাক্ত বা শুষ্ক হোক না কেন একটি প্রাইমার বেছে নিন । একটি প্রাইমার মেকআপকে স্থায়ী করে ৷ তেল উৎপাদন পরিচালনা করতে সহায়তা করে এছাড়াও মেকআপ প্রয়োগ করার জন্য একটা ভালো মোলায়েম স্কিন তৈরি করে ।

লং-ওয়্যার ফর্মুলাগুলি বেছে নেওয়া প্রয়োজন: গ্রীষ্মের জন্য প্রসাধনী বাছাই করার সময় তাপ এবং আর্দ্রতা প্রতিরোধ করে এমন জিনিস কেনা দরকার ৷ এছাড়াও ওয়াটার প্রুফ মাসকারা, আইলাইনার, ফাউন্ডেশন এবং কনসিলার ব্যবহার করার চেষ্টা করুন ৷ এতে মেকআপ সারাদিন স্থায়ী থাকবে ৷ জল লাগলেও উঠে যাওয়ার সম্ভবনা কম থাকে ৷

আপনার মেকআপ সেট করা জরুরি: এটি প্রয়োগ করার পরে মেকআপ ঠিক করতে একটি ট্রান্সপারেন্ট পাউডার বা সেটিং স্প্রে ব্যবহার করা প্রয়োজন । সেট করা স্প্রে আপনার মেকআপকে একইভাবে রাখতে সাহায্য করে । অতিরিক্ত তেল শোষণ করতে ও ত্বককে ম্যাট করতে আপনি আবারও অল্প ট্রান্সপারেন্ট পাউডার দিয়ে দিতে পারেন ।

অতিরিক্ত তেল দূর করুন: আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় বিশেষ করে গরম এবং আর্দ্র আবহাওয়ায় যা আপনার মেকআপের অবনতি ঘটাতে পারে । মেকআপকে প্রভাবিত না করে দ্রুত চকচকে বা তৈলাক্ততা দূর করতে হাতে অয়েল ফ্রি-সহ ব্লটিং পেপার বা শীট রাখা প্রয়োজন ।

লাইটওয়েট ফর্মুলা বেছে নিন: গ্রীষ্মে স্কিন কেয়ার এবং বিউটি প্রোডাক্টের জন্য লাইটওয়েট ফর্মুলা বেছে নেওয়া প্রয়োজন । হেভি ফাউন্ডেশন ও হেবি ক্রিমগুলি তাপে আরও সহজে গলে যায় ফলে ত্বকে অস্বস্তি সৃষ্টি করে । এরজন্য লাইট ক্রিম ও ফাউন্ডেশন বেছে নেওয়া প্রয়োজন যা ত্বককে হাইড্রেশন করতে সাহায্য় করে ৷ এছাড়াও ত্বকে মেকআপ করার আগে সবসময় বিশেষকরে গরমকালে একটা সান্সস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন ৷ যাতে রোদে গেলেও মুখে ট্যান না পড়ে ৷ এই সমস্থ তথ্য চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী ৷

আরও পড়ুন:

  1. সদ্য বিয়ে করেছেন ? নিজেকে সাজিয়ে তুলুন এই টিপসে
  2. খাবার পাতে পেঁয়াজ রাখছেন না ? শরীরে বাসা বাঁধছে বহু রোগ
  3. কিশোর বয়সের স্থূলতা শুধুমাত্র স্বাস্থ্য নয়, সামাজিক জীবনকেও প্রভাবিত করতে পারে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.