ETV Bharat / health

নির্দিষ্ট বারে তুলসী গাছ লাগানো থেকে পরিচর্যা, সঠিক নিয়ম না জানলেই বিপদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 9:05 PM IST

Plant Tulsi at Home
তুলসী গাছের যত্ন

Plant Holi Basil at Home: সময় যতই আধুনিক হোক না কেন, এমন কোনও বাড়ি দেখা যায় না, যেখানে তুলসী গাছকে পুজো করা হয় না ৷ তবে এমন অনেকেই আছেন, যাঁরা তুলসী গাছ কবে লাগাতে হয়, কীভাবে তার যত্ন করতে হয়, না জেনেই ভুল করে বসেন ৷ ঘরে তুলসীর চারা বসানোর আগে পড়ে নিন এই প্রতিবেদন ৷

হায়দরাবাদ: বাস্তুশাস্ত্র মতে পরিবারের মঙ্গল কামনায় বাড়িতে তুলসী গাছের চারা লাগানো ও রোজ পুজো করাকে শুভ বলে মনে করা হয় ৷ এর আগে আপনাদের জানানো হয়েছিল তুলসী গাছে কোন দিন জল দেওয়া উচিত এবং উচিত নয় ৷ পাশাপাশি, কোন দিন তুলসী তলায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী প্রসন্ন হন, বিস্তারিত তথ্য নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয়েছিল ৷ আজ জেনে নিন, তুলসীর চারা বাড়িতে না থাকলে তা কোন কোন দিন রোপণ করা উচিত ৷ পাশাপাশি, অনেকের মনেই প্রশ্ন থাকে, তুলসীর চারার যত্ন কীভাবে নেওয়া উচিত ৷ সেই তথ্যও তুলে ধরা হল আপনাদের জন্য ৷

শাস্ত্রের কথা যদি তুলে ধরা হয় তাহলে ধর্মীয় কারণে তুলসী গাছ যে গুরুত্বপূর্ণ সেটাই একমাত্র কারণ নয় ৷ ঘরে তুলসী গাছের পুজো করলে সমৃদ্ধি আসে ৷ সংসারের সকল নেটিবাচক শক্তির ইতি ঘটে ৷ আর্থিক সমস্যার সমাধান হয় ৷ ঘরে আনে শান্তি ৷ পরিবারের সদস্যদেরও স্বাস্থ্য ভালো রাখে ৷ ফলে প্রথমেই মনে যে প্রশ্ন জাগে তা হল কোন দিন ঘরে তুলসীর চারা রোপণ করা উচিত?

Benefits of Tulsi Plant
বাড়িতে দিক বুঝে রাখুন তুলসীর চারা

বাস্তু বিশেষজ্ঞদের মতে, তুলসীকে মা লক্ষ্মীর রূপ হিসাবে পুজো করা হয় ৷ দেবী লক্ষ্মী সম্পত্তি, সৌভাগ্য ও প্রাচুর্যের প্রতীক ৷ ফলে যদি বৃহস্পতিবার তুলসীর চারা রোপণ করেন, তাহলে তা সংসারের মঙ্গলের জন্য শুভ ৷ এই দিন না হলে মঙ্গলবার অথবা শুক্রবারও তুলসীর চারা রোপণ করতে পারেন ৷ তবে ভুল করেও শনিবার তুলসীর চারা রোপণ করবেন না ৷ তাহলে তা হিতের বিপরীত হতে পারে ৷

কীভাবে পরিচর্যা করবেন তুলসী চারার?

তুলসী গাছের পরিচর্যা প্রতিদিন করা উচিত ৷ গ্রীষ্মের সময়ে প্রখর রোদে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল ৷ ফলে জল দেওয়া উচিত প্রতিদিন ৷ তবে রবিবার বাদ দিয়ে ৷ তবে শীতকালে একদিন বাদ দিয়ে জল দেওয়া উচিত ৷

তুলসী গাছ এমন জায়গায় রাখা উচিত যেখানো সূর্যের আলো পৌঁছয় ৷ তাই হয় গার্ডেনে রাখুন অথবা ঘরের মধ্য রাখতে হল, যেখানে রোদ আসে সেখানে তুলসীর চারা রাখুন ৷ খেয়াল রাখবেন যাতে তুলসীর চারা 6-8 ঘণ্টা রোদের আলো পায় ৷

তুলসীর চারা ভালো রাখার জন্য সার দেওয়ারও প্রয়োজন রয়েছে ৷ অর্গানিক সার ব্যবহার করুন ৷ চারা বড় হয়ে গেলে সেটিকে ছোট পাত্রে না রেখে বড় পাত্রে রাখবেন ৷

বাস্তু অনুসারে কোন দিকে রাখবেন তুলসী গাছ?

তুলসীর চারা গার্ডেনে হোক বা বাড়ির ভিতরে যেখানেই রাখুন না কেন, তা সঠিক দিকে না রাখলেই অমঙ্গল হতে পারে ৷ ফলে, তুলসীর গাছ বা টব রাখুন পূর্ব দিক, উত্তর দিক অথবা উত্তর-পূর্ব দিক দেখে ৷ যেখানে এই গান রাখবেন তার আশেপাশে জঞ্জাল বা আর্বজনা স্তুপ জমা করবেন না ৷ প্রতিদিন তুলসী টব পরিষ্কার রাখবেন ৷ শুধু তাই নয়, এই গাছের পাশে কখনও ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না ৷ আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, তুলসীর চারা বাড়িতে জোড় সংখ্যায় রাখবেন না ৷ অর্থাৎ 2টো, 4টে, 6টা এমনভাবে চারা রাখবেন না ৷ রাখবেন বিজোড় সংখ্যায় যেমন- 3-5-7 ইত্যাদি ৷ ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে, শান্তি বজায় রাখতে তুলসী গাছের এই নিয়মগুলি বাস্তুশাস্ত্র মতে অবশ্যই মেনে চলুন ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিস্তারিত জানতে বাস্তুবিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

আরও পড়ুন:

1. লক্ষ্মীরূপে পূজিত তুলসীকে এই দিনে ভুলেও জল নয়, জ্বালাবেন না প্রদীপও

2. বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজোয় এই ভুলগুলি করবেন না, অন্যথায় অমঙ্গল

3. এখানে ভগবান রামের বড় দিদি মা শান্তাকে পুজো করা হয়, জানেন কোথায় এই মন্দির ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.