ETV Bharat / entertainment

'সেলেব ভাবার অবকাশই নেই', বলিউডে আত্মপ্রকাশের পরেও মাটিতে পা ঝিলমের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 7:42 PM IST

Updated : Feb 18, 2024, 7:21 AM IST

Jhilam Gupta Exclusive: পাভেলের পরিচালনায় 'কলকাতা চলন্তিকা' ছবির মধ্যে দিয়ে টলিউডে আত্মপ্রকাশ হয়েছিল আগেই ৷ এবার করণ জোহরের প্রযোজনায় বলিউডে পা রাখলেন ইউটিউবার ঝিলম গুপ্তা ৷ 'লাভ স্টোরিয়া'য় অভিনয় নিয়ে তিনি অভিজ্ঞতা শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

Jhilam Gupta Exclusive
ঝিলম গুপ্তার সাক্ষাৎকার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: বছরকয়েক আগে এমন সরস্বতী পুজোর আবহেই তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ ব্যস, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ বাংলার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে খুব কমসময়েই প্রথম সারিতে চলে এসেছিলেন ঝিলম গুপ্তা ৷ এরপর সময়ের সঙ্গে বড় পর্দাতেও আত্মপ্রকাশ হয়ে গিয়েছে ঝাঁকরা চুলের ঝিলমের ৷ পাভেলের পরিচালনায় 'কলকাতা চলন্তিকা' ছবিতে টলিউডে ইতিমধ্যেই অভিষেক হয়ে গিয়েছে ঝিলমের ৷ এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে বলিউডেও আত্মপ্রকাশ করে ফেললেন ঝিলম গুপ্তা ৷ তাও আবার করণ জোহরের প্রযোজনায় ৷

ভ্যালেন্টাইনস ডে'তে অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ডকু-সিরিজ 'লাভ স্টোরিয়া'তে অভিনয় করেছেন ঝিলম ৷ যে সিরিজে রয়েছে ছ'টি গল্পের সমাহার। যেখানে বিরহ আছে, লড়াই রয়েছে, রয়েছে সমাজের চোখরাঙানি। ছ'টি গল্পের পরিচালক ভিন্ন ছ'জন। পরিচালনার দায়িত্বে রয়েছেন অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি’কুনহা, হার্দিক মেহতা, শাজিয়া ইকবাল এবং বিবেক সোনি। সিরিজের অন্তিম ও ছ'নম্বর গল্প 'লাভ বিয়ন্ড লেবেলস'-এ উঠে এসেছে ট্রান্স দম্পতি তিস্তা ও দীপনের প্রেমকাহিনি। লিঙ্গের বেড়াজাল ভুলে একে অপরকে খুঁজে নেওয়ার এই জার্নিতে দীপনের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ঝিলমকে। সেই অভিজ্ঞতাই ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন ঝিলম ৷

প্রশ্ন: কীভাবে সুযোগটা এল?
ঝিলম: এক পরিচিতের মারফৎ জানতে পারি। তিনি আমাকে বলেন, একটা কাজ আছে করবি? তখনও আমি জানি না কে বানাচ্ছে, কার প্রযোজনা। পরে অনিমেষ বাপুলির থেকে সবটা জানতে পারি। সিলেক্ট হই। কাজটা করি। আমাদের কোনও সংলাপ ছিল না। আসল মানুষেরাই ঘটনাগুলি বলছিলেন। আমরা জাস্ট অভিনয় করেছি। আমি দীপনের চরিত্রে। দীপন কলেজ শেষ করে কলকাতায় ফিরছেন। জীবনে ওর তখন অনেক দোলাচল। সেই সময়ের রোলটা আমি প্লে করেছি। কলিন ডি'কুনহা পরিচালনা করেছেন।

প্রশ্ন: আজকাল কি নিজেকে সেলেব মনে হয়?
ঝিলম: নিয়মিত সপ্তাহে দু'দিন শ্যাম্পু করারই সময় পাই না। আমি আবার সেলেব ভাবব নিজেকে!

প্রশ্ন: অভিনয় করে কীরকম লাগছে?
ঝিলম: আমি তো সেই কোন ছোটবেলা থেকেই অভিনয় করি। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোটা নতুন বলতে পারেন। স্কুলে পড়ার সময় যেদিন দু'টো অংক ক্লাস থাকত সেদিন আমার খুব পেটে ব্যথা হত। মানে পেটে ব্যথার ভান করে স্কুলে যেতাম না। বাথরুমে গিয়ে বসে থাকতাম। মা বুঝতেও পারত না। যেদিন বুঝতাম ক্লাসে পড়া ধরা হবে সেদিন টিচারকে গিয়ে প্রণাম করে বলতাম, আজ আমার জন্মদিন। তাতে ওইদিন আমি পড়া বলা থেকে ছাড় পাব। এক একদিন শরীর খারাপ বলে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকতাম। সুতরাং, অভিনয়টা আমি করিই। যা ভালো অভিনয় করতাম তাতে আমার অস্কার পাওয়া উচিত ছিল এতদিনে (মজা করে)।

প্রশ্ন: করণ জোহরের সঙ্গে কথা হয়েছে?
ঝিলম: আমার ওনার সঙ্গে কথা হয়নি । উনি প্রোডিউসার৷ তবে, শ্যুটিং ইউনিটের সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।

প্রশ্ন: পরবর্তী কোনও কাজের খবর আছে?
ঝিলম: এই মুহূর্তে তো কিছু দেখছি না। তবে ভালো গল্প, ভালো চরিত্র পেলে আমি রাজি। আসলে আমার অনেককিছুই করার ইচ্ছে জীবনে। আর অনেক ইচ্ছের কারণেই কিন্তু করে উঠতে পারি না।

প্রশ্ন: পরিচালনা?
ঝিলম: অনেক পড়াশুনা আর ডেপথ দরকার এই কাজে। দু'টোর একটাও আমার সেই মাত্রায় নেই। তাই সেরকম ইচ্ছা আমার নেই। তবে, আমার ভিডিয়োর পরিচালক তো আমি নিজেই। সেখানে আমাকে শুধরে দেওয়ার কেউ নেই। ওই কাজটা আমি পারি নিজের মতো করেই।

প্রশ্ন: আপনার মতো আরও যাঁরা সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন তাঁদের কী বলবেন?
ঝিলম: একটা কথাই বলব, অরিজিনালিটি মেনটেন কর।

Last Updated : Feb 18, 2024, 7:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.