ETV Bharat / entertainment

অতিরিক্ত ওজন-খারাপ ফ্যাশন-ছবি ফ্লপ, বিদ্যার স্মৃতিতে আজও টাটকা 'দু:সময়' - Vidya Balan

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 1:28 PM IST

Etv Bharat
অভিনেত্রী বিদ্যা বালান

Vidya Balan on her Struggle: বলিউডে দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী বিদ্যা বালান ৷ তবে তাঁকেও শরীর থেকে ফ্যাশনের নানা বিষয় নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে ৷ কীভাবে নিয়ন্ত্রণ করেছিলেন সেই পরিস্থিতি, কেমন ছিল মনের অবস্থা ? মুখ খুললেন অভিনেত্রী ৷

হায়দরাবাদ, 13 এপ্রিল: গ্ল্যামার দুনিয়ায় আলোর ঝলকানি সকলের চোখ ঝলসে দেয় ৷ কিন্তু আলোর নীচে অন্ধকার যে কতটা গাঢ় হতে পারে তা আন্দাজ করাও কঠিন ৷ জীবনের সেই সময়টা কেমন ছিল তা তুলে ধরলেন অভিনেত্রী বিদ্যা বালান ৷ সম্প্রতি 'দো অউর দো প্যায়ার' ছবির প্রচারে তিনি উপস্থিত ছিলেন এক অনুষ্ঠানে ৷ সঙ্গে ছিলেন সহ-অভিনেতা প্রতীক গান্ধি ৷ সেখানেই তিনি সামনে আনেন রূপোলি পর্দায় তাঁর লড়াইয়ের সফরনামা ৷

অনুষ্ঠানে বিদ্যা বলেন, "অস্বীকার করার উপায় নেই আমার অতিরিক্ত ওজন ও ফ্যাশন সেন্সের জন্য অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ এমনকী, যাঁরা এই ধরনের কথা বলতেন তাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও নষ্ট হয়ে গিয়েছিল ৷ দুঃস্বপ্ন তারা করে বেড়াতো ৷" নিজের অতীত জীবনে ফিরে গিয়ে বিদ্যা জানান, যখন তিনি বাড়ি থেকে বেরোতেন তাঁর মা মাথা-থেকে পা পর্যন্ত দেখে নিতেন ৷ কারণ তিনি নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়েছিলেন ৷ ক্রমশ অবসাদ বাড়ছিল তাঁর ৷ তিনি বলেন, "সত্যি কথা বলতে, আমার ওজনের কারণে সব রকমের পোশাকে মানাচ্ছে কি না, তা নিয়ে চিন্তায় থাকতাম ৷ তারপর মনে হতে থাকে, আমি যাই পড়ি না কেন, যেমনই লাগুক না কেন, তাতে কার কী যায় আসে ?"

তিনি আরও জানান, কীভাবে দিনের দিন এই ফিল্ম ইন্ডাষ্ট্রিতেই পেজ থ্রি-র পাতায় তিনি গসিপের বিষয় হয়ে উঠতেন ৷ কীভাবে তাঁকে নিয়ে নেতিবাচক প্রচার হত সব সময় ৷ তবে ধীরে ধীরে নিজেকে শক্ত করেছেন ৷ মন দিয়েছেন অভিনয়ে ৷ নেতিবাচক মন্তব্যগুলিকে জীবন থেকে দূরে সরিয়েছেন ৷ অভিনেত্রী বিদ্যা বলেন, "আজকে আমার যেটা মন চায় সেটাই পরি ৷ যেটা করতে ইচ্ছা করে সেটাই করি ৷ আমি এখন ভাবি না, কে কী বলল ৷ ফিরে আসে আত্মবিশ্বাস ৷ এখন সকলে আমার স্টাইল দেখে অভিভূত হয় ৷"

1995 সালে হাম পাঁচ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন বিদ্যা ৷ এরপর 2003 সালে তিনি রপেন বাংলা ছবি 'ভালো থেকো' ৷ সেই ছবিতে নবাগতা বিদ্যা নজর কাড়েন অনেকের ৷ এরপর 2005 সালে প্রদীপ সরকার পরিচালিত 'পরিণীতা' বিদ্যা বালানকে নিয়ে আসে লাইমলাইটে ৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ আজ তিনি অভিনয় দিয়ে খ্যাতির যে শিখরে রয়েছেন, তাতে ফ্যাশন সেন্স বা জিরো ফিগার নিয়ে আর কেউ প্রশ্ন করা বা সমালোচনা করার সাহস পান না ৷

আরও পড়

1. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি

2. 'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের

3. রাতে ঘুম আসছে না শ্রীময়ীর, কী করলেন মিস্টার মল্লিক? দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.