ETV Bharat / entertainment

জীবন যুদ্ধের বৈতরণী পার হোক এইভাবেই, বিশ্ব ক্যানসার দিবসে বেঁচে থাকার বার্তা তারকাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 7:50 PM IST

World Cancer Day: ক্যানসারকে ভয় নয় জয় করতে হবে, বিশ্ব ক্যানসার দিবসে এমনই বার্তা সিনে পর্দার তারকাদের, যাঁরা জীবনযুদ্ধে হারিয়েছেন মারণ রোগকে ৷ কোন কোন তারকা রয়েছেন সেই তালিকায়, দেখে নেওয়া যাক ৷

Etv Bharat
প্রতীকী ছবি

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: আজ বিশ্ব ক্যানসার দিবস ৷ কর্কট রোগে আক্রান্ত হয়েও জীবন যুদ্ধে জয়ী হয়েছেন অনেক বলিউড তারকা ৷ কীভাবে তাঁরা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন এবং জয়ী হয়েছেন, আজকের দিনে সেই অনুভূতি তারকারা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, স্ত্রী তাহিরা কাশ্যপের এই যুদ্ধে পাশে থেকেছেন আয়ুষ্মান খুরানা ৷ আজকের দিনে তিনিও দিয়েছেন বিশেষ বার্তা ৷

অভিনেত্রী সোনালি বেন্দ্রে 2018 সালে ক্যানসারে আক্রান্ত হন। অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি মেটালিস্টিক ক্যানসারে আক্রান্ত ৷ যার মধ্যে রয়েছে কেমোথেরাপি এবং সার্জারি। 2019 সালে তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ এদিন সোনালি বেন্দ্রে ইনস্টাগ্রামে ক্যানসার নিয়ে সচেতনটার বার্তা দিয়েছেন ৷ অনুপম খেরের স্ত্রী এবং অভিনেত্রী কিরণ খেরও লড়াই করেছেন মারণ রোগ ক্যানসারের সঙ্গে ৷ 2021 সালে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

পরিচালক অনুরাগ বসু 2004 সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ সেই সময় পরিচালকের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, সেই সময়টা খুব কঠিন ছিল ৷ কেমোথেরাপি ও দীর্ঘ সময় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছিল পরিচালককে ৷ ক্যানসারকে জয় করে ফিরে আসেন অভিনেত্রী মণীষা কৈরালাও ৷ তিনি নিজের পোস্টে লিখেছিলেন, "ন্যাশনাল ক্যানসার অ্যাওয়ারনেস ডে-তে সকলকে শুভেচ্ছা জানাতে চাই, যাঁরা এই জার্নির মধ্য দিয়ে গিয়েছেন ৷ আমি জানি, এই যাত্রাপথ কতটা কঠিন ৷ কিন্তু আপনি তার থেকেও কঠিন ৷ আমি কুর্নিশ জানাতে চাই সেই সকল মানুষদের যাঁরা হার মানেননি ৷"

অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। 2018 সালে তাঁর স্তন ক্যান্সার ধরা পড়ে। এই বিষয় নিয়ে প্রথম থেকেই আয়ুষ্মান ও তাঁর স্ত্রী খোলাখুলি কথা বলেছেন সোশাল মিডিয়ায় ৷ মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷ এদিন সোশাল মিডিয়ায় তাহিরার ছবি শেয়ার করে আয়ুষ্মান লেখেন, "এই মেয়েটাকে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে 14 নম্বর স্টলে চা আর সিঙাড়া খাওয়ানোর জন্য নিয়ে যেতাম ৷ আজ সে স্পোকেনফেস্টে নিজের বক্তৃতা রাখতে চলেছে ৷ অভিনন্দন ৷ তোমার হৃদয় ও আত্মাকে আমার ভালোবাসা ৷ হ্যাশট্যাগ ওয়ার্ল্ড ক্যানসার ডে ৷" বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন যাঁরা মারণ রোগকে হারিয়ে জয়ের হাসি হেসেছেন ৷ কুর্নিশ তাঁদেরকেও ৷

আরও পড়ুন:

1. মৃত্যুর খবর রটিয়ে ক্যানসার সচেতনতার প্রচার, পুনমকাণ্ডে পুলিশের দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

2. আলু-আদা-হলুদের পর টমেটো ! কালো সবজি চাষে দিশা দেখাচ্ছেন গয়ার চাষি

3. আইনি বৈধতা নিয়েই সঙ্গীতজগতে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করা উচিত, মত রহমানের

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: আজ বিশ্ব ক্যানসার দিবস ৷ কর্কট রোগে আক্রান্ত হয়েও জীবন যুদ্ধে জয়ী হয়েছেন অনেক বলিউড তারকা ৷ কীভাবে তাঁরা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন এবং জয়ী হয়েছেন, আজকের দিনে সেই অনুভূতি তারকারা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, স্ত্রী তাহিরা কাশ্যপের এই যুদ্ধে পাশে থেকেছেন আয়ুষ্মান খুরানা ৷ আজকের দিনে তিনিও দিয়েছেন বিশেষ বার্তা ৷

অভিনেত্রী সোনালি বেন্দ্রে 2018 সালে ক্যানসারে আক্রান্ত হন। অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি মেটালিস্টিক ক্যানসারে আক্রান্ত ৷ যার মধ্যে রয়েছে কেমোথেরাপি এবং সার্জারি। 2019 সালে তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ এদিন সোনালি বেন্দ্রে ইনস্টাগ্রামে ক্যানসার নিয়ে সচেতনটার বার্তা দিয়েছেন ৷ অনুপম খেরের স্ত্রী এবং অভিনেত্রী কিরণ খেরও লড়াই করেছেন মারণ রোগ ক্যানসারের সঙ্গে ৷ 2021 সালে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

পরিচালক অনুরাগ বসু 2004 সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ সেই সময় পরিচালকের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, সেই সময়টা খুব কঠিন ছিল ৷ কেমোথেরাপি ও দীর্ঘ সময় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছিল পরিচালককে ৷ ক্যানসারকে জয় করে ফিরে আসেন অভিনেত্রী মণীষা কৈরালাও ৷ তিনি নিজের পোস্টে লিখেছিলেন, "ন্যাশনাল ক্যানসার অ্যাওয়ারনেস ডে-তে সকলকে শুভেচ্ছা জানাতে চাই, যাঁরা এই জার্নির মধ্য দিয়ে গিয়েছেন ৷ আমি জানি, এই যাত্রাপথ কতটা কঠিন ৷ কিন্তু আপনি তার থেকেও কঠিন ৷ আমি কুর্নিশ জানাতে চাই সেই সকল মানুষদের যাঁরা হার মানেননি ৷"

অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। 2018 সালে তাঁর স্তন ক্যান্সার ধরা পড়ে। এই বিষয় নিয়ে প্রথম থেকেই আয়ুষ্মান ও তাঁর স্ত্রী খোলাখুলি কথা বলেছেন সোশাল মিডিয়ায় ৷ মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷ এদিন সোশাল মিডিয়ায় তাহিরার ছবি শেয়ার করে আয়ুষ্মান লেখেন, "এই মেয়েটাকে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে 14 নম্বর স্টলে চা আর সিঙাড়া খাওয়ানোর জন্য নিয়ে যেতাম ৷ আজ সে স্পোকেনফেস্টে নিজের বক্তৃতা রাখতে চলেছে ৷ অভিনন্দন ৷ তোমার হৃদয় ও আত্মাকে আমার ভালোবাসা ৷ হ্যাশট্যাগ ওয়ার্ল্ড ক্যানসার ডে ৷" বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন যাঁরা মারণ রোগকে হারিয়ে জয়ের হাসি হেসেছেন ৷ কুর্নিশ তাঁদেরকেও ৷

আরও পড়ুন:

1. মৃত্যুর খবর রটিয়ে ক্যানসার সচেতনতার প্রচার, পুনমকাণ্ডে পুলিশের দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

2. আলু-আদা-হলুদের পর টমেটো ! কালো সবজি চাষে দিশা দেখাচ্ছেন গয়ার চাষি

3. আইনি বৈধতা নিয়েই সঙ্গীতজগতে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করা উচিত, মত রহমানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.