ETV Bharat / entertainment

মৃত্যুর খবর রটিয়ে ক্যানসার সচেতনতার প্রচার, পুনমকাণ্ডে পুলিশের দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 12:24 PM IST

Poonam Pandey Controversy: ক্যানসার নিয়ে সতর্কবার্তা দিতে গিয়ে পুনম পাণ্ডের মৃত্যুর মিথ্যে খবর রটনায় ক্ষুদ্ধ সিনেমহল ৷ তারকাদের পর এবার তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন ৷

Etv Bharat
পুনম কাণ্ডে পুলিশের দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

মুম্বই, 4 জানুয়ারি: মাত্র 32 বছর বয়সে মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর ঘটনায় যখন শোকে বিহ্বল অনেকেই তখন 'বেঁচে আছি'- বার্তা চমকে দেন খোদ অভিনেত্রী ৷ মডেলের এমন পাবলিসিটি স্টান্টের প্রতিবাদে সোচ্চার হন সকলেই ৷ এবার সেই প্রতিবাদে সামিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন ৷ এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কেউ করার সাহস দেখাতে না-পারে, সেই কারণে মুম্বই পুলিশের কাছে কঠোর পদক্ষেপের দাবি করেছে সিনে সংস্থা ৷ পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন(AICWA)-এর সম্পাদক সুরেশ শ্যামলাল গুপ্তা বলেন, "ভারতের প্রতিটি মানুষের আবেগের সঙ্গে খেলেছেন পুনম পাণ্ডে ৷ তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কত মানুষ তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ৷ কত তারকা শোকপ্রকাশ করেছেন ৷ একটা সস্তার প্রচারের জন্য পুনম সকলের আবেগে আঘাত করেছেন ৷ ক্যানসার নিয়ে সতর্কবার্তা দেওয়ার জন্য এই ধরনের স্টান্ট বা প্রচার কখনই সঠিক পথ হতে পারে না ৷ আমি মুম্বই পুলিশের কাছে অনুরোধ করব, এই ঘটনার কারণে পুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক ৷"

এই ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দার ঝড় ওঠে সোশাল মিডিয়ায় ৷ বিপাশা বসু বলেন, "এই ধরনের ব্যবহার মেনে নেওয়া যায় না ৷ এই ঘটনায় পুনের যে পিআর টিম জড়িয়ে রয়েছে তাঁদের লজ্জা পাওয়া উচিত ৷" 'রাজ'-খ্যাত অভিনেত্রী এই মন্তব্য করেন আরতি সিংয়ের পোস্টে ৷ অভিনেত্রী মিনি মাথুর ইনস্টাগ্রাম স্টোরিজে লেখেন, "পুনের এই স্টান্ট শুধু কুরুচিকর নয়, তার সঙ্গে বিষয়টা সংবেদনশীল ৷ সতর্ক করার আগে পিআর টিম এই বিষয় নিয়ে একটু রিসার্চ করে নিত পারত ৷ গুগলে সার্চ করলেই দেখা যায় যে সার্ভাইকাল ক্যানসারের 8টি স্টেজ রয়েছে ৷ একটি স্টেজ থেকে ক্যানসারের আর একটি স্টেজে এই ক্ষেত্রে সময় লাগে 5-10 বছর ৷"

তিনি আরও লেখেন, "তোমার লজ্জা হওয়া উচিত পুনম পাণ্ডে ৷ লজ্জা আসা উচিত তাঁদেরও যাঁরা এই সতর্কবার্তার নামে এই ধরনের বিষয় সামনে এনেছেন ৷ তথাকথিত ইনফ্লুয়েন্সাররা সোশাল মিডিয়ার দৌলতে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে ৷ যে কেউ প্রচারের জন্য নীচে নামতে পারেন ৷ এখন আর কাজের জন্য শিক্ষার দরকার পড়ছে না ৷ এই তো বর্তমান পরিস্থিতি !"

মহারাষ্ট্রের এমএলসি সত্যজিৎ তাম্বে মুম্বই পুলিশকে পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একটি বিবৃতিতে তিনি বলেন, "পুনম পাণ্ডের মৃত্যুর খবরটি শেষ পর্যন্ত একটি প্রচার স্টান্ট হিসাবে প্রমাণিত হয়েছে। এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে ৷ মৃত্যুর খবর প্রকাশ করে ক্যানসার নিয়ে সচেতনতার যে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে তা কী করে সম্ভব? একজন মডেল তথা অভিনেত্রী সার্ভাইকাল ক্যানসার মারা গিয়েছেন, এই ঘটনা কখনও সতর্কতা প্রচার হতে পারে না ৷ কারণ এই ঘটনার মধ্য দিয়ে লাইম লাইটে এসেছেন অভিনেত্রী ৷ আর ক্যানসার নিয়ে বার্তা তার মধ্যে চাপা পড়ে গিয়েছে ৷ ফলে যাঁরা সত্যি করে এই কর্কট রোগে আক্রান্ত তাঁদেরকে হাস্যকর রূপে প্রকাশ করা হয়েছ ৷ আসলে অভিনেত্রী সচেতনতা বাড়ানোর পরিবর্তে ক্যানসারে বেঁচে যাওয়া ব্যক্তিদের কৌতুকের মুখে ফেলে দিয়েছেন ৷ আরেকটি সমস্যা হল, সংবাদ সংস্থাগুলি সত্যতা যাচাই না করেই কীভাবে এই ঘটনাকে খবরের শিরোনামে নিয়ে এলেন ?"

উল্লেখ্য, 2 ফেব্রুয়ারি মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডের ম্যানেজার সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন ৷ যেহেতু পুনমের নিজস্ব হ্যান্ডেলে এই খবর প্রকাশিত হয় ফলে সকলেই সেটিকে সত্যি ধরে নেয় ৷ এরপর শনিবার পুনম একটি ভিডিয়ো শেয়ার করে জানান, তিনি বেঁচে আছেন ৷ সার্ভাইকাল ক্যানসার নিয়ে সচেতনতার জন্য তিনি এই প্রচার করেছেন ৷ তারপর থেকেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র ৷

আরও পড়ুন:

1. বেঁচে আছি...! 24 ঘণ্টার টানটান নাটকে যবনিকা পতন পুনমের

2. প্রয়াত পুনম পাণ্ডে, বত্রিশেই ক্যানসার কেড়ে নিল মডেল-অভিনেত্রীর প্রাণ, শোকপ্রকাশ কঙ্গনার

3. মৃ্ত্য়ুর খবর রটিয়ে 'পাবলিসিটি স্টান্ট', কটাক্ষের শিকার পুনমের পাশে রামগোপাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.