ETV Bharat / entertainment

মায়োসাইটিস রোগ ধরা পড়ার আগে কেমন ছিল কঠিন বছরগুলো, মুখ খুললেন সামান্থা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 4:00 PM IST

Samantha Ruth Prabhu: মায়োসাইটিস ধরা পড়ার আগে বিবাহ-বিচ্ছেদের পথে হেঁটেছিলেন সামান্থা রুথ প্রভু ৷ কেমন ছিল কঠিন সেই সময়ের অভিজ্ঞতা? সম্প্রতি তাঁর পডকাস্টে এ বিষয়ে মনের কথা শেয়ার করলেন দক্ষিণী অভিনেত্রী ৷ পাশাপাশি কীভাবে রোগের সঙ্গে মোকাবিলা করেছেন তিনি, সে কথাও জানান ৷

Samantha Ruth Prabhu
সামান্থা

হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: মায়োসাইটিস রোগে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ এ কথা অনুরাগীদের অজানা নয় ৷ তবে মায়োসাইটিস রোগ ধরা পরার আগে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে, সে সম্পর্কে সম্প্রতি নিজের পডকাস্ট সিরিজ টেক 20-তে মুখ খুললেন সামান্থা ৷ তাঁর কথায়, অনেকগুলো কঠিন বছর কাটানোর পর তিনি সবে স্বস্তি এবং শান্তি অনুভব করতে শুরু করেছিলেন ৷ তখনই এই রোগে আক্রান্ত হন তিনি ৷

সামান্থা বলেন, "আমার স্পষ্ট মনে আছে এই সমস্যা হওয়ার আগের বছরগুলি অত্যন্ত কঠিন ছিল। বিশেষভাবে সেই দিনটির কথা মনে রয়েছে যেদিন আমি ও আমার বন্ধু হিমাঙ্ক মুম্বই থেকে ফিরছিলাম। সেটি ছিল গত বছরের জুন মাস ৷ আমি হিমাঙ্ককে বলেছিলাম যে অবশেষে আমি শান্তি অনুভব করছি। দীর্ঘ সময় পর একটু স্বস্তি পেয়েছি। অবশেষে আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি এবং শান্তিতে ঘুমাতে পারছি ৷ যখন মনে হচ্ছিল ঘুম ভেঙে আমি কাজে ফোকাস করতে পারব এবং সেরা হতে পারব; ঠিক সে সময় এই অবস্থা।"

তাঁর পডকাস্ট সিরিজে সামান্থা তাঁর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ৷ আলো থেকে নিজেকে নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যাত্রা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, "অভিজ্ঞতার কারণে আমি এই পডকাস্টটি করতে চেয়েছিলাম ৷ আমি যে কষ্টের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি তা আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি ৷ তবে এখনও আমি ওই রোগের সঙ্গে লড়ছি এবং মোকাবিলা করছি ৷ আমি চাই মানুষ দুঃখ প্রকাশ করার চেয়ে নিরাপদ থাকুক ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গত বছর ইনস্টাগ্রামে তাঁর মায়োসাইটিসের রোগে আক্রান্ত হওয়ার খবর অনুরাগীদের জানান সামান্থা ৷ এই রোগ নির্ণয়ের পর তাঁর স্বাস্থ্যের কথা ভেবে কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ বছরখানেক ধরে এই রোগের সঙ্গে লড়াইয়ের পর ফের অভিনয়ে ফিরে আসার ঘোষণা করেছেন সামান্থা ৷ তাঁর আসন্ন কাজের মধ্যে রয়েছে রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে দ্বারা নির্মিত আমেরিকান সিরিজ সিটাডেলের ভারতীয় অনুকরণ ৷ যেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে সামান্থাকে।

আরও পড়ুন:

  1. ‘চে’র ট্যাটু ভ্যানিশ ? সামান্থার নতুন ছবি ঘিরে চর্চা নেটপাড়ায়
  2. প্রেমের জটে নাজেহাল বিজয়-সামান্থা, মুক্তি পেল 'খুশি' ছবির ট্রেলার
  3. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.