ETV Bharat / entertainment

21 বছর পর 'বস' হয়ে বাংলা ছবিতে ফিরলেন রাখি গুলজার, প্রকাশ্যে মোশন পোস্টার - Aamar Boss Movie

Raakhee Gulzar Bengali Movie: সিনেপ্রেমীদের মনে আজও শুভ মহরৎ-এর রাঙাপিসির উজ্জ্বল উপস্থিতি রয়েছে ৷ তারপর কেটে গিয়েছে দু'দশকের বেশি সময় ৷ ফের বাংলা ছবিতে ফিরলেন রাখি গুলজার ৷ মুক্তি পেল 'আমার বস' ছবির মোশন পোস্টার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 3:11 PM IST

Etv Bharat
'আমার বস' ছবির মোশন পোস্টার

কলকাতা, 22 এপ্রিল: সপ্তাহের শুরুতেই হাজির নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'আমার বস'-ছবির মোশন পোস্টার ৷ দীর্ঘ 21 বছর পর বাংলা ছবিতে ফিরেছেন রাখি গুলজার। প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফে শেয়ার করা হয়েছে সেই মোশন পোস্টার ৷

ক্যাপশনে লেখা, "আবারও নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তরফ থেকে সিনেমাপ্রেমীদের জন্য গ্রীষ্মের উপহার! রাখি গুলজার অভিনীত 'আমার বস' আসছে 21 জুন নিকটবর্তী প্রেক্ষাগৃহে ।" এই ছবির অভিনেতা, পরিচালক তথা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "নন্দিতা রায় এবং আমি সবসময়ই আমাদের ছবিগুলি গরমকালে মুক্তির দিন হিসাবে রেখে এসেছি ৷ এ বছর লোকসভা নির্বাচন সত্ত্বেও তার অন্যথা হচ্ছে না। 21 জুন মুক্তি পাবে আমাদের এই ছবি। আশাকরি দর্শক সিনেমা হলে এসেই দেখবেন ছবিটা।"

উল্লেখ্য, 'বেলাশেষে' থেকে ' প্রাক্তন', 'পোস্তো', ​​'হামি', 'কণ্ঠ' এবং 'বেলাশুরু' সবই এসেছে গ্রীষ্মাবকাশে। এবারও তাই। নন্দিতা রায় বলেন, "রাখিদি'র সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নপূরণের মতো। তাঁর করুণা, প্রতিভা এবং তাঁর নৈপুণ্য আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই সুযোগের জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ।" রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতি দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন-সহ আরও অনেককেই। পাশাপাশি এই প্রযোজনা সংস্থা থেকেই 10 মে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসুর 'দাবাড়ু'।

প্রসঙ্গত, 2003 সালে ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙা পিসিমার ভূমিকায় অভিনয় করেন তিনি । এই চরিত্রের জন্য 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস' হিসেবে জাতীয় পুরস্কার পান রাখি । এরপর 2019 সালে গৌতম হালদারের পরিচালনায় 'নির্বাণ' ছবিতে অভিনয় করেন রাখি। যদিও ছবিটি মুক্তি পায়নি। এবার চলতি বছর টলিউডের প্রথম সারির প্রযোজক তথা পরিচালকদের সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করলেন রাখি গুলজার ৷

আরও পড়ুন

1. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

2. রণবীর কাপুরের 'অ্যানিম্যাল পার্ক' নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার

3. কীভাবে জমে উঠল আবির-মিমির 'আলাপ' ? মনের কোণে উঁকি দিল ইটিভি ভারত

কলকাতা, 22 এপ্রিল: সপ্তাহের শুরুতেই হাজির নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'আমার বস'-ছবির মোশন পোস্টার ৷ দীর্ঘ 21 বছর পর বাংলা ছবিতে ফিরেছেন রাখি গুলজার। প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফে শেয়ার করা হয়েছে সেই মোশন পোস্টার ৷

ক্যাপশনে লেখা, "আবারও নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তরফ থেকে সিনেমাপ্রেমীদের জন্য গ্রীষ্মের উপহার! রাখি গুলজার অভিনীত 'আমার বস' আসছে 21 জুন নিকটবর্তী প্রেক্ষাগৃহে ।" এই ছবির অভিনেতা, পরিচালক তথা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "নন্দিতা রায় এবং আমি সবসময়ই আমাদের ছবিগুলি গরমকালে মুক্তির দিন হিসাবে রেখে এসেছি ৷ এ বছর লোকসভা নির্বাচন সত্ত্বেও তার অন্যথা হচ্ছে না। 21 জুন মুক্তি পাবে আমাদের এই ছবি। আশাকরি দর্শক সিনেমা হলে এসেই দেখবেন ছবিটা।"

উল্লেখ্য, 'বেলাশেষে' থেকে ' প্রাক্তন', 'পোস্তো', ​​'হামি', 'কণ্ঠ' এবং 'বেলাশুরু' সবই এসেছে গ্রীষ্মাবকাশে। এবারও তাই। নন্দিতা রায় বলেন, "রাখিদি'র সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নপূরণের মতো। তাঁর করুণা, প্রতিভা এবং তাঁর নৈপুণ্য আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই সুযোগের জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ।" রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতি দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন-সহ আরও অনেককেই। পাশাপাশি এই প্রযোজনা সংস্থা থেকেই 10 মে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসুর 'দাবাড়ু'।

প্রসঙ্গত, 2003 সালে ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙা পিসিমার ভূমিকায় অভিনয় করেন তিনি । এই চরিত্রের জন্য 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস' হিসেবে জাতীয় পুরস্কার পান রাখি । এরপর 2019 সালে গৌতম হালদারের পরিচালনায় 'নির্বাণ' ছবিতে অভিনয় করেন রাখি। যদিও ছবিটি মুক্তি পায়নি। এবার চলতি বছর টলিউডের প্রথম সারির প্রযোজক তথা পরিচালকদের সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করলেন রাখি গুলজার ৷

আরও পড়ুন

1. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

2. রণবীর কাপুরের 'অ্যানিম্যাল পার্ক' নিয়ে বড় ঘোষণা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার

3. কীভাবে জমে উঠল আবির-মিমির 'আলাপ' ? মনের কোণে উঁকি দিল ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.