ETV Bharat / entertainment

প্রেক্ষাগৃহে ঝড় তুলে ওটিটি প্ল্যাটফর্মে আসছে সালার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 10:32 AM IST

Prabhas:প্রভাস অনুরাগীদের জন্য খুশির খবর ৷ প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে সালার:পার্ট 1-সিজফায়ার ৷ একাধিক ভাষাতে এই ছবি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে কি ? জানালেন নির্মাতারা ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 19 জানুয়ারি: অপেক্ষার অবসান ৷ যাঁরা এখনও প্রেক্ষাগৃহে সালার দেখেননি, তাঁরা এবার বাড়ি বসেই দেখতে পাবেন এই ছবি ৷ 20 জানুয়ারি থেকেই নেটফ্লিক্সে প্রভাসের এই বছরের ব্লকব্লাস্টার ছবি সালার:পার্ট 1-সিজফায়ার দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ তেলুগু, কন্নড়, তামিল ও মালয়ালম ভাষায় এই ছবি ওটিটি-তে এলেও যাঁরা হিন্দিতে এই ছবি দেখতে চান, তাঁদের করতে হবে অপেক্ষা ৷

প্রশান্ত নীল পরিচালিত, প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমরন অভিনীত অ্যাকশন-ড্রামা ক্রিসমাসের আগে মুক্তি পায় থিয়েটার হলে ৷ ভারতীয় বক্সঅফিসে এই ছবির আয় 400 কোটি টাকার বেশি ৷ এবার তা আসছে ওটিটি-তে ৷ প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের তরফে সোশাল হ্যান্ডেলে জানানো হয়েছে, 20 জানুয়ারি নেটফ্লিক্সে তেলুগু, কন্নড়, মালয়ালম ও তামিল ভাষায় নেটফ্লিক্সে আসছে প্রভাসের সালার ৷ তবে হিন্দি ভার্সন কবে আসবে তা জানানো হয়নি নির্মাতাদারে তরফে ৷

রাধে শ্যাম ও আদিপুরুষ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ার পর বাহুবলি খ্যাত প্রভাসের জুটেছিল ফ্লপ তারকার খেতাব ৷ সেখান থেকে ফিরে আসার লড়াই ছিল সালার ৷ অবশেষ, বক্সঅফিস কাঁপালেন তিনি ৷ ভারতের পাশাপাশি গ্লোবালি এই ছবির ঝুলিতে আসে 650 কোটি টাকা ৷ মূলত, গল্পের প্রেক্ষাপটে উঠে এসেছে কাল্পনিক শহর খানসার ৷ সেখানে দুই বন্ধু দেবা (প্রভাস) ও বর্ধা (পৃথ্বীরাজ)-র গল্প তুলে ধরা হয়েছে ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে শ্রুতি হাসান, ঐশ্বরী রাও, জগপতি বাবু ও শ্রিয়া রেড্ডিকে ৷ উল্লেখ্য, সালারের পাশাপাশি, জুনিয়র এনটি আর-এর দেবারা, আল্লু আর্জুনের পুষ্পা 2: দ্য রুল-ও মুক্তি পাবে নেটফ্লিক্সে ৷ এছাড়া তেলুগু ছবি বাডি, গ্যাংস অফ গোদাবরীর মতো একাধিক ছবি দেখার সুযোগ পাবেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.