ETV Bharat / entertainment

জাপানের ভূমিকম্পে 28 তলায় আটকে রাজামৌলি, কেমন আছেন, জানালেন ছেলে - Rajamouli Felt Earthquake

author img

By PTI

Published : Mar 21, 2024, 2:05 PM IST

Quake-prone island Japan
ফের জাপানে ভূমিকম্প

Quake-prone island Japan: ফের জাপানে ভূমিকম্প ৷ 28 তলায় ছেলে কার্তিকেয়ার সঙ্গে আটকে পরিচালক এসএস রাজামৌলি ৷ কেমন আছেন তাঁরা, সোশাল মিডিয়ায় অ্যালার্ট ছবি পোস্ট করলেন কার্তিকেয়া ৷

নয়াদিল্লি, 21 মার্চ: ফের কেঁপে উঠল জাপান ৷ আতঙ্কিত হয়ে পড়েন পরিচালক এসএস রাজামৌলি ও তাঁর ছেলে এসএস কার্তিকেয়া ৷ বাহুবলি পরিচালক কেমন আছেন, উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় অ্যালার্ট ছবি দিয়ে অভিজ্ঞতাক কথা জানালেন ছেলে কার্তিকেয়া ৷

বৃহস্পতিবার ফের ভূমিকম্প অনুভূত হয় জাপানে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3 ৷ অন্যদিকে, বর্তমানে জাপানে রয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ সেখানে ছিল আরআরআর ছবির বিশেষ স্ক্রিনিং ৷ সেই কারণে পরিচালক রাজামৌলি ও তাঁর ছেলে যান সেখানে ৷ তারপরে আজকের এই ভূমিকম্প ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালকের ছেলে ৷ তিনি একটি ঘড়ির ছবি শেয়ার করেছেন ৷ যেখানে দেখা গিয়েছে, জাপানের আবহাওয়া দফতর থেকে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে ৷ যাতে লেখা "এমারজেন্সি অ্যালার্ট ৷ ভূমিকম্প হওয়ার আগে সতর্কতা ৷ খুব শীঘ্রই জোরালো ভূমিকম্প হতে চলেছে ৷ শান্ত থাকুন ৷ কাছের কোথাও আশ্রয় গ্রহণ করুন ৷ আর্থকোয়েক আরলি ওয়ার্নিং ৷"

এরপর ক্যাপশনে কার্তিকেয়া লেখেন, "এক্ষুনি ভূমিকম্প অনুভব করলাম ৷ আমরা 28 তলায় রয়েছি ৷ আচমকাই মাটি কাঁপতে শুরু করল ৷ বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা ভূমিকম্প ৷ আমি এটা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছিলাম ৷ কিন্তু এখানকার বাসিন্দারা একটুও ভয় পেলেন না ৷ তাঁদের কাছে এ যেন, বৃষ্টি নামার মতো ৷"

আসলে 2017 সালে যখন 'বাহুবলি:দ্য কনক্লুশন' মুক্তি পায় তখন রাজামৌলির সঙ্গে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন ছেলে কার্তিকেয়া ৷ তারপর বাবার বিভিন্ন প্রোজেক্টের সঙ্গেই যুক্ত থাকেন তিনি ৷ সম্প্রতি আরআরআর বিদেশের মাটিতে প্রশংসিত হয়েছে ৷ ঘরে তুলেছে অস্কার পুরস্কারও ৷ এবার জাপানের টোকিওতে ছিল ছবির বিশেষ স্ক্রিনিং ৷ যেখানে উপস্থিত ছিলেন পরিচালক রাজামৌলি ও কার্তিকেয়া ৷

2022 সালের 21 অক্টোবর 'আরআরআর' ছবির প্রিমিয়ার ছিল জাপানে ৷ তার কয়েকমাস পর ভারতে মুক্তি পায় এই ছবি ৷ জাপানে এই ছবি আয় করেছিল প্রায় 23 কোটি টাকা ৷ মুখ্যচরিত্রে দেখা যায় রাম চরণ, জুনিয়র এনটিআরকে ৷ সঙ্গে দেখা গিয়েছে অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও ৷

আরও পড়ুন

1. অরুণাচলে দু‘ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প

2. জাপানের শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে 65, এখনও চলছে উদ্ধারকার্য

3. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.