ETV Bharat / entertainment

'আমার ভবিষ্যৎ নির্ভর করছে...' ওড়িয়া সিনেমায় বনি সেনগুপ্ত, জার্নি নিয়ে কী বলছেন তারকা ? - BONNY SENGUPTA ODIA FILM DEBUT

বাংলা ইন্ডাস্ট্রির পর ওড়িয়া সিনেমা জগতে পা রেখেছেন বনি সেনগুপ্ত ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা জানালেন ইটিভি ভারতের প্রতিনিধি তেজস্বিনী শেঠীকে ৷

Bonny Sengupta Ollywood Debut
ওড়িয়া সিনেমায় বনি সেনগুপ্ত (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 11, 2025 at 11:11 AM IST

4 Min Read

হায়দরাবাদ, 11 এপ্রিল: 'বরবাদ' দিয়ে বাংলা সিনেমায় জার্নি শুরু করেন বনি সেনগুপ্ত ৷ তারপর উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা ৷ তালিকায় রয়েছে 'পারব না আমি ছাড়তে তোকে', 'তোমাকে চাই', 'গার্লফেন্ড', 'তুমি আসবে বলে'-র মতো ছবি ৷ মুক্তির অপেক্ষায় রয়েছে 'ঝড়' ও 'বানসারা' ৷ এরই মধ্যে ওড়িয়া ফিল্মি জগতে পা রেখেছেন বনি ৷ 11 এপ্রিল মুক্তি পেয়েছে 'আজির রেবতী' ৷ কেমন ছিল জার্নি, অভিজ্ঞতা কেমন শুনল ইটিভি ভারত ৷

ওড়িয়া সিনে জগতে অভিষেক

'আজির রেবতী' ছবির মাধ্যমে বনি ওড়িয়া ফিল্ম জগতে পা রেখেছেন ৷ ছবিতে ওড়িয়া অভিনেত্রী বিশ্বল পাত্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। শ্রীক্ষেত্র পুরীর বিখ্যাত গীতিকার বদ্রি মিশ্রের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি ছবির চিত্রনাট্য। শুভাংশু দাস ছবিটি পরিচালনা করেছেন ৷ অভিনেতা বনি বলেন, "এটি আমার প্রথম ওড়িয়া ছবি। যখন পরিচালক আমাকে এই ছবির কথা বলেন, তখন আমার মনে হল চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। গল্পটি আমারও মন ছুঁয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম আমাকে এটা করতে হবে এবং আমি করেছি।"

'আজির রেবতী' ছবির গল্প ও বনির চরিত্র

ছবির গল্প সম্পর্কে বলতে গিয়ে বনি জানান, "এতে নারী শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য রেবতীকে যে সংগ্রাম এবং সমস্যার মুখোমুখি হতে হয় তা দেখানো হয়েছে।" অর্থাৎ, ছবির মাধ্যমে গল্পটি নারী শিক্ষার সচেতনতার কথা বলেছে ৷ পাশাপাশি গল্পের নায়িকা রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও সমাজের সাধারণ শ্রেণীর নারীদের শিক্ষাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা তুলে ধরা হয়েছে।

ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বনি বলেন, "আমি বিশ্বনাথ পাত্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি।" আমি ছবিতে গুরু 'সুবোধ'-এর চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। কাজ করার সময় আমার আরও ভালো লাগছিল। সবাই আমাকে অনেক ভালোবেসেছে। পুরো ছবির টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ৷"

ওড়িয়া এবং বাংলা বিনোদন জগতে মধ্যে কি কোন পার্থক্য আছে?

ওড়িয়া শিল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বনি বলেন, "আমি ওড়িয়া এবং বাংলা শিল্পের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু একজন শিল্পীর কাছে এটি একটি শিল্প। তবে হ্যাঁ, আমরা যে কাজের বিষয়বস্তু করি তা ভিন্ন হতে পারে। আমি এখানে কোনও পার্থক্য অনুভব করিনি। সবাই অনেক ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে। এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি সত্যিই আনন্দ পেয়েছি।"

ওড়িয়া ভাষায় কথা বলা কতটা কঠিন ছিল?

ওড়িয়া ভাষায় ছবি করার বিষয়ে বনি বলেন, "ওড়িয়া ভাষায় কথা বলা আমার জন্য খুব কঠিন ছিল। ওড়িয়া ভাষা সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। শুটিং শুরু হওয়ার এক সপ্তাহ আগে আমার হাতে স্ক্রিপ্ট আসে ৷ তারপর আমি শুটিংয়ের জন্য ওড়িশায় আসি। প্রস্তুতির জন্য আমার হাতে খুব কম সময় ছিল। সেই সময় আমার জন্য একজন অনুবাদক ছিলেন। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি এটা করতে পেরেছি এবং ছবিটি ভালোভাবে শুটিং করেছি। শুটিংয়ের জন্য পরিচালকও আমাকে অনেক সহযোগিতা করেছেন।

আগামী দিনে ওড়িয়া ছবিতে কাজের ইচ্ছা...

বনি বলেন, "কাজ পেলে অবশ্যই করব। এখানকার সবাই, সে টেকনিশিয়ান হোক বা প্রযোজক, খুবই সহায়ক ছিলেন। আমি এখানে কাজ করে সত্যিই উপভোগ করেছি। 'আজির রেবতী'-র মাধ্যমে দর্শকরা আমাকে কতটা পছন্দ করেন তার ওপর নির্ভর করছে এখানে কাজ করার ভবিষ্যৎ পরিকল্পনা।"

অনুরাগীদের প্রতি আবেদন

'আজির রেবতী' দুটি ভাষায় মুক্তি পেতে চলেছে। এটি ওড়িয়া এবং বাংলা ভাষায় মুক্তি পাবে। 11 তারিখ ওড়িয়া ভাষায় এই ছবি মুক্তি পেলেও বাংলায় কবে মুক্তি পাবে তার তারিখ ঠিক হয়নি ৷ বনি বলেন, "ওড়িশার তুলনায় পশ্চিমবঙ্গে আমার অনুরাগী বেশি। কারণ এটি আমার প্রথম ওড়িয়া ছবি। অনেক সুন্দর গল্প এবং গান আছে। যা সকলের মন ছুঁয়ে যাবে। তাই আমি সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি এবং আমার অভিনয় কেমন লেগেছে তা জানাবেন। আশা করি সবাই আমার অভিনয় পছন্দ করবে।"

'আজকের রেবতী'র তারকা অভিনেতা

বনি এবং ভিজহার পাত্র ছাড়াও 'আজির রেবতী'-তে অভিনয় করেছেন পুষ্প পান্ডা, পৃথ্বীরাজ নায়ক, সুকান্ত রথ, রবি মিশ্র এবং উষাশী মিশ্র। ছবিটি আরআর ইভেন্টস এবং সিনে প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মুম্বাই-ভিত্তিক একজন বিশিষ্ট আলোকচিত্র পরিচালক শুভ্রাংসু, ওড়িয়া, হিন্দি এবং অন্যান্য অনেক ভাষায় কাজ করেছেন। 'আজির রেবতী' ছবির চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন মহিলা চিত্রগ্রাহক কুহু মাল্লা।

হায়দরাবাদ, 11 এপ্রিল: 'বরবাদ' দিয়ে বাংলা সিনেমায় জার্নি শুরু করেন বনি সেনগুপ্ত ৷ তারপর উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা ৷ তালিকায় রয়েছে 'পারব না আমি ছাড়তে তোকে', 'তোমাকে চাই', 'গার্লফেন্ড', 'তুমি আসবে বলে'-র মতো ছবি ৷ মুক্তির অপেক্ষায় রয়েছে 'ঝড়' ও 'বানসারা' ৷ এরই মধ্যে ওড়িয়া ফিল্মি জগতে পা রেখেছেন বনি ৷ 11 এপ্রিল মুক্তি পেয়েছে 'আজির রেবতী' ৷ কেমন ছিল জার্নি, অভিজ্ঞতা কেমন শুনল ইটিভি ভারত ৷

ওড়িয়া সিনে জগতে অভিষেক

'আজির রেবতী' ছবির মাধ্যমে বনি ওড়িয়া ফিল্ম জগতে পা রেখেছেন ৷ ছবিতে ওড়িয়া অভিনেত্রী বিশ্বল পাত্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। শ্রীক্ষেত্র পুরীর বিখ্যাত গীতিকার বদ্রি মিশ্রের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি ছবির চিত্রনাট্য। শুভাংশু দাস ছবিটি পরিচালনা করেছেন ৷ অভিনেতা বনি বলেন, "এটি আমার প্রথম ওড়িয়া ছবি। যখন পরিচালক আমাকে এই ছবির কথা বলেন, তখন আমার মনে হল চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। গল্পটি আমারও মন ছুঁয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম আমাকে এটা করতে হবে এবং আমি করেছি।"

'আজির রেবতী' ছবির গল্প ও বনির চরিত্র

ছবির গল্প সম্পর্কে বলতে গিয়ে বনি জানান, "এতে নারী শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য রেবতীকে যে সংগ্রাম এবং সমস্যার মুখোমুখি হতে হয় তা দেখানো হয়েছে।" অর্থাৎ, ছবির মাধ্যমে গল্পটি নারী শিক্ষার সচেতনতার কথা বলেছে ৷ পাশাপাশি গল্পের নায়িকা রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও সমাজের সাধারণ শ্রেণীর নারীদের শিক্ষাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা তুলে ধরা হয়েছে।

ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বনি বলেন, "আমি বিশ্বনাথ পাত্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি।" আমি ছবিতে গুরু 'সুবোধ'-এর চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। কাজ করার সময় আমার আরও ভালো লাগছিল। সবাই আমাকে অনেক ভালোবেসেছে। পুরো ছবির টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ৷"

ওড়িয়া এবং বাংলা বিনোদন জগতে মধ্যে কি কোন পার্থক্য আছে?

ওড়িয়া শিল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বনি বলেন, "আমি ওড়িয়া এবং বাংলা শিল্পের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু একজন শিল্পীর কাছে এটি একটি শিল্প। তবে হ্যাঁ, আমরা যে কাজের বিষয়বস্তু করি তা ভিন্ন হতে পারে। আমি এখানে কোনও পার্থক্য অনুভব করিনি। সবাই অনেক ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে। এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি সত্যিই আনন্দ পেয়েছি।"

ওড়িয়া ভাষায় কথা বলা কতটা কঠিন ছিল?

ওড়িয়া ভাষায় ছবি করার বিষয়ে বনি বলেন, "ওড়িয়া ভাষায় কথা বলা আমার জন্য খুব কঠিন ছিল। ওড়িয়া ভাষা সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। শুটিং শুরু হওয়ার এক সপ্তাহ আগে আমার হাতে স্ক্রিপ্ট আসে ৷ তারপর আমি শুটিংয়ের জন্য ওড়িশায় আসি। প্রস্তুতির জন্য আমার হাতে খুব কম সময় ছিল। সেই সময় আমার জন্য একজন অনুবাদক ছিলেন। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি এটা করতে পেরেছি এবং ছবিটি ভালোভাবে শুটিং করেছি। শুটিংয়ের জন্য পরিচালকও আমাকে অনেক সহযোগিতা করেছেন।

আগামী দিনে ওড়িয়া ছবিতে কাজের ইচ্ছা...

বনি বলেন, "কাজ পেলে অবশ্যই করব। এখানকার সবাই, সে টেকনিশিয়ান হোক বা প্রযোজক, খুবই সহায়ক ছিলেন। আমি এখানে কাজ করে সত্যিই উপভোগ করেছি। 'আজির রেবতী'-র মাধ্যমে দর্শকরা আমাকে কতটা পছন্দ করেন তার ওপর নির্ভর করছে এখানে কাজ করার ভবিষ্যৎ পরিকল্পনা।"

অনুরাগীদের প্রতি আবেদন

'আজির রেবতী' দুটি ভাষায় মুক্তি পেতে চলেছে। এটি ওড়িয়া এবং বাংলা ভাষায় মুক্তি পাবে। 11 তারিখ ওড়িয়া ভাষায় এই ছবি মুক্তি পেলেও বাংলায় কবে মুক্তি পাবে তার তারিখ ঠিক হয়নি ৷ বনি বলেন, "ওড়িশার তুলনায় পশ্চিমবঙ্গে আমার অনুরাগী বেশি। কারণ এটি আমার প্রথম ওড়িয়া ছবি। অনেক সুন্দর গল্প এবং গান আছে। যা সকলের মন ছুঁয়ে যাবে। তাই আমি সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি এবং আমার অভিনয় কেমন লেগেছে তা জানাবেন। আশা করি সবাই আমার অভিনয় পছন্দ করবে।"

'আজকের রেবতী'র তারকা অভিনেতা

বনি এবং ভিজহার পাত্র ছাড়াও 'আজির রেবতী'-তে অভিনয় করেছেন পুষ্প পান্ডা, পৃথ্বীরাজ নায়ক, সুকান্ত রথ, রবি মিশ্র এবং উষাশী মিশ্র। ছবিটি আরআর ইভেন্টস এবং সিনে প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মুম্বাই-ভিত্তিক একজন বিশিষ্ট আলোকচিত্র পরিচালক শুভ্রাংসু, ওড়িয়া, হিন্দি এবং অন্যান্য অনেক ভাষায় কাজ করেছেন। 'আজির রেবতী' ছবির চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন মহিলা চিত্রগ্রাহক কুহু মাল্লা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.